বাংলাদেশ বিষয়াবলি

2027. সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয়?

  • ক. পাগ মার্ক
  • খ. ফুটমার্ক
  • গ. GIS
  • ঘ. কোয়ার্ডবেট

উত্তরঃ পাগ মার্ক

বিস্তারিত

2028. সম্রাট জাহাঙ্গীরের দরবারে ১ম ইংরেজ দূত কে?

  • ক. ক্যাপ্টেন হকিন্স
  • খ. এডওয়ার্ডস
  • গ. স্যার টমাস রো
  • ঘ. উইলিয়াম কেরি

উত্তরঃ ক্যাপ্টেন হকিন্স

বিস্তারিত

2030. বাংলাদেশের প্রথম ডাকটিকেটের ডিজাইনার কে ছিলেন?

  • ক. কামরুল হাসান
  • খ. নিতুন কান্ডু
  • গ. কাইয়ুম চৌধুরী
  • ঘ. বিমান মল্লিক

উত্তরঃ বিমান মল্লিক

বিস্তারিত

2031. বর্তমানে বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা কত?

  • ক. ৫০০০ টাকা
  • খ. ১০০০০ টাকা
  • গ. ১৫০০০ টাকা
  • ঘ. ২০০০০ টাকা

উত্তরঃ ২০০০০ টাকা

বিস্তারিত

2032. বাংলাদেশে নারী সাক্ষরতার হার সবচেয়ে কম কোন জেয়ায়?

  • ক. ঝিনাইদহ
  • খ. ঠাকুরগাঁও
  • গ. বান্দরবান
  • ঘ. কুষ্টিয়া

উত্তরঃ বান্দরবান

বিস্তারিত

2033. বৈশ্বিক শান্তি সূচকে শীর্ষ দেশ কোনটি?

  • ক. ভুটান
  • খ. সিঙ্গাপুর
  • গ. আইসল্যান্ড
  • ঘ. আফগানিস্তান

উত্তরঃ আইসল্যান্ড

বিস্তারিত

2034. আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় ১৯৬৯ সালের কত তারিখে?

  • ক. ২০ ফেব্রুয়ারি
  • খ. ২১ ফেব্রুয়ারি
  • গ. ২২ ফেব্রুয়ারি
  • ঘ. ২৩ ফেব্রুয়ারি

উত্তরঃ ২২ ফেব্রুয়ারি

বিস্তারিত

2035. বাংলাদেশ প্রথম PTA স্বাক্ষর করে কোন দেশের সাথে?

  • ক. ভারত
  • খ. শ্রীলংকা
  • গ. ভুটান
  • ঘ. নেপাল

উত্তরঃ ভুটান

বিস্তারিত

2036. বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আনুষ্ঠানিক বিমান চলাচল চুক্তি স্বাক্ষরিত হয় কবে?

  • ক. ১৯ নভেম্বর ২০১৩
  • খ. ২৬ সেপ্টেম্বর ২০১৭
  • গ. ২০ মার্চ ২০১৯
  • ঘ. ৩০ সেপ্টেম্বর ২০২০

উত্তরঃ ৩০ সেপ্টেম্বর ২০২০

বিস্তারিত

2037. বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য কত?

  • ক. ২০ কিলোমিটার
  • খ. ৩৫ কিলোমিটার
  • গ. ৫৫ কিলোমিটার
  • ঘ. ৭৫ কিলোমিটার

উত্তরঃ ৫৫ কিলোমিটার

বিস্তারিত

2038. পরশুরামের প্রাসাদ কোথায় অবস্থিত?

  • ক. মহাস্থানগড়
  • খ. পাহাড়পুর
  • গ. ময়নামতি
  • ঘ. রাউজান

উত্তরঃ মহাস্থানগড়

বিস্তারিত

2039. রংপুরে যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাস -

  • ক. রাজবংশী
  • খ. মাহাতো
  • গ. বম
  • ঘ. মুন্ডা

উত্তরঃ রাজবংশী

বিস্তারিত

2040. স্থানীয় মুদ্রার অবমূল্যায় হলে -

  • ক. আমদানি বাড়ে
  • খ. রপ্তানি বাড়ে
  • গ. বাজেট ঘাটতি বাড়ে
  • ঘ. রপ্তানি কমে

উত্তরঃ রপ্তানি বাড়ে

বিস্তারিত

2041. নিচের যে পত্রিকাটি ১৯৭১ সালে বাংলাদেশ মুক্তাঞ্চল থেকে প্রকাশিত হয় -

  • ক. পূর্বানী
  • খ. দেশের কথা
  • গ. বিপ্লবী কথা
  • ঘ. জয় বাংলা

উত্তরঃ জয় বাংলা

বিস্তারিত

2042. ‘কোর্ট অব রেকর্ড’ বলা হয় যে আদালতকে -

  • ক. সুপ্রিম কোর্ট
  • খ. হাই কোর্ট
  • গ. জজ কোর্ট
  • ঘ. ম্যাজিস্টেট কোর্ট

উত্তরঃ সুপ্রিম কোর্ট

বিস্তারিত

2043. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় যার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল -

  • ক. ধীরেন্দ্রনাথ দত্ত
  • খ. মওলানা মোহাম্মদ আকরম খাঁ
  • গ. আবুল হাশিম
  • ঘ. নবাব নওয়াব আলী চৌধুরী

উত্তরঃ নবাব নওয়াব আলী চৌধুরী

বিস্তারিত

2046. নিচের যেটি বাংলার প্রাচীন জনপদ -

  • ক. চন্দ্রদ্বীপ
  • খ. ময়নামতি
  • গ. হরিকেল
  • ঘ. পাটালীপুত্র

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

2047. বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে লন্ডনে প্রতিষ্ঠিত বাংলাদেশ দূতাবাসের হাইকমিশনার ছিলেন -

  • ক. এম হোসেন আলী
  • খ. আবু সাঈদ চৌধুরী
  • গ. এস.এ.করিম
  • ঘ. এম.আর.সিদ্দিকী

উত্তরঃ আবু সাঈদ চৌধুরী

বিস্তারিত

2049. ২০২১-২০২২ সালের উন্নয়ন বাজেটে যে খাতে ২য় সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে -

  • ক. স্বাস্থ্য
  • খ. শিক্ষা ও প্রযুক্তি
  • গ. কৃষি
  • ঘ. পরিবহণ ও যোগাযোগ

উত্তরঃ পরিবহণ ও যোগাযোগ

বিস্তারিত

2050. যে দেশ থেকে প্রবাসীরা বাংলাদেশে সবচেয়ে বেশি অর্থ প্রেরণ করেন -

  • ক. সৌদি আরব
  • খ. যুক্তরাজ্য
  • গ. আরব আমিরাত
  • ঘ. যুক্তরাষ্ট্র

উত্তরঃ সৌদি আরব

বিস্তারিত

  • avatar
    MD. LIPON ISLAM - 1 year ago
    Pdf akare paoa jabe ki..

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects