বাংলাদেশ বিষয়াবলি
1652. বাংলাদেশের কোন জেলার সাথে বিদেশের কোনো সীমানা নেই?
- ক. যশোর
- খ. ফরিদপুর
- গ. ময়মনসিংহ
- ঘ. বান্দরবান
উত্তরঃ ফরিদপুর
1653. নড়াইল জেলা শহর কোন নদীর তীরে অবস্থিত?
- ক. কপোতাক্ষ
- খ. কালিগঙ্গা
- গ. মধুমতি
- ঘ. চিত্রা
উত্তরঃ চিত্রা
1654. বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতির নাম কি?
- ক. জেসমিন আরা
- খ. নাজমুন আরা সুলতানা
- গ. ড.শিরিন শারমীন চৌধুরী
- ঘ. চিত্রা ভট্টাচার্য
উত্তরঃ নাজমুন আরা সুলতানা
1655. বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতির নাম কি?
- ক. জেসমিন আরা
- খ. নাজমুন আরা সুলতানা
- গ. ড. শিরিন শারমীন চৌধুরী
- ঘ. চিত্রা ভট্টাচার্য
উত্তরঃ নাজমুন আরা সুলতানা
- ক. পূর্ব পাকিস্তান সেনাবাহিনী
- খ. পূর্ব পাকিস্তান নৌবাহিনী
- গ. পূর্ব পাকিস্তান বিমান-বাহিনী
- ঘ. ইস্ট পাকিস্তান রাইফেল
উত্তরঃ ইস্ট পাকিস্তান রাইফেল
1657. বাংলাদেশের কোন জেলায় চা বাগান বেশি?
- ক. সিলেট
- খ. মৌলভীবাজার
- গ. হবিগঞ্জ
- ঘ. পঞ্চগড়
উত্তরঃ মৌলভীবাজার
1659. বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির শপথবাক্য পাঠ করান কে?
- ক. প্রধান বিচারপতি
- খ. স্পিকার
- গ. প্রধানমন্ত্রী
- ঘ. অ্যাটর্নি জেনারেল
উত্তরঃ স্পিকার
1660. বাংলাদেশের সাংবিধানিক নাম কি?
- ক. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
- খ. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
- গ. বাংলাদেশ
- ঘ. স্বাধীন বাংলাদেশ
উত্তরঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
1661. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কবে উৎক্ষেপণ করা হয়?
- ক. ২৬ মার্চ ১৯৭১
- খ. ৪ ডিসেম্বর ১৯৯০
- গ. ৫ জানুয়ারি ২০১৪
- ঘ. ১২ মে ২০১৮
উত্তরঃ ১২ মে ২০১৮
1662. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি। আমি কি.....।’ গানটির রচয়িতা কে?
- ক. আবু হেনা মোস্তফা কামাল
- খ. মোহাম্মদ মনিরুজ্জামান
- গ. আবদুল গাফফার চৌধুরী
- ঘ. আবদুল আহাদ
উত্তরঃ আবদুল গাফফার চৌধুরী
1663. বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
- ক. সোনারগাঁ
- খ. ময়নামতি
- গ. পাহাড়পুর
- ঘ. ঢাকা
উত্তরঃ সোনারগাঁ
1664. বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তবর্তী নদীর নাম কি?
- ক. কর্ণফুলী
- খ. নাফ
- গ. গোমতী
- ঘ. ধলেশ্বরী
উত্তরঃ নাফ
1666. স্থপতি এফ আর খান কোন টাওয়ারের স্থপতি?
- ক. বুর্জ খলিফা টাওয়ার
- খ. সিয়ার্স টাওয়ার
- গ. পেট্রোনাস টাওয়ার
- ঘ. টোকিও টাওয়ার
উত্তরঃ সিয়ার্স টাওয়ার
1668. মুজিবনগর সরকার কর্তৃক স্বাধীনতার ঘোষণাপত্রটি কবে জারি করা হয়েছিল?
- ক. ২০ মে ১৯৭১
- খ. ২৮ মে ১৯৭১
- গ. ১৭ এপ্রিল ১৯৭১
- ঘ. ১০ এপ্রিল ১৯৭১
উত্তরঃ ১০ এপ্রিল ১৯৭১
1669. বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার কোনটি?
- ক. বাংলা একাডেমি পদক
- খ. ক্রীড়া পদক
- গ. একুশে পদক
- ঘ. স্বাধীনতা পদক
উত্তরঃ স্বাধীনতা পদক
1670. সম্প্রতি বাংলাদেশের কোন জেলায় উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস পাওয়া গিয়েছে?
- ক. হবিগঞ্জ
- খ. সিলেট
- গ. ভোলা
- ঘ. ব্রাহ্মণবাড়িয়া
উত্তরঃ ভোলা
1671. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম সাল কোনটি?
- ক. ১৯২০
- খ. ১৯২১
- গ. ১৯১৭
- ঘ. ১৯১৮
উত্তরঃ ১৯২০
1672. জাতীয় সংসদের ১নং আসনটি কোন জেলায়?
- ক. বান্দরবান
- খ. কক্সবাজার
- গ. চাঁপাইনবাবগঞ্জ
- ঘ. পঞ্চগড়
উত্তরঃ পঞ্চগড়
1673. সম্প্রতি বাংলাদেশের কোন জেলায় লোহার সন্ধান পাওয়া গেছে?
- ক. বগুড়া
- খ. দিনাজপুর
- গ. সিলেট
- ঘ. ময়মনসিংহ
উত্তরঃ দিনাজপুর
1674. কোন পঙক্তিটি বাংলাদেশের জাতীয় সঙ্গীতের অংশ?
- ক. ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লুকোচুরির খেলা রে ভাই।
- খ. অঘ্রানে তোর ধানের ক্ষেতে সোনার হাসি হাসলো কে?
- গ. অঘ্রানে তোর ভরা ক্ষেতে কী দেখেছি মধুর হাসি।
- ঘ. ধানের ক্ষেতে ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে।
উত্তরঃ অঘ্রানে তোর ভরা ক্ষেতে কী দেখেছি মধুর হাসি।
1675. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মুজিবনগর সরকার শপথগ্রহণ অনুষ্ঠানে কে শপথবাক্য পাঠ করিয়েছিলেন?
- ক. অধ্যাপক ইউসুফ আলী
- খ. ক্যাপ্টেন এম মনসুর আলী
- গ. সৈয়দ নজরুল ইসলাম
- ঘ. জনাব তাজউদ্দীন আহমদ
উত্তরঃ অধ্যাপক ইউসুফ আলী
-
MD. LIPON ISLAM - 1 year ago
Pdf akare paoa jabe ki..