বাংলাদেশ বিষয়াবলি
1601. বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত?
- ক. খাগড়াছড়ি
- খ. বান্দরবান
- গ. রাঙামাটি
- ঘ. কুমিল্লা
উত্তরঃ রাঙামাটি
1602. বাংলার প্রাচীন স্থান মহাস্থানগড়ের অবস্থান কোথায় ছিল?
- ক. মুন্সীগঞ্জে
- খ. কুমিল্লায়
- গ. বগুড়ায়
- ঘ. ফরিদপুরে
উত্তরঃ বগুড়ায়
1605. বাংলাদেশে প্রথম ইপিজেড (EPZ) কোথায় স্থাপিত হয়?
- ক. সাভার
- খ. চট্টগ্রাম
- গ. মংলা
- ঘ. গাজীপুর
উত্তরঃ চট্টগ্রাম
1606. বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটের শততম ম্যাচে কোন দেশকে পরাজিত করে?
- ক. পাকিস্তান
- খ. ভারত
- গ. জিম্বাবুুয়ে
- ঘ. নিউজিল্যান্ড
উত্তরঃ ভারত
1607. মূল্য সংযোজন কর একটি -
- ক. প্রত্যক্ষ কর
- খ. প্ররোক্ষ কর
- গ. পরিপূরক কর
- ঘ. সম্পূরক কর
উত্তরঃ প্ররোক্ষ কর
1608. ‘কারাগারের রোজনামচা’ গ্রন্থটির লেখক কে?
- ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- খ. মাওলানা ভাসানী
- গ. জাহানারা ইমাম
- ঘ. ড.কামাল হোসেন
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
1609. বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ হচ্ছে -
- ক. সৌদি আরব
- খ. কুয়েত
- গ. ইরাক
- ঘ. বাহরাইন
উত্তরঃ ইরাক
1610. বাংলাদেশের প্রথম ইন্টারনেট সার্চ ইঞ্জিন কোনটি?
- ক. পিপীলিকা
- খ. দোয়েল
- গ. পদ্মা
- ঘ. অনুসন্ধান
উত্তরঃ পিপীলিকা
1611. জাতিসংঘের কততম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দিয়েছিলেন?
- ক. ১৯ তম
- খ. ২৯ তম
- গ. ৩৬ তম
- ঘ. ৩৯ তম
উত্তরঃ ২৯ তম
1613. বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
- ক. দ্রাবিড়
- খ. নেগ্রিটো
- গ. ভোট চীন
- ঘ. অস্ট্রিক
উত্তরঃ অস্ট্রিক
1614. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৬ দফা ঘোষণা করা হয় ১৯৬৬ সালের -
- ক. জানুয়ারি মাসে
- খ. ফেব্রুয়ারি মাসে
- গ. জুলাই মাসে
- ঘ. আগস্ট মাসে
উত্তরঃ ফেব্রুয়ারি মাসে
1615. ‘সংগ্রাম’ ও ‘প্রত্যাশা’ কী?
- ক. ধানের প্রজাতি
- খ. পাখির প্রজাতি
- গ. বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধ জাহাজ
- ঘ. বাংলাদেশ বিমান বাহিনীর দুটি যুদ্ধ বিমান
উত্তরঃ বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধ জাহাজ
1616. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
- ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- খ. তাজউদ্দীন আহমদ
- গ. সৈয়দ নজরুল ইসলাম
- ঘ. খন্দকার মোশতাক আহমেদ
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
1617. ইউসেস্কোর কততম সম্মেলনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়?
- ক. ৩১তম
- খ. ৩২তম
- গ. ৩০তম
- ঘ. ৩৪তম
উত্তরঃ ৩০তম
1618. দুর্যোগ ব্যবস্থাপনায় সাফল্যের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোন সংস্থা পুরস্কৃত করে?
- ক. EU
- খ. IDB
- গ. ADB
- ঘ. IFRC
উত্তরঃ IFRC
- ক. ৩৭তম
- খ. ৪৭তম
- গ. ৫৭তম
- ঘ. ৬৭তম
উত্তরঃ ৫৭তম
1620. ২০১৯ সালের সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন কে?
- ক. সেলিনা হোসেন
- খ. শামসুর রাহমান
- গ. অধ্যাপক আনিসুজ্জামান
- ঘ. ফকরুল আলম
উত্তরঃ অধ্যাপক আনিসুজ্জামান
1621. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
- ক. জয়নুল আবেদিন
- খ. কামরুল হাসান
- গ. হামিদুর রহমান
- ঘ. হাশেম খান
উত্তরঃ কামরুল হাসান
1622. UNESCO বাংলাদেশের কোন ধরনের গানকে Heritage of Humanity (মানবতার ধারক) হিসেবে আখ্যায়িত করেছে?
- ক. কবি গান
- খ. বাউল গান
- গ. লালন গীতি
- ঘ. ভাওয়াইয়া
উত্তরঃ বাউল গান
1623. বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি?
- ক. হালদা নদী
- খ. চলন বিল
- গ. পশুর নদী
- ঘ. মেঘনা নদী
উত্তরঃ হালদা নদী
1624. নাগরিকের প্রধান কর্তব্য হলো -
- ক. রাষ্ট্রের সেবা করা
- খ. রাষ্ট্রের আইন মেনে চলা
- গ. নিয়মিত কর প্রদান করা
- ঘ. রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা
উত্তরঃ রাষ্ট্রের আইন মেনে চলা
1625. সর্বপ্রথম ‘বঙ্গ’ নাম পাওয়া যায় যে গ্রন্থে -
- ক. আইন-ই-আকবরী
- খ. বাঙালির ইতিহাস
- গ. ঐতরেয় আরণ্যক
- ঘ. রঘুবংশ
উত্তরঃ ঐতরেয় আরণ্যক
-
MD. LIPON ISLAM - 1 year ago
Pdf akare paoa jabe ki..