বাংলাদেশ বিষয়াবলি

1926. বাংলাদেশের মুক্তিযুদ্ধে নৌ-কমান্ডোর সেক্টর কোনটি ছিল?

  • ক. সেক্টর ১
  • খ. সেক্টর ১১
  • গ. সেক্টর ১০
  • ঘ. সেক্টর ৯

উত্তরঃ সেক্টর ১০

বিস্তারিত

1927. গম্ভীরা কোন অঞ্চলের গান?

  • ক. ঢাকা
  • খ. সিলেট
  • গ. রাজশাহী
  • ঘ. চট্টগ্রাম

উত্তরঃ রাজশাহী

বিস্তারিত

1928. বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ মহাকাশে উৎক্ষেপণ করা হয় কবে?

  • ক. ১১ মে ২০১৮
  • খ. ১২ মে ২০১৮
  • গ. ১৩ মে ২০১৮
  • ঘ. ১৪ মে ২০১৮

উত্তরঃ ১১ মে ২০১৮

বিস্তারিত

1929. জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) কোন মন্ত্রণালয়ের অধীন?

  • ক. রাষ্ট্রপতির কার্যালয়
  • খ. পরিকল্পনা কার্যালয়
  • গ. প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ঘ. স্বরাষ্ট্র কার্যালয়

উত্তরঃ প্রধানমন্ত্রীর কার্যালয়

বিস্তারিত

1930. বাংলাদেশে মোট মেট্রোপলিটন পুলিশ থানা কতট?

  • ক. ১০৫
  • খ. ১০৭
  • গ. ১০৯
  • ঘ. ১১০

উত্তরঃ ১১০

বিস্তারিত

1931. জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রধান কে?

  • ক. স্বরাষ্ট্রমন্ত্রী
  • খ. চেয়ারম্যান
  • গ. রাষ্ট্রপতি
  • ঘ. প্রধানমন্ত্রী

উত্তরঃ চেয়ারম্যান

বিস্তারিত

1934. দেশের ৪৩তম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি?

  • ক. খুলনা কৃষি বিশ্ববিদ্যাল
  • খ. শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়
  • গ. বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান বিশ্ববিদ্যালয়
  • ঘ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি

উত্তরঃ খুলনা কৃষি বিশ্ববিদ্যাল

বিস্তারিত

1935. দেশে সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ও শেষ বিশ্ববিদ্যালয় কোনটি?

  • ক. ৪টি, বরিশাল কৃষি বিশ্ববিদ্যালয়
  • খ. ৫টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়
  • গ. ৬টি, রাজশাহী কৃষি বিশ্ববিদ্যালয়
  • ঘ. ৭টি, চট্টগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়

উত্তরঃ ৫টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়

বিস্তারিত

1936. বাংলাদেশে ই-পাসপোর্ট কখন চালু হয়?

  • ক. ১৮ জানুয়ারি ২০২০
  • খ. ১৯ জানুয়ারি ২০২০
  • গ. ২১ জানুয়ারি ২০২০
  • ঘ. ২২ জানুয়ারি ২০২০

উত্তরঃ ২২ জানুয়ারি ২০২০

বিস্তারিত

1937. ২০২০ সালের জন্য OIC'র যুব রাজধানী কোনটি?

  • ক. ইস্তাম্বুল (তুরস্ক)
  • খ. ঢাকা (বাংলাদেশ)
  • গ. পুত্রজায়া (মালয়েশিয়া)
  • ঘ. দোহা (কাতার)

উত্তরঃ ঢাকা (বাংলাদেশ)

বিস্তারিত

1938. বর্তমানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কে?

  • ক. বেগম সাহিম আহমেদ চৌধুরী
  • খ. মোস্তফা কামাল উদ্দিন
  • গ. আবু হেনা মোঃ রহমাতুল মুনিম
  • ঘ. ড. আহমদ কায়কাউস

উত্তরঃ ড. আহমদ কায়কাউস

বিস্তারিত

1939. বর্তমানে জাতীয় ভোটার দিবস কবে?

  • ক. ১ মার্চ
  • খ. ২ মার্চ
  • গ. ৩ মার্চ
  • ঘ. ৪ মার্চ

উত্তরঃ ১ মার্চ

বিস্তারিত

1941. জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের সহসভাপতি কোন দেশ?

  • ক. ভারত
  • খ. তুরস্ক
  • গ. বাংলাদেশ
  • ঘ. মালদ্বীপ

উত্তরঃ বাংলাদেশ

বিস্তারিত

1942. মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কোথায় জন্মগ্রহণ করেন?

  • ক. সিরাজগঞ্জ
  • খ. টাঙ্গাইল
  • গ. ঢাকা
  • ঘ. কুমিল্লা

উত্তরঃ সিরাজগঞ্জ

বিস্তারিত

1943. ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?

  • ক. ১৮২১
  • খ. ১৯২১
  • গ. ১৯০০
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ ১৯২১

বিস্তারিত

1944. বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ কোনটি?

  • ক. ভোলা
  • খ. মহেশখালি
  • গ. কুতুবদিয়া
  • ঘ. নিঝুম দ্বীপ

উত্তরঃ মহেশখালি

বিস্তারিত

1945. ঐতিহাসিক স্থান কারবালা কোন দেশে অবস্থিত?

  • ক. সৌদি আবর
  • খ. ইরান
  • গ. ইরাক
  • ঘ. ওমান

উত্তরঃ ইরাক

বিস্তারিত

1946. বাংলাদেশে প্রথম চা উৎপাদন শুরু হয় কবে?

  • ক. ১৮৪০
  • খ. ১৮৫০
  • গ. ১৯০৬
  • ঘ. ১৮৮৭

উত্তরঃ ১৮৪০

বিস্তারিত

1947. মজনু শাহ কে ছিলেন?

  • ক. ফকির বিদ্রোহের নেতা
  • খ. রংপুরের কৃষক বিদ্রোহের নেতা
  • গ. তেভাগা আন্দোলনের নেতা
  • ঘ. ৩নং সেক্টর কমান্ডার

উত্তরঃ ফকির বিদ্রোহের নেতা

বিস্তারিত

1948. সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চরিয়ান কে?

  • ক. মোহাম্মদ আশরাফুল, বাংলাদেশ
  • খ. হাসান রাজা, পাকিস্তান
  • গ. ব্রায়ান চার্লস লারা, ওয়েস্ট ইন্ডিজ
  • ঘ. শচীন টেন্ডুলকার, ভারত

উত্তরঃ মোহাম্মদ আশরাফুল, বাংলাদেশ

বিস্তারিত

1949. দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হয়েছেন কোন শিল্পী?

  • ক. মঈনুল হক
  • খ. মৃণাল হক
  • গ. শিল্পাচার্য জয়নুল আবেদীন
  • ঘ. হাশেম খান

উত্তরঃ শিল্পাচার্য জয়নুল আবেদীন

বিস্তারিত

1950. মোবাইল ফোনের জনক কে?

  • ক. স্টিভ জবস
  • খ. আলফ্রেড নোবেল
  • গ. মার্টিন কুপার
  • ঘ. জন ডাল্টন

উত্তরঃ মার্টিন কুপার

বিস্তারিত

  • avatar
    MD. LIPON ISLAM - 1 year ago
    Pdf akare paoa jabe ki..

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects