বাংলাদেশ বিষয়াবলি
1726. বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত করেন -
- ক. আলাউদ্দিন খলজি
- খ. ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খলজি
- গ. সম্রাট বাবর
- ঘ. ফখরুদ্দিন মোবারক শাহ
উত্তরঃ ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খলজি
1727. ‘মাৎস্যন্যায়’ কোন শাসন আমলে দেখা দেয়?
- ক. সেন শাসন আমলে
- খ. মোগল শাসন আমলে
- গ. পাল তাম্র শাসন আমলে
- ঘ. খিলজি শাসন আমলে
উত্তরঃ পাল তাম্র শাসন আমলে
1728. বাগেরহাটের ‘মিঠাপুকুর’ কে খনন করেন?
- ক. সম্রাট হুমায়ুন
- খ. সুজাউদ্দীন
- গ. আলাউদ্দীন হোসেন শাহ
- ঘ. সুলতান নুসরত শাহ
উত্তরঃ সুলতান নুসরত শাহ
1729. বঙ্গবন্ধু ‘স্বাধীনতা ঘোষণা’ ২৬ মার্চ চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে কে প্রথম প্রচার করেন?
- ক. আবুল কাশেম সন্দীপ
- খ. মেজর রফিকুল ইসলাম
- গ. এম এ হান্নান
- ঘ. মেজর জিয়াউর রহমান
উত্তরঃ এম এ হান্নান
1730. ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছাড়িয়ে দেয়?
- ক. অসাস্প্রদায়িক মনোভাব
- খ. স্বজাত্যবোধ
- গ. বাঙালি জাতীয়তাবাদ
- ঘ. দ্বিজাতিতত্ত্ব
উত্তরঃ বাঙালি জাতীয়তাবাদ
1732. বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় -
- ক. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর
- খ. ১৯৭১ সালের ২৬ মার্চ
- গ. ১৯৭১ সালের ১০ এপ্রিল
- ঘ. ১৯৭১ সালের ২৫ মার্চ
উত্তরঃ ১৯৭১ সালের ১০ এপ্রিল
1734. ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দিয়েছিলেন?
- ক. ঢাকার রেসকোর্স ময়দানে
- খ. ঢাকার প্রেসিডেন্ট ভবনে
- গ. পার্লামেন্ট ভবনে
- ঘ. ঢাকার রমান পার্ক
উত্তরঃ ঢাকার রেসকোর্স ময়দানে
1737. বাংলাদেশের প্রথম EPZ কোথায় গড়ে উঠেছে?
- ক. নারায়ণগঞ্জ
- খ. খুলনা
- গ. ঢাকা
- ঘ. চট্টগ্রাম
উত্তরঃ চট্টগ্রাম
1738. বাংলাদেশ সরকার ব্যবস্থা কোন ধরনের?
- ক. ফেডারেল সরকার
- খ. লিবারেল সরকার
- গ. মন্ত্রিপরিষদ শাসিত
- ঘ. রাষ্ট্রপতি শাসিত
উত্তরঃ মন্ত্রিপরিষদ শাসিত
1739. বাংলাদেশের টেরিটরিয়াল সমুদ্রসীমা কত?
- ক. ২২ নটিক্যাল মাইল
- খ. ১২ নটিক্যাল মাইল
- গ. ২২০ নটিক্যাল মাইল
- ঘ. ২০০ নটিক্যাল মাইল
উত্তরঃ ১২ নটিক্যাল মাইল
1740. তিস্তা বাঁধ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
- ক. দিনাজপুর
- খ. নীলফামারী
- গ. লালমনিরহাট
- ঘ. কুড়িগ্রাম
উত্তরঃ লালমনিরহাট
1741. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন?
- ক. ১৯৫১ সালের ২১ সেপ্টেম্বর
- খ. ১৯৬৫ সালের ২৩ জুন
- গ. ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি
- ঘ. ১৯৪৮ সালের ২৩ জুন
উত্তরঃ ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি
1742. বর্তমান বাংলাদেশের কোন অংশকে সমতট বলা হতো?
- ক. চট্টগ্রাম ও কক্সবাজার
- খ. দিনাজপুর ও রংপুর
- গ. কুমিল্লা ও নোয়াখালী
- ঘ. রাজশাহী ও বগুড়া
উত্তরঃ কুমিল্লা ও নোয়াখালী
1743. স্যাটেলাইট প্রেরণকারী দেশের তালিকায় বাংলাদেশর অবস্থান কততম?
- ক. ৫০তম
- খ. ৫৭তম
- গ. ৬৫ তম
- ঘ. ১২৯তম
উত্তরঃ ৫৭তম
1744. বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপের নাম কি?
- ক. সোনাদিয়া
- খ. ভোলা
- গ. সেন্ট মার্টিন
- ঘ. হাতিয়া
উত্তরঃ ভোলা
1745. বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ কোনটি?
- ক. জাপান
- খ. বাংলাদেশ
- গ. ভারত
- ঘ. ভিয়েতনাম
উত্তরঃ বাংলাদেশ
1747. কোন নদীটির উৎস ও সমাপ্তি বাংলাদেশের অভ্যন্তরে?
- ক. গোমতী
- খ. মাতামুহুরী
- গ. নাফ
- ঘ. সাঙ্গ
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
1748. বাংলাদেশের ১ম জাতীয় সংসদ নির্বাচন কবে হয়?
- ক. ৭ মার্চ ১৯৭৩
- খ. ৫ মার্চ ১৯৭৩
- গ. ৬ এপ্রিল ১৯৭৪
- ঘ. ১১ এপ্রিল ১৯৭৩
উত্তরঃ ৭ মার্চ ১৯৭৩
1749. সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে?
- ক. চতুর্দশ
- খ. পঞ্চদশ
- গ. ষষ্ঠদশ
- ঘ. দ্বাদশ
উত্তরঃ পঞ্চদশ
1750. প্রজাতন্ত্রের সকর ক্ষমতার মালিক জনগণ - ঘোষণাটি বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে?
- ক. ৭
- খ. ৮
- গ. ২৮
- ঘ. ২৮(২)
উত্তরঃ ৭
-
MD. LIPON ISLAM - 1 year ago
Pdf akare paoa jabe ki..