বাংলাদেশ বিষয়াবলি

1626. চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে বলা হয় -

  • ক. সাংগ্রেন
  • খ. বিজু
  • গ. তনচংগা
  • ঘ. নও উৎসব

উত্তরঃ বিজু

বিস্তারিত

1628. বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিডিউট কোথায় অবস্থিত?

  • ক. মানিকগঞ্জ
  • খ. রংপুর
  • গ. ঢাকা
  • ঘ. পাবনা

উত্তরঃ ঢাকা

বিস্তারিত

1629. SPARRSO কোন মন্ত্রণালয়ের অধীন?

  • ক. শিল্প মন্ত্রণালয়
  • খ. শিক্ষা মন্ত্রণালয়
  • গ. পরিবেশ মন্ত্রণালয়
  • ঘ. প্রতিরক্ষা মন্ত্রণালয়

উত্তরঃ প্রতিরক্ষা মন্ত্রণালয়

বিস্তারিত

1630. সংবিধানের ১৫ অনুচ্ছেদের বিষয়বস্তু কী?

  • ক. জনস্বাস্থ্য ও নৈতিকতা
  • খ. সুযোগের সমতা
  • গ. জাতীয় সংস্কৃতি
  • ঘ. মৌলিক প্রয়োজনের ব্যবস্থা

উত্তরঃ মৌলিক প্রয়োজনের ব্যবস্থা

বিস্তারিত

1631. বাংলাদেশে বয়স্ক ভাতা কার্যক্রম কবে প্রথম শুরু হয়?

  • ক. ১৯৯৮ সালে
  • খ. ১৯৯৯ সালে
  • গ. ২০০০ সালে
  • ঘ. ২০০১ সালে

উত্তরঃ ১৯৯৮ সালে

বিস্তারিত

1632. বাংলাদেশের জাতীয় স্বাস্থ্য নীতিমালা কবে প্রণীত হয়েছে?

  • ক. ২০১০ সালে
  • খ. ২০১১ সালে
  • গ. ২০১২ সালে
  • ঘ. ২০১৩ সালে

উত্তরঃ ২০১১ সালে

বিস্তারিত

1633. আগরতলা মামলা প্রত্যাহার করা হয় -

  • ক. ২২ ফেব্রুয়ারি ১৯৬৯
  • খ. ২০ মার্চ ১৯৬৯
  • গ. ১৮ ফেব্রুয়ারি ১৯৭০
  • ঘ. ৫ ডিসেম্বর ১৯৬৮

উত্তরঃ ২২ ফেব্রুয়ারি ১৯৬৯

বিস্তারিত

1634. বাংলাদেশে সরকারি EPZ মোট কতটি?

  • ক. ৭টি
  • খ. ৮টি
  • গ. ৯টি
  • ঘ. ১০টি

উত্তরঃ ৮টি

বিস্তারিত

1635. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?

  • ক. ক্যাপ্টেন এম. মনসুর আলী
  • খ. তাজউদ্দীন আহমদ
  • গ. সৈয়দ নজরুল ইসলাম
  • ঘ. খন্দকার মোশতাক আহমেদ

উত্তরঃ ক্যাপ্টেন এম. মনসুর আলী

বিস্তারিত

1637. হাসপাতাল সমাজসেবা কার্যক্রম কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়?

  • ক. সমাজকল্যাণ মন্ত্রণালয়
  • খ. মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়
  • গ. স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়
  • ঘ. শিক্ষা মন্ত্রণালয়

উত্তরঃ সমাজকল্যাণ মন্ত্রণালয়

বিস্তারিত

1639. জাতীয় শহিদ মিনারের স্থপতি কে?

  • ক. মঈনুল হোসেন
  • খ. জয়নুল আবেদিন
  • গ. হামিদুর রহমান
  • ঘ. এস এম সুলতান

উত্তরঃ হামিদুর রহমান

বিস্তারিত

1641. বাংলাদেশের মর্যাদা অনুসারে তৃতীয় খেতাব কোনটি?

  • ক. বীর প্রতীক
  • খ. বীরশ্রেষ্ঠ
  • গ. বীর উত্তম
  • ঘ. বীর বিক্রম

উত্তরঃ বীর বিক্রম

বিস্তারিত

1642. বাংলা নববর্ষ প্রবর্তন করেন -

  • ক. সম্রাট আকবর
  • খ. লক্ষ্মণ সেন
  • গ. শের শাহ
  • ঘ. সম্রাট শাহজাহান

উত্তরঃ সম্রাট আকবর

বিস্তারিত

1643. বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয় -

  • ক. ডিজেল
  • খ. প্রাকৃতিক গ্যাস
  • গ. কয়লা
  • ঘ. এইচ এফ ও

উত্তরঃ প্রাকৃতিক গ্যাস

বিস্তারিত

1645. ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় কবে?

  • ক. ১৯৯৯ সালের ১৭ নভেম্বর
  • খ. ১৯৯৯ সালের ১৮ নভেম্বর
  • গ. ১৯৯৬ সালের ১৭ নভেম্বর
  • ঘ. ১৯৯৮ সালের ১৮ নভেম্বর

উত্তরঃ ১৯৯৯ সালের ১৭ নভেম্বর

বিস্তারিত

1649. দুর্নীতি দমন কমিশনের শুভেচ্ছা দূত কে?

  • ক. সাকিব আল হাসান
  • খ. মুশফিকুর রহিম
  • গ. আমিনুল ইসলাম
  • ঘ. মাশরাফি বিন মুর্তজা

উত্তরঃ সাকিব আল হাসান

বিস্তারিত

1650. জাতীয় বাজেট ২০১৯-২০২০ কততম বাজেট?

  • ক. ৪৭
  • খ. ৪৮
  • গ. ৪৯
  • ঘ. ৫০

উত্তরঃ ৪৯

বিস্তারিত

  • avatar
    MD. LIPON ISLAM - 1 year ago
    Pdf akare paoa jabe ki..

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects