বাংলাদেশ বিষয়াবলি
1876. ‘বাড়ীর কাছে আরশীনগর, সেথায় এক পড়শী বসত করে...’ এই পঙক্তিটি কার লেখা?
- ক. পাগলা কানাই
- খ. সিরাজ সাঁই
- গ. লালন শাহ
- ঘ. মদন বাউল
উত্তরঃ লালন শাহ
1877. ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’ এ গানটির সুরকার কে?
- ক. শাহ আবদুল করিম
- খ. সত্য সাহা
- গ. সঞ্জীব চৌধুরী
- ঘ. বাপ্পা মজুমদার
উত্তরঃ শাহ আবদুল করিম
1879. সম্প্রতি কোন দিবসকে ‘গণহত্যা দিবস’ হিসেবে সরকার অনুমোদন করে?
- ক. ১৬ ডিসেম্বর
- খ. ২৫ মার্চ
- গ. ২১ ফেব্রুয়ারি
- ঘ. ২৬ মার্চ
উত্তরঃ ২৫ মার্চ
1880. 'ঢাকা গেইট' কে নির্মাণ করেন?
- ক. শায়েস্তা খান
- খ. ইসলাম খান
- গ. মীর জুমলা
- ঘ. খিযির হায়াত খান
উত্তরঃ মীর জুমলা
1881. বাংলাদেশের সরকার পদ্ধতি -
- ক. এককেন্দ্রিক
- খ. রাজতন্ত্র
- গ. যুক্তরাষ্ট্রীয়
- ঘ. রাষ্ট্রপতিশাসিত
উত্তরঃ এককেন্দ্রিক
1882. BSTI এর পূর্ণ অভিব্যক্তি হলো -
- ক. Bangladesh Society for Telecommunication and Information
- খ. Bangladesh Standard and Testing Institute
- গ. Bangladesh Salt Testing and Technological Institute
- ঘ. Bangladesh Salt Testing Institute
উত্তরঃ Bangladesh Standard and Testing Institute
1883. বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন?
- ক. লর্ড কার্জন
- খ. রাজা পঞ্চম জর্জ
- গ. লর্ড মাউন্ট ব্যাটেন
- ঘ. লর্ড ওয়াভেল
উত্তরঃ রাজা পঞ্চম জর্জ
1884. ঢাকা শহরের পোড়াপত্তন হয় -
- ক. ব্রিটিশ আমলে
- খ. সুলতানি আমলে
- গ. মুঘল আমলে
- ঘ. স্বাধীন নবাবী আমলে
উত্তরঃ মুঘল আমলে
1885. স্টিভ চেন ও চাড হারকিল সাথে যৌথভাবে কোন বাংলাদেশী ইউটিউব (You Tube) প্রতিষ্ঠা করেন?
- ক. জাবেদ করিম
- খ. ফজলুল করিম
- গ. জাওয়াদুল করিম
- ঘ. মঞ্জুরুল করিম
উত্তরঃ জাবেদ করিম
1886. পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়?
- ক. ফেব্রুয়ারি ২০, ১৯৭৪
- খ. ফেব্রুয়ারি ২১, ১৯৭৪
- গ. ফেব্রুয়ারি ২২, ১৯৭৪
- ঘ. ফেব্রুয়ারি ২৩, ১৯৭৪
উত্তরঃ ফেব্রুয়ারি ২২, ১৯৭৪
1887. কে বীরশ্রেষ্ঠ নন?
- ক. হামিদুর রহমান
- খ. মোস্তফা কামাল
- গ. মুন্সী আব্দুর রহিম
- ঘ. নূর মোহাম্মদ শেখ
উত্তরঃ মুন্সী আব্দুর রহিম
1889. বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন কখন অনুষ্ঠিত হয়?
- ক. ৭ মার্চ ১৯৭৩
- খ. ১৭ মার্চ ১৯৭৩
- গ. ২৭ মার্চ ১৯৭৩
- ঘ. ৭ মার্চ ১৯৭৪
উত্তরঃ ৭ মার্চ ১৯৭৩
1890. লাহোরে অনুষ্ঠিত OIC শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু কবে যোগদান করেন?
- ক. ২০-২১ ফ্রেব্রুয়ারি ১৯৭৪
- খ. ২৩-২৪ ফ্রেব্রুয়ারি ১৯৭৪
- গ. ২৫-২৬ ফ্রেব্রুয়ারি ১৯৭৪
- ঘ. ২৭-২৮ ফ্রেব্রুয়ারি ১৯৭৪
উত্তরঃ ২৩-২৪ ফ্রেব্রুয়ারি ১৯৭৪
1891. বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে?
- ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- খ. মোহাম্মদ উল্লাহ
- গ. তাজউদ্দিন আহমেদ
- ঘ. ক্যাপ্টেন এম মনসুর আলী
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
1892. সংবিধানের কোন অনুচ্ছেদের আলোকে বাংলাদেশের বৈদেশিক নীতি পরিচালিত হয়?
- ক. অনুচ্ছেদ ২২
- খ. অনুচ্ছেদ ২৩
- গ. অনুচ্ছেদ ২৪
- ঘ. অনুচ্ছেদ ২৫
উত্তরঃ অনুচ্ছেদ ২৫
1893. বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত?
- ক. দক্ষিণ তালপট্টি
- খ. সেন্টমার্টিন
- গ. নিঝুম দ্বীপ
- ঘ. ভোলা
উত্তরঃ সেন্টমার্টিন
1895. কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়?
- ক. সিপাহী মোস্তফা কামাল
- খ. ল্যান্স নায়েক মুন্সি আবদুর রউফ
- গ. ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ
- ঘ. সিপাহী হামিদুর রহমান
উত্তরঃ সিপাহী হামিদুর রহমান
1896. বঙ্গবন্ধুকে কখন ‘জুলিও কুরী’ শান্তি পুরস্কার প্রদান করা হয়?
- ক. ২০ মে ১৯৭২
- খ. ২১ মে ১৯৭২
- গ. ২২ মে ১৯৭২
- ঘ. ২৩ মে ১৯৭২
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
1897. ঐতিহাসিক ‘ছয় দফা দাবিতে’ যে বিষয়টি অন্তর্ভূক্ত ছিল না -
- ক. শামনতান্ত্রিক কাঠামো
- খ. কেন্দ্রীয় সরকারের ক্ষমতা
- গ. স্বতন্ত্র মুদ্রা ব্যবস্থা
- ঘ. বিচার ব্যবস্থা
উত্তরঃ বিচার ব্যবস্থা
1898. ’মাৎস্যন্যায়’ বাংলার কোন সময়কাল নির্দেশ করে?
- ক. ৫ম- ৬ষ্ঠ শতক
- খ. ৬ষ্ঠ-৭ম শতক
- গ. ৭ম-৮ম শতক
- ঘ. ৮ম-৯ম শতক
উত্তরঃ ৭ম-৮ম শতক
1899. বাংলার কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়?
- ক. শামসুদ্দীন ইলিয়াস শাহ
- খ. নাসিরুদ্দীন মাহমুদ শাহ
- গ. আলাউদ্দিন হোসেন শাহ
- ঘ. গিয়াসউদ্দিন আজম শাহ
উত্তরঃ আলাউদ্দিন হোসেন শাহ
1900. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা পালন করেন?
- ক. নওয়াব আবদুল লতিফ
- খ. স্যার সৈয়দ আহমেদ
- গ. নওয়াব স্যার সলিমুল্লাহ
- ঘ. খাজা নাজিমুদ্দিন
উত্তরঃ নওয়াব স্যার সলিমুল্লাহ
-
MD. LIPON ISLAM - 1 year ago
Pdf akare paoa jabe ki..