বাংলাদেশ বিষয়াবলি
1676. বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের সংযোগ নেই?
- ক. পঞ্চগড়
- খ. চাঁপাইনবাবগঞ্জ
- গ. বান্দরবান
- ঘ. দিনাজপুর
উত্তরঃ বান্দরবান
1677. সম্প্রতি বাংলাদেশের কোথায় লৌহ খনি পাওয়া গিয়েছে?
- ক. কুমিল্লা
- খ. সিলেট
- গ. রাজশাহী
- ঘ. দিনাজপুর
উত্তরঃ দিনাজপুর
1679. বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কি?
- ক. হীরক
- খ. প্রাকৃতিক গ্যাস
- গ. কয়লা
- ঘ. পেট্রোল
উত্তরঃ প্রাকৃতিক গ্যাস
1680. বঙ্গবন্ধুর জন্মদিবসকে কি দিবস হিসেবে পালন করা হয়?
- ক. শিশু দিবস
- খ. অটিজম দিবস
- গ. পরিবেশ দিবস
- ঘ. জাতীয় টিকা দিবস
উত্তরঃ শিশু দিবস
1681. বঙ্গবন্ধু কখন স্বাধীন দেশে আগমন করেন?
- ক. ৭ জানুয়ারি ১৯৭২
- খ. ১০ জানুয়ারি ১৯৭২
- গ. ৭ মার্চ ১৯৭২
- ঘ. ১৬ ডিসেম্বর ১৯৭২
উত্তরঃ ১০ জানুয়ারি ১৯৭২
1682. ঈসা খাঁ নামের সাথে কোন স্থানটি জড়িত?
- ক. জঙ্গলবাড়ী
- খ. ময়নামতি
- গ. লাঙ্গলবন্দ
- ঘ. দূর্গাপুর
উত্তরঃ জঙ্গলবাড়ী
1684. মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
- ক. সৈয়দ নজরুল ইসলাম
- খ. তাজউদ্দীন আহমদ
- গ. এম মনসুর আলী
- ঘ. এ এইচ এম কামরুজ্জামান
উত্তরঃ তাজউদ্দীন আহমদ
1686. কোনটি বাংলাদেশে প্রচলিত ব্যাংক নোট নয়?
- ক. ২ টাকা
- খ. ১০ টাকা
- গ. ১০০ টাকা
- ঘ. ৫০০ টাকা
উত্তরঃ ২ টাকা
1687. নিচের কোনটি ইসিএ এলাকা?
- ক. চলন বিল
- খ. রামসাগর
- গ. টাঙ্গুয়ার হাওর
- ঘ. লাউয়াছড়া
উত্তরঃ টাঙ্গুয়ার হাওর
1689. বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর কোন বাহিনীর সদস্য ছিলেন?
- ক. পুলিশ
- খ. ইপিআর
- গ. সেনাবাহিনী
- ঘ. বিমান বাহিনী
উত্তরঃ সেনাবাহিনী
1690. বাংলাদেশে উপানুষ্ঠানিক শিক্ষার ব্যবস্থাপনায় কোন সংস্থা কাজ করে?
- ক. উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো
- খ. কারিগরী শিক্ষা অধিদপ্তর
- গ. উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তর
- ঘ. প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
উত্তরঃ উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তর
1691. বাংলাদেশের কোন জেলায় দারিদ্যের হার সবচেয়ে কম?
- ক. চট্টগ্রাম
- খ. নারায়ণগঞ্জ
- গ. ঢাকা
- ঘ. বরিশাল
উত্তরঃ নারায়ণগঞ্জ
1692. বাংলাদেশে ৫+ বছর বয়সী শিশুদের জন্য এক বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শিক্ষাকে কী হিসেবে দেখা হচ্ছে?
- ক. পারিবারিক শিক্ষার বিকল্প
- খ. দক্ষ মানব সম্পদের উন্নয়নের প্রস্তুতি
- গ. আনুষ্ঠানিক শিক্ষার প্রস্তুতি
- ঘ. শিশুর বিকাশে সহায়ক
উত্তরঃ আনুষ্ঠানিক শিক্ষার প্রস্তুতি
1693. ‘যদি রাত পোহালে শোনা যেতো/ বঙ্গবন্ধু মরে নাই’ গানটির গীতিকার কে?
- ক. হাসান মতিউর রহমান
- খ. কবির বকুল
- গ. নজরুল ইসলাম বাবু
- ঘ. মোঃ মনিরুজ্জামান
উত্তরঃ হাসান মতিউর রহমান
1694. কোন সময়ে সর্বপ্রথম প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করা হয়?
- ক. ১৯৭৮
- খ. ১৯৮৫
- গ. ১৯৭৩
- ঘ. ১৯৭৫
উত্তরঃ ১৯৭৩
1695. বর্তমানে বাংলাদেশে কোন শ্রেণি পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক?
- ক. ষষ্ঠ
- খ. অষ্টম
- গ. চতুর্থ
- ঘ. পঞ্চম
উত্তরঃ পঞ্চম
1696. বাংলাদেশে শিক্ষার ICT ব্যবহারের প্রধান চ্যলেঞ্জ কোনটি?
- ক. বিদ্যুতের অপর্যাপ্ততা
- খ. ইতিবাচক মানসিকতার অভাব
- গ. ভৌত অবকাঠামো
- ঘ. পর্যাপ্ত দক্ষ শিক্ষকের অভাব
উত্তরঃ ভৌত অবকাঠামো
1697. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট কয়টি অনুচ্ছেদ রয়েছে?
- ক. ১৫০টি
- খ. ১৩০টি
- গ. ৯৫টি
- ঘ. ১৫৩টি
উত্তরঃ ১৫৩টি
- ক. বাংলাদেশ
- খ. শ্রীলঙ্কা
- গ. ভারত
- ঘ. নেপাল
উত্তরঃ বাংলাদেশ
- ক. ৪টি
- খ. ৫টি
- গ. ৩টি
- ঘ. ২টি
উত্তরঃ ৩টি
1700. ‘সংশপ্তক’ ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
- ক. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- খ. রাজশাহী বিশ্ববিদ্যালয়
- গ. জাতীয় বিশ্ববিদ্যালয়
- ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয়
উত্তরঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
-
MD. LIPON ISLAM - 1 year ago
Pdf akare paoa jabe ki..