বাংলাদেশ বিষয়াবলি
1951. বাংলাদেশের কেন্দ্রিয় ব্যাংকের নাম কী?
- ক. জনতা ব্যাকং
- খ. বাংলাদেশ ব্যাংক
- গ. রিজার্ভ ব্যাংক
- ঘ. সোনালী ব্যাংক
উত্তরঃ বাংলাদেশ ব্যাংক
1952. “ফা হিয়েন’ কার শাসনামলে বাংলায় আসেন?
- ক. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
- খ. আলাউদ্দিন হোসেন শাহ
- গ. প্রথম চন্দ্রগুপ্ত
- ঘ. হর্ষবর্ধন
উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত
1953. কোন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচাইতে বেশী?
- ক. ভারত
- খ. জাপান
- গ. চীন
- ঘ. রাশিয়া
উত্তরঃ চীন
1954. বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক কোনটি?
- ক. একুশে পদক
- খ. স্বাধীনতা পদক
- গ. বাংলা একাডেমি পদক
- ঘ. প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার
উত্তরঃ স্বাধীনতা পদক
1955. বাংলাদেশে কোডিড-১৯ টিকা প্রদান কার্যক্রম কোন তারিখে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়?
- ক. ২৫/০১/২০২১
- খ. ২৭/০১/২০২১
- গ. ২১/০১/২০২১
- ঘ. ২২/০১/২০২১
উত্তরঃ ২৭/০১/২০২১
1956. পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?
- ক. জগদীশ চন্দ্র বসু
- খ. কুদরত-এ-খুদা
- গ. ড. মাকসুদুল আলম
- ঘ. ড. মেঘনাথ সাহা
উত্তরঃ ড. মাকসুদুল আলম
1957. জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে কোন সালে বাংলাদেশে নিয়ে আসা হয়?
- ক. ১৯৭২
- খ. ১৯৭৩
- গ. ১৯৭৪
- ঘ. ১৯৭৫
উত্তরঃ ১৯৭২
1958. কোন নদ-নদী ময়মনসিংহ শহরের পাশ দিয়ে প্রবাহিত ?
- ক. পুরাতন ব্রহ্মপুত্র
- খ. সুরমা
- গ. তিস্তা
- ঘ. যমুনা
উত্তরঃ পুরাতন ব্রহ্মপুত্র
1959. বাংলাদেশের সাংবিধানিক নাম কী?
- ক. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
- খ. বাংলাদেশ প্রজাতন্ত্র
- গ. গণতান্ত্রিক বাংলাদেশ
- ঘ. প্রজাতান্ত্রিক বাংলাদেশ
উত্তরঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
1961. মানবদেহে রক্তে সােডিয়াম আয়নের নরমাল Value কত?
- ক. 120-130 mmol/L
- খ. 135-155 mmol/L
- গ. 160-170 mmol/L
- ঘ. 130-145 mmol/L
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
1964. বাংলাদেশী মহিলাদের গড় আয় কত?
- ক. ৮০.৬ বছর
- খ. ৫৭.৫ বছর
- গ. ৬৪.৪ বছর
- ঘ. ৭৩.৮ বছর
উত্তরঃ ৭৩.৮ বছর
1965. বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে?
- ক. ৩০ মার্চ ১৯৭১
- খ. ৭ এপ্রিল ১৯৭১
- গ. ১৭ এপ্রিল ১৯৭১
- ঘ. ১০ এপ্রিল ১৯৭১
উত্তরঃ ১৭ এপ্রিল ১৯৭১
1966. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ এ গানটির রচয়িতা কে?
- ক. সৈয়দ শামসুল হক
- খ. মোহাম্মদ মনিরুজ্জামান
- গ. আবদুল গাফফার চৌধুরী
- ঘ. আবদুল লতিফ
উত্তরঃ আবদুল গাফফার চৌধুরী
1967. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোনটি?
- ক. ০৮ মার্চ
- খ. ১৬ ডিসেম্বর
- গ. ২১ ফেব্রুয়ারি
- ঘ. ২১ আগস্ট
উত্তরঃ ২১ ফেব্রুয়ারি
1968. ১৯৬৬ সালের বাঙ্গালী জাতির মুক্তির সনদ ‘ছয়-দফা’ দাবি কোথায় উত্থাপন করা হয়?
- ক. ঢাকায়
- খ. লাহোরে
- গ. করাচীতে
- ঘ. চট্টগ্রাম
উত্তরঃ লাহোরে
1969. মুক্ত গণমাধ্যম সূচক-২০২১ এ বাংলাদেশের অবস্থান কত?
- ক. ১৪৬তম
- খ. ১৪৮তম
- গ. ১৫২তম
- ঘ. ১৫৪তম
উত্তরঃ ১৫৪তম
1970. ”এই জানোয়ারদের হত্যা করতে হবে”- শিরোনামের মুক্তিযুদ্ধভিত্তিক পোস্টারের শিল্পী কে?
- ক. জয়নুল আবেদীন
- খ. কামরুল হাসান
- গ. শাহাবুদ্দীন
- ঘ. এস এম সুলতান
উত্তরঃ কামরুল হাসান
1972. বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও সংহতির প্রতীক-
- ক. প্রধান বিচারপতি
- খ. স্পিকার
- গ. প্রধানমন্ত্রী
- ঘ. রাষ্ট্রপতি
উত্তরঃ রাষ্ট্রপতি
1974. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে ‘ন্যায়পাল’ পদটির উল্লেখ আছে?
- ক. ৫৫
- খ. ৭৭
- গ. ৮৮
- ঘ. ৯৯
উত্তরঃ ৭৭
1975. বঙ্গবন্ধুর ‘কারাগারের রোজনামচা’ কোন সনে প্রথম প্রকাশিত হয়?
- ক. ২০১২
- খ. ২০১৫
- গ. ২০১৭
- ঘ. ২০১৯
উত্তরঃ ২০১৭
-
MD. LIPON ISLAM - 1 year ago
Pdf akare paoa jabe ki..