বাংলাদেশ বিষয়াবলি

1801. বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্য পদ লাভ করে?

  • ক. ওআইসি
  • খ. এফএও
  • গ. কমনওয়েলথ
  • ঘ. ন্যাম

উত্তরঃ কমনওয়েলথ

বিস্তারিত

1802. কোন তারিখে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে?

  • ক. ১৬ ডিসেম্বর ১৯৭৫
  • খ. ১৭ সেপ্টেম্বর ১৯৭৪
  • গ. ১৪ নভেম্বর ১৯৭৩
  • ঘ. ৩১ ডিসেম্বর ১৯৭২

উত্তরঃ ১৭ সেপ্টেম্বর ১৯৭৪

বিস্তারিত

1803. ফকির আন্দোলনের নেতা কে ছিলেন?

  • ক. হাজী শরীয়ত উল্লাহ
  • খ. মোহসীন উদ্দীন দুখু মিয়া
  • গ. মজনু শাহ
  • ঘ. মাওলানা ভাসানী

উত্তরঃ মজনু শাহ

বিস্তারিত

1804. বাংলাদেশের প্রথম সংসদ নির্বাচন কোন সালে অনুষ্ঠিত হয়?

  • ক. ১৯৭২
  • খ. ১৯৭৩
  • গ. ১৯৭৭
  • ঘ. ১৯৭৯

উত্তরঃ ১৯৭৩

বিস্তারিত

1805. বাংলাদেশের প্রথম স্বীকৃতিদানকারী দেশ -

  • ক. ভাতর
  • খ. ইরাক
  • গ. সোভিয়েত ইউনিয়ন
  • ঘ. ভুটান

উত্তরঃ ভুটান

বিস্তারিত

1806. বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কোন সালে প্রবর্তিত হয়?

  • ক. ১৯৩৫
  • খ. ১৮৯৩
  • গ. ১৭৯৩
  • ঘ. ১৭৩৫

উত্তরঃ ১৭৯৩

বিস্তারিত

1807. প্রথম বাংলাদেশ সরকার কখন প্রতিষ্ঠিত হয়?

  • ক. ১৭ এপ্রিল ১৯৭১
  • খ. ৭ মার্চ ১৯৭১
  • গ. ১০ এপ্রিল ১৯৭১
  • ঘ. ২৫ মার্চ ১৯৭১

উত্তরঃ ১০ এপ্রিল ১৯৭১

বিস্তারিত

1808. আগরতলা মামলা কোন সালে হয়?

  • ক. ১৯৬৯
  • খ. ১৯৬৮
  • গ. ১৯৬৬
  • ঘ. ১৯৭০

উত্তরঃ ১৯৬৮

বিস্তারিত

1809. Orientalism শব্দটির অর্থ কি?

  • ক. প্রাচীন
  • খ. প্রাচ্যবাদ
  • গ. পুঁজিবাদ
  • ঘ. সাম্যবাদ

উত্তরঃ প্রাচ্যবাদ

বিস্তারিত

1812. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে জারি করা হয় ১৯৭১ সালের কত তারিখ?

  • ক. ২৬ মার্চ
  • খ. ০৭ মার্চ
  • গ. ১০ এপ্রিল
  • ঘ. ১৭ এপ্রিল

উত্তরঃ ১০ এপ্রিল

বিস্তারিত

1813. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কিসের নাম?

  • ক. উপগ্রহের
  • খ. নৌজাহাজের
  • গ. মহাকাশ যানের
  • ঘ. যুদ্ধ জাহাজের

উত্তরঃ উপগ্রহের

বিস্তারিত

1814. মুক্তিযোদ্ধা তারামন বিবি যুদ্ধ করেছেন কোন সেক্টরে?

  • ক. ৯ নং
  • খ. ৪ নং
  • গ. ৮ নং
  • ঘ. ১১ নং

উত্তরঃ ১১ নং

বিস্তারিত

1815. ১৭ এপ্রিল তারিখ পালিত হয় কোন দিবস?

  • ক. জাতীয় শিশু দিবস
  • খ. বঙ্গবন্ধুর দেশে প্রত্যাবর্তন দিবস
  • গ. মুজিবনগর দিবস
  • ঘ. ভোক্তা অধিকার দিবস

উত্তরঃ মুজিবনগর দিবস

বিস্তারিত

1816. রাষ্ট্রপতিকে শপথ পাঠ করান কে?

  • ক. স্পিকার
  • খ. প্রধানমন্ত্রী
  • গ. এটর্নি জেনারেল
  • ঘ. প্রধান বিচারপতি

উত্তরঃ স্পিকার

বিস্তারিত

1817. বাংলাদেশের চামড়া শিল্প নগরী কোথায় অবস্থিত?

  • ক. ধামরাই
  • খ. সাভার
  • গ. আশুলিয়া
  • ঘ. কামরাঙ্গীর চর

উত্তরঃ সাভার

বিস্তারিত

1819. বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্রী ছিলেন?

  • ক. রাষ্ট্রবিজ্ঞান
  • খ. লোকপ্রশাসন
  • গ. ইংরেজি বিভাগ
  • ঘ. বাংলা বিভাগ

উত্তরঃ বাংলা বিভাগ

বিস্তারিত

1821. মুজিবনগরের পূর্ব নাম ছিল -

  • ক. আম্রকানন
  • খ. বৈদ্যনাথতলা
  • গ. মাথাভাঙ্গা
  • ঘ. পলাশডাঙ্গা

উত্তরঃ বৈদ্যনাথতলা

বিস্তারিত

1822. বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা কতটি?

  • ক. ৩০টি
  • খ. ৪৫টি
  • গ. ৪০টি
  • ঘ. ৪১টি

উত্তরঃ ৪৫টি

বিস্তারিত

1824. বাংলাদেশের প্রাকৃতিক মৎস্য প্রজনন নদী কোনটি?

  • ক. যমুনা
  • খ. মেঘনা
  • গ. কর্ণফুলী
  • ঘ. হালদা

উত্তরঃ হালদা

বিস্তারিত

1825. বাংলাদেশের কোন বিজ্ঞানী পাটের জীবন রহস্য আবিষ্কার করেছেন?

  • ক. অধ্যাপক আবদুস সালাম
  • খ. ড. মতিন পাটোয়ারি
  • গ. ড. শমশের আলী
  • ঘ. ড. মাকসুদুল আলম

উত্তরঃ ড. মাকসুদুল আলম

বিস্তারিত

  • avatar
    MD. LIPON ISLAM - 1 year ago
    Pdf akare paoa jabe ki..

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects