বাংলাদেশ বিষয়াবলি
1776. বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর কোনটি?
- ক. চট্টগ্রাম
- খ. মংলা
- গ. নারায়ণগঞ্জ
- ঘ. কক্সবাজার
উত্তরঃ চট্টগ্রাম
1777. প্রথম আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি কোথায় অনুষ্ঠিত হয়?
- ক. ভারত
- খ. অস্ট্রেলিয়া
- গ. বাংলাদেশ
- ঘ. ইংল্যান্ড
উত্তরঃ বাংলাদেশ
1778. বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে নৌকমান্ডো বাহিনী গঠিত হয় -
- ক. ৩ নং সেক্টর
- খ. ৫ নং সেক্টর
- গ. ৮ নং সেক্টর
- ঘ. ১০ নং সেক্টর
উত্তরঃ ১০ নং সেক্টর
1779. কোন সম্রাটের আমলে এদেশে বৌদ্ধধর্মের প্রসার ঘটে?
- ক. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
- খ. সম্রাট অশোক
- গ. সমুদ্র গুপ্ত
- ঘ. ধর্মপাল
উত্তরঃ সম্রাট অশোক
1780. বাংলাদেশ ও মিয়ানমার এর মধ্যকার সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি হয় -
- ক. ২০১১ সালে
- খ. ২০১২ সালে
- গ. ২০১৩ সালে
- ঘ. ২০১৪ সালে
উত্তরঃ ২০১২ সালে
1781. বাংলাদেশ ভারতকে বিভক্তারী সীমারেখার নাম কি?
- ক. র্যাডক্লিফ লাইন
- খ. ম্যাকমোহন লাইন
- গ. ডুরান্ট লাইন
- ঘ. লাইন অব কন্টোল
উত্তরঃ র্যাডক্লিফ লাইন
1782. অপরাজয়ের বাংলা স্থপতি কে?
- ক. হামিদুর রহমান
- খ. শামীম সিকদার
- গ. নিতুন কুন্ডু
- ঘ. সৈয়দ আবদুল্লাহ খালেদ
উত্তরঃ সৈয়দ আবদুল্লাহ খালেদ
1785. নির্বাচন কমিশন গঠিত হয় সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী -
- ক. ৬৪
- খ. ৯৪
- গ. ১১৮
- ঘ. ১৩৭
উত্তরঃ ১১৮
1786. জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটির সভাপতি -
- ক. অর্থমন্ত্রী
- খ. পরিকল্পনা মন্ত্রী
- গ. প্রধানমন্ত্রী
- ঘ. রাষ্ট্রপতি
উত্তরঃ প্রধানমন্ত্রী
1787. পার্বত্য শান্তিচুক্তি কখন স্বাক্ষরিত হয়?
- ক. ২ ডিসেম্বর ১৯৯৭
- খ. ২ ডিসেম্বর ১৯৯৬
- গ. ২৩ জুন ১৯৯৬
- ঘ. ২৩ জুন ১৯৯৭
উত্তরঃ ২ ডিসেম্বর ১৯৯৭
1788. আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি গানটির রচয়িতা কে?
- ক. আব্দুল গাফফার চৌধুরী
- খ. সিকান্দার আবুজাফর
- গ. গাজী মাজহারুল আনোয়ার
- ঘ. আব্দুল জব্বার
উত্তরঃ আব্দুল গাফফার চৌধুরী
1790. বাংলা প্রাচীন জনপদগুলোর মধ্যে কোনটি সবচেয়ে প্রাচীন জনপদ?
- ক. বঙ্গ
- খ. পুন্ড্র
- গ. গৌড়
- ঘ. বরেন্দ্র
উত্তরঃ পুন্ড্র
1791. বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেয়ার দাবিতে প্রথম ধর্মঘট কখন হয়?
- ক. ৭ মার্চ ১৯৫৭
- খ. ১১ মার্চ ১৯৪৭
- গ. ১১ মার্চ ১৯৪৮
- ঘ. ১৭ মার্চ ১৯৪৯
উত্তরঃ ১১ মার্চ ১৯৪৮
1793. বারডেম হাসপাতালের প্রতিষ্ঠাতা কে?
- ক. ডা. এম আর খান
- খ. ডা. মোহাম্মদ ইব্রাহিম
- গ. ডা. নূরুল ইসলাম
- ঘ. ডা. গোলাম রসুল
উত্তরঃ ডা. মোহাম্মদ ইব্রাহিম
1794. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
- ক. লুই আইন কান
- খ. নিতুন কুণ্ডু
- গ. মাযহারুল ইসলাম
- ঘ. সৈয়দ মাইনুল হোসেন
উত্তরঃ সৈয়দ মাইনুল হোসেন
1795. ‘চিম্বুক’ পাহাড় কোথায় অবস্থিত?
- ক. রাঙ্গামাটি
- খ. বান্দরবান
- গ. খাগড়াছড়ি
- ঘ. সিলেট
উত্তরঃ বান্দরবান
1797. পদ্মা নদী কোন জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে?
- ক. খুলনা
- খ. রাজশাহী
- গ. কুষ্টিয়অ
- ঘ. দিনাজপুর
উত্তরঃ রাজশাহী
1798. নিচের কে চিত্রশিল্পী?
- ক. আল মাহমুদ
- খ. এফ আর খান
- গ. আবু ইসহাক
- ঘ. এস এম সুলতান
উত্তরঃ এস এম সুলতান
1800. অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে?
- ক. খাজা নাজিমুদ্দিন
- খ. এ কে ফজলুল হক
- গ. আবু হোসেন সরকার
- ঘ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
উত্তরঃ হোসেন শহীদ সোহরাওয়ার্দী
-
MD. LIPON ISLAM - 1 year ago
Pdf akare paoa jabe ki..