বাংলাদেশ বিষয়াবলি
1826. বাংলাদেশের নিম্নলিখিত জেলাসমূহের মধ্যে কোন জেলায় নিচু ভূমির (low land) পরিমাণ সবচেয়ে বেশি?
- ক. হবিগঞ্জ
- খ. গোপালগঞ্জ
- গ. কিশোরগঞ্জ
- ঘ. মুন্সীগঞ্জ
উত্তরঃ কিশোরগঞ্জ
1827. ভারতের কতটি ‘ছিটমহল’ বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে?
- ক. ১৬২টি
- খ. ১১১টি
- গ. ৫১টি
- ঘ. ১০১টি
উত্তরঃ ১১১টি
1828. সুন্দরবনের বাঘ গণনায় ব্যবহৃত হয়?
- ক. পাগ-মার্ক
- খ. ফুটমার্ক
- গ. GIS
- ঘ. কোয়ার্ডবেট
উত্তরঃ পাগ-মার্ক
1829. ‘অভিল টারটল’ বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায়?
- ক. সেন্টমার্টিন
- খ. রাঙাবালি
- গ. চর আলেকজান্ডার
- ঘ. ছেড়াদ্বীপ
উত্তরঃ সেন্টমার্টিন
1830. ‘সোনালিকা’ ও ‘আকবর’ বাংলাদেশর কৃষি ক্ষেত্রে কিসের নাম?
- ক. উন্নত কৃষি যন্ত্রপাতির নাম
- খ. উন্নত জাতের ধানের নাম
- গ. দুটি কৃষি বিষয়ক বেসরকারি সংস্থার নাম
- ঘ. উন্নত জাতের গমের নাম
উত্তরঃ উন্নত জাতের গমের নাম
1831. সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কবে?
- ক. ৩১ জানুয়ারি ১৯৫২
- খ. ২ ফেব্রুয়ারি ১৯৫২
- গ. ৩০ জানুয়ারি ১৯৫২
- ঘ. ২০ জানুয়ারি ১৯৫২
উত্তরঃ ৩০ জানুয়ারি ১৯৫২
1832. বাঙ্গালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
- ক. দ্রাবিড়
- খ. নেগ্রিটো
- গ. ভোটচীন
- ঘ. অস্ট্রিক
উত্তরঃ অস্ট্রিক
- ক. কর্নেল গাদ্দাফি
- খ. মার্শাল টিটোর
- গ. ফিদেল ক্যাস্ট্রোর
- ঘ. নেলসন ম্যান্ডেলার
উত্তরঃ ফিদেল ক্যাস্ট্রোর
1835. ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে মোট কয়টি আসনে জয়লাভ করেছিল?
- ক. ১৬০ টি
- খ. ১৬৭ টি
- গ. ১৭০টি
- ঘ. ৩০০ টি
উত্তরঃ ১৬৭ টি
1836. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
- ক. জর্জ ওয়াশিংটন
- খ. জন এডামস
- গ. টমাস জেফারসন
- ঘ. আব্রাহাম লিংকন
উত্তরঃ জর্জ ওয়াশিংটন
1837. মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করে?
- ক. ১৭ মার্চ ১৯৭১
- খ. ১০ এপ্রিল ১৯৭১
- গ. ২৫ এপ্রিল ১৯৭১
- ঘ. ১৭ এপ্রিল ১৯৭১
উত্তরঃ ১৭ এপ্রিল ১৯৭১
1838. ইউনেস্কো কত সালে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে?
- ক. ২০০১ সালে
- খ. ১৯৯৯ সালে
- গ. ২০০০ সালে
- ঘ. ১৯৯৮ সালে
উত্তরঃ ১৯৯৯ সালে
1839. শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পদকটি পেয়েছিলেন?
- ক. ফ্রিডম পদক
- খ. ম্যাগসেসে পদক
- গ. জওহরলাল নেহেরু পদক
- ঘ. জুলিও কুরী পদক
উত্তরঃ জুলিও কুরী পদক
1840. বাংলাদেশ কোন দেশের সাথে শততম ক্রিকেট খেলেছে?
- ক. পাকিস্তান
- খ. অস্ট্রেলিয়া
- গ. শ্রীলঙ্কা
- ঘ. ভারত
উত্তরঃ শ্রীলঙ্কা
1841. বাংলাদেশের একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র কোনটি?
- ক. কর্ণফুলী নদী
- খ. গোমতী নদী
- গ. রূপসা নদী
- ঘ. হালদা নদী
উত্তরঃ হালদা নদী
1842. বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তবর্তী নদী কোনটি?
- ক. জিঞ্জিরাম
- খ. নাফ
- গ. কপোতাক্ষ
- ঘ. ব্রহ্মপুত্র
উত্তরঃ নাফ
1843. বিখ্যাত পর্যটক ইবনে বতুতা কোন দেশের নাগরিক?
- ক. নাইজেরিয়ার
- খ. মরক্কোর
- গ. ইতালির
- ঘ. গ্রীসের
উত্তরঃ মরক্কোর
1844. মহামতি অশোক কোন যুদ্ধের ভয়াবহতা দেখে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন?
- ক. পানিপথের ১ম যুদ্ধের
- খ. কলিঙ্গ যুদ্ধের
- গ. বক্সারের যুদ্ধের
- ঘ. পলাশীর যুদ্ধের
উত্তরঃ কলিঙ্গ যুদ্ধের
1846. বাংলা একাডেমির মূল ভবনের নাম কি ছিল?
- ক. চামেলী হাউস
- খ. আহসান মঞ্জিল
- গ. কার্জন হল
- ঘ. বর্ধমান হাউস
উত্তরঃ বর্ধমান হাউস
1847. বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দরের নাম কি?
- ক. কক্সবাজার
- খ. পায়রা
- গ. চালনা
- ঘ. কুতুবদিয়া
উত্তরঃ পায়রা
1848. কোনটি বাংলাদেশের একটি পাহাড়ী দ্বীপ?
- ক. মহেশখালী
- খ. হাতিয়া
- গ. চরফ্যাশন
- ঘ. ছেড়াদ্বীপ
উত্তরঃ মহেশখালী
1849. কোথায় বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয়?
- ক. সোহরাওয়ার্দী উদ্যান
- খ. মুজিবনগর
- গ. পল্টন ময়দান
- ঘ. প্রেস ক্লাব
উত্তরঃ মুজিবনগর
1850. সুন্দরবনকে ‘বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে কোন সংস্থা?
- ক. UNICEF
- খ. UNIAID
- গ. UNESCO
- ঘ. UNCTAD
উত্তরঃ UNESCO
-
MD. LIPON ISLAM - 1 year ago
Pdf akare paoa jabe ki..