বাংলাদেশ বিষয়াবলি

1751. বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্যের নাম কি?

  • ক. বেগম রাজিয়া বানু
  • খ. বেগম মতিয়া চৌধুরী
  • গ. বেগম রাজিয়া ফয়েজ
  • ঘ. ব্যারিস্টার রাবেয়া ভুইয়া

উত্তরঃ বেগম রাজিয়া বানু

বিস্তারিত

1752. ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ - গানটির রচয়িতা কে?

  • ক. গোবিন্দলাল হালদার
  • খ. আবদুল জব্বার
  • গ. আপেল মাহমুদ
  • ঘ. রফিকুজ্জামান

উত্তরঃ গোবিন্দলাল হালদার

বিস্তারিত

1754. বাংলাদেশ তার শততম টেস্ট কোন দেশের বিপক্ষে জেতে?

  • ক. শ্রীলংকা
  • খ. ইংল্যান্ড
  • গ. ভারত
  • ঘ. পাকিস্তান

উত্তরঃ শ্রীলংকা

বিস্তারিত

1755. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির প্রথম সুরকার কে?

  • ক. আবদুল লতিফ
  • খ. আলতাফ মাহমুদ
  • গ. আজাদ রহমান
  • ঘ. খন্দকার নুরুল আলম

উত্তরঃ আবদুল লতিফ

বিস্তারিত

1756. বড়পুকুরিয়া কয়লা খনি কোন জেলায় অবস্থিত?

  • ক. সিলেট
  • খ. রংপুর
  • গ. দিনাজপুর
  • ঘ. রাজশাহী

উত্তরঃ দিনাজপুর

বিস্তারিত

1757. উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত?

  • ক. পাবনা
  • খ. সিরাজগঞ্জ
  • গ. নাটোর
  • ঘ. নওগাঁ

উত্তরঃ নাটোর

বিস্তারিত

1758. বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কি?

  • ক. জনাব আঃ হামিদ খান
  • খ. এডভোকেট আঃ হামিদ
  • গ. জনাব আঃ হাদিস
  • ঘ. জনাব আঃ হামিদ, এমপি

উত্তরঃ এডভোকেট আঃ হামিদ

বিস্তারিত

1759. বাংলাদেশের জাতীয় টেস্ট ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক কে?

  • ক. মুশফিকুর রহিম
  • খ. মাসরাফি বিন মুর্তাজা
  • গ. তামিম ইকবাল
  • ঘ. সাকিব আল হাসান

উত্তরঃ সাকিব আল হাসান

বিস্তারিত

1760. বাংলাদেশের একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র কোথায় অবস্থিত?

  • ক. সুরমা নদী
  • খ. হালদা নদী
  • গ. গোমতী নদী
  • ঘ. কর্ণফুলী নদী

উত্তরঃ হালদা নদী

বিস্তারিত

1761. বাঙালির বেঁচে থাকার সনদ ৬ দফা আন্দোলন কত সালে হয়েছিল?

  • ক. ১৯৬৫ সালে
  • খ. ১৯৬৬ সালে
  • গ. ১৯৬৭ সালে
  • ঘ. ১৯৬৯ সালে

উত্তরঃ ১৯৬৬ সালে

বিস্তারিত

1762. ‘গজল ডোবা বাধ’ বাংলাদেশের কোন নদীর ‍উজানে অবস্থিত?

  • ক. পদ্মা
  • খ. মেঘনা
  • গ. যমুনা
  • ঘ. তিস্তা

উত্তরঃ তিস্তা

বিস্তারিত

1765. বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচয়িতার নাম কি?

  • ক. কবি নজরুল ইসলাম
  • খ. কবি জসীমউদদীন
  • গ. কবি জীবনানন্দ দাশ
  • ঘ. কবি রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ কবি রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

1766. ‘অসমাপ্ত আত্মজীবনী’ এর রচয়িতা কে?

  • ক. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • খ. কবি কাজী নজরুল ইসলাম
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. সৈয়দ শামসুল হক

উত্তরঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

বিস্তারিত

1767. ফারাক্কা বাঁধ কোন নদীর উপর নির্মিত?

  • ক. পদ্মা
  • খ. মেঘনা
  • গ. যমুনা
  • ঘ. ব্রহ্মপুত্র

উত্তরঃ পদ্মা

বিস্তারিত

1768. মুক্তিযুদ্ধ যাদুঘর কোথায় অবস্থিত?

  • ক. চট্টগ্রামে
  • খ. ঢাকায়
  • গ. খুলনায়
  • ঘ. রাজশাহীতে

উত্তরঃ ঢাকায়

বিস্তারিত

1769. BUET এর পূর্ণরূপ কোনটি?

  • ক. Bangladesh University of Engineering & Technology
  • খ. Bangladesh University of Energy & Trade
  • গ. Bangladesh University of Engineering Terminology
  • ঘ. Bangladesh University of Equity Trust

উত্তরঃ Bangladesh University of Engineering & Technology

বিস্তারিত

1770. বাংলাদেশের জাতীয় পশু কোনটি?

  • ক. গরু
  • খ. ঘোড়া
  • গ. হরিণ
  • ঘ. বাঘ

উত্তরঃ বাঘ

বিস্তারিত

1771. Test Cricket, ODI তে শ্রেষ্ঠ All rounder কে?

  • ক. সাকিব আল হাসান
  • খ. রবিচন্দ্রর আশ্বিন
  • গ. শহীদ আফ্রিদি
  • ঘ. গ্যারি সোবার্স

উত্তরঃ সাকিব আল হাসান

বিস্তারিত

1772. বাংলাদেশের অস্থায়ী সরকার কোথায় গঠিত হয়?

  • ক. মুজিবনগর
  • খ. কোলকাতা
  • গ. চট্টগ্রাম
  • ঘ. আগরতলায়

উত্তরঃ মুজিবনগর

বিস্তারিত

1773. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস কোনটি?

  • ক. ৫ জানুয়ারি
  • খ. ১০ জানুয়ারি
  • গ. ১৫ জানুয়ারি
  • ঘ. ২০ জানুয়ারি

উত্তরঃ ১০ জানুয়ারি

বিস্তারিত

1775. জাতীয় শোক দিবস কোনটি?

  • ক. ৫ আগষ্ট
  • খ. ১০ আগষ্ট
  • গ. ১৫ আগষ্ট
  • ঘ. ২০ আগষ্ট

উত্তরঃ ১৫ আগষ্ট

বিস্তারিত

  • avatar
    MD. LIPON ISLAM - 1 year ago
    Pdf akare paoa jabe ki..

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects