বাংলাদেশ বিষয়াবলি

1577. সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করা হয় কত তম সংশোধনীতে?

  • ক. একাদশ
  • খ. দ্বাদশ
  • গ. পঞ্চাদশ
  • ঘ. ত্রয়োদশ

উত্তরঃ পঞ্চাদশ

বিস্তারিত

1578. ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি বঙ্গাব্দ কত তারিখ ছিল?

  • ক. ৭ ফাল্গুন
  • খ. ৮ ফাল্গুন
  • গ. ৯ ফাল্গুন
  • ঘ. ১০ ফাল্গুন

উত্তরঃ ৮ ফাল্গুন

বিস্তারিত

1579. ‘ছিয়াত্তরের মন্বন্তর’ বাংলা কোন সালে হয়?

  • ক. ১১৭৬ সালে
  • খ. ১১৭৫ সালে
  • গ. ১৩৭৬ সালে
  • ঘ. ২৭৬ সালে

উত্তরঃ ১১৭৬ সালে

বিস্তারিত

1580. কোনটি প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে বিবেচ্য নয়?

  • ক. ময়নামতি
  • খ. পাহাড়পুর
  • গ. মহাস্থানগড়
  • ঘ. সুন্দরবন

উত্তরঃ সুন্দরবন

বিস্তারিত

1581. একমাত্র খেতাবপ্রাপ্ত উপজাতি মুক্তিযোদ্ধার নাম কী?

  • ক. ইউ কে চিং
  • খ. মায়েম চ্যাং
  • গ. লুই পা
  • ঘ. উয়েন মারমা

উত্তরঃ ইউ কে চিং

বিস্তারিত

1582. মুক্তিযুদ্ধে সর্বশেষ শহিদ হন কোন বীরশ্রেষ্ঠ?

  • ক. ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
  • খ. ফ্লাইট লেঃ মতিউর রহমান
  • গ. মোহাম্মদ রুহুল আমীন
  • ঘ. ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ

উত্তরঃ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর

বিস্তারিত

1583. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কী?

  • ক. সৈয়দ নজরুল ইসলাম
  • খ. তাজউদ্দীন আহমদ
  • গ. বিচারপতি আবু সাঈদ চৌধুরী
  • ঘ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

বিস্তারিত

1584. ‘জাগ্রত চৌরঙ্গী’ ভাস্কর্যটি কোথায় অবস্থিত?

  • ক. জয়দেবপুর
  • খ. রাজশাহী
  • গ. সাভার
  • ঘ. হেমেহরপুর

উত্তরঃ জয়দেবপুর

বিস্তারিত

1585. বিশ্ববাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কী নামে পরিচিত?

  • ক. বেস্ট বেঙ্গল
  • খ. কুষ্টিয়া গ্রেড
  • গ. এ গ্রেড
  • ঘ. ক্লাসিক লেদার

উত্তরঃ কুষ্টিয়া গ্রেড

বিস্তারিত

1586. ‘সাত গম্বুজ’ মসজিদ কোথায় অবস্থিত?

  • ক. ঢাকার লালবাগ
  • খ. ঢাকার মোহাম্মদপুর
  • গ. বাগেরহাট
  • ঘ. চাপাইনবাবগঞ্জ

উত্তরঃ বাগেরহাট

বিস্তারিত

1587. বাংলাদেশের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত?

  • ক. জিরানী বাজার
  • খ. গাজীপুর
  • গ. ধামরাই
  • ঘ. কালিয়াকৈব

উত্তরঃ জিরানী বাজার

বিস্তারিত

1588. পাটের জিন বিন্যাস আবিষ্কার করেন কে?

  • ক. ড. মুহাম্মদ ইদ্রিস
  • খ. শাইখ সিরাজ
  • গ. ড. মাকসুদুল হক
  • ঘ. মোবারক হোসেন খান

উত্তরঃ ড. মাকসুদুল হক

বিস্তারিত

1589. বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান খাত কোনটি?

  • ক. চামড়াজাত পণ্য
  • খ. পাটজাত পণ্য
  • গ. চা
  • ঘ. তৈরি পোশাক

উত্তরঃ তৈরি পোশাক

বিস্তারিত

1590. ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়’ কোথায় অবস্থিত?

  • ক. গোপালগঞ্জ
  • খ. জামালপুর
  • গ. নেত্রকোনা
  • ঘ. কিশোরগঞ্জ

উত্তরঃ নেত্রকোনা

বিস্তারিত

1591. পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের নিয়োগকারী কে?

  • ক. রাষ্ট্রপতি
  • খ. প্রধানমন্ত্রী
  • গ. প্রধান বিচারপতি
  • ঘ. স্পিকার

উত্তরঃ রাষ্ট্রপতি

বিস্তারিত

1592. কতজন বিশিষ্ট নাগরিক ‘একুশে পদক ২০১৯’ - এ ভূষিত হয়েছেন?

  • ক. ২১ জন
  • খ. ২৩ জন
  • গ. ২৮ জন
  • ঘ. ২৯ জন

উত্তরঃ ২১ জন

বিস্তারিত

1593. ভবদহ বিল কোন জেলায় অবস্থিত?

  • ক. যশোর
  • খ. বাগেরহাট
  • গ. নড়াইল
  • ঘ. সাতক্ষীরা

উত্তরঃ যশোর

বিস্তারিত

1594. ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল’ -এর অভিষেখ কবে হয়?

  • ক. ১৯৭২ সালে
  • খ. ১৯৭৪ সালে
  • গ. ১৯৯৬ সালে
  • ঘ. ১৯৮০ সালে

উত্তরঃ ১৯৯৬ সালে

বিস্তারিত

1595. তমদ্দুন মজলিস সংগঠনটি কিসের সাথে সম্পৃক্ত ছিল?

  • ক. স্বাধীনতা সংগ্রাম
  • খ. ভাষা আন্দোলন
  • গ. গণতন্ত্র প্রতিষ্ঠা
  • ঘ. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা

উত্তরঃ ভাষা আন্দোলন

বিস্তারিত

1596. বাংলাদেশের সর্বাধিক রফতানিকৃত পণ্য -

  • ক. পাট ও পাটের পণ্য
  • খ. ঔষধ
  • গ. সফটওয়ার
  • ঘ. তৈরি পোশাক

উত্তরঃ তৈরি পোশাক

বিস্তারিত

1598. বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে?

  • ক. ক্যাপ্টেন সিতারা বেগম
  • খ. বেগম রাজিয়া বানু
  • গ. বেগম মতিয়া চৌধুরী
  • ঘ. বেগম সুফিয়া কামাল

উত্তরঃ বেগম রাজিয়া বানু

বিস্তারিত

1599. বাংলাদেশের বৃহত্তম উপজেলা কোনটি?

  • ক. শ্যামনগর
  • খ. ঘাটাইল
  • গ. সাভার
  • ঘ. বরকল

উত্তরঃ শ্যামনগর

বিস্তারিত

1600. বাংলাদেশের সংবিধান কতটি ভাষায় রচিত?

  • ক. ১টি
  • খ. ২টি
  • গ. ৩টি
  • ঘ. ৪টি

উত্তরঃ ২টি

বিস্তারিত

  • avatar
    MD. LIPON ISLAM - 1 year ago
    Pdf akare paoa jabe ki..

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects