বাংলাদেশ বিষয়াবলি

1651. ঐতিহাসিক ছয় দফা দিবস কবে?

  • ক. ৫ জুন
  • খ. ৬ জুন
  • গ. ৭ জুন
  • ঘ. ৮ জুন

উত্তরঃ ৭ জুন

বিস্তারিত

1652. বাংলাদেশের কোন জেলার সাথে বিদেশের কোনো সীমানা নেই?

  • ক. যশোর
  • খ. ফরিদপুর
  • গ. ময়মনসিংহ
  • ঘ. বান্দরবান

উত্তরঃ ফরিদপুর

বিস্তারিত

1653. নড়াইল জেলা শহর কোন নদীর তীরে অবস্থিত?

  • ক. কপোতাক্ষ
  • খ. কালিগঙ্গা
  • গ. মধুমতি
  • ঘ. চিত্রা

উত্তরঃ চিত্রা

বিস্তারিত

1654. বাংলাদেশের ‍সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতির নাম কি?

  • ক. জেসমিন আরা
  • খ. নাজমুন আরা সুলতানা
  • গ. ড.শিরিন শারমীন চৌধুরী
  • ঘ. চিত্রা ভট্টাচার্য

উত্তরঃ নাজমুন আরা সুলতানা

বিস্তারিত

1655. বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতির নাম কি?

  • ক. জেসমিন আরা
  • খ. নাজমুন আরা সুলতানা
  • গ. ড. শিরিন শারমীন চৌধুরী
  • ঘ. চিত্রা ভট্টাচার্য

উত্তরঃ নাজমুন আরা সুলতানা

বিস্তারিত

1656. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ২৬ মার্চ তৎকালীন কোন সংস্থার ওয়্যারলেসের সহযোগিতা নিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা ঘোষণা করেছিলেন?

  • ক. পূর্ব পাকিস্তান সেনাবাহিনী
  • খ. পূর্ব পাকিস্তান নৌবাহিনী
  • গ. পূর্ব পাকিস্তান বিমান-বাহিনী
  • ঘ. ইস্ট পাকিস্তান রাইফেল

উত্তরঃ ইস্ট পাকিস্তান রাইফেল

বিস্তারিত

1657. বাংলাদেশের কোন জেলায় চা বাগান বেশি?

  • ক. সিলেট
  • খ. মৌলভীবাজার
  • গ. হবিগঞ্জ
  • ঘ. পঞ্চগড়

উত্তরঃ মৌলভীবাজার

বিস্তারিত

1658. ‘শালবন বিহার’ কোথায় অবস্থিত?

  • ক. গাজীপুর
  • খ. সাভার
  • গ. বান্দরবান
  • ঘ. ময়নামতি

উত্তরঃ ময়নামতি

বিস্তারিত

1659. বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির শপথবাক্য পাঠ করান কে?

  • ক. প্রধান বিচারপতি
  • খ. স্পিকার
  • গ. প্রধানমন্ত্রী
  • ঘ. অ্যাটর্নি জেনারেল

উত্তরঃ স্পিকার

বিস্তারিত

1660. বাংলাদেশের সাংবিধানিক নাম কি?

  • ক. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
  • খ. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
  • গ. বাংলাদেশ
  • ঘ. স্বাধীন বাংলাদেশ

উত্তরঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ

বিস্তারিত

1661. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কবে উৎক্ষেপণ করা হয়?

  • ক. ২৬ মার্চ ১৯৭১
  • খ. ৪ ডিসেম্বর ১৯৯০
  • গ. ৫ জানুয়ারি ২০১৪
  • ঘ. ১২ মে ২০১৮

উত্তরঃ ১২ মে ২০১৮

বিস্তারিত

1662. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি। আমি কি.....।’ গানটির রচয়িতা কে?

  • ক. আবু হেনা মোস্তফা কামাল
  • খ. মোহাম্মদ মনিরুজ্জামান
  • গ. আবদুল গাফফার চৌধুরী
  • ঘ. আবদুল আহাদ

উত্তরঃ আবদুল গাফফার চৌধুরী

বিস্তারিত

1663. বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?

  • ক. সোনারগাঁ
  • খ. ময়নামতি
  • গ. পাহাড়পুর
  • ঘ. ঢাকা

উত্তরঃ সোনারগাঁ

বিস্তারিত

1664. বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তবর্তী নদীর নাম কি?

  • ক. কর্ণফুলী
  • খ. নাফ
  • গ. গোমতী
  • ঘ. ধলেশ্বরী

উত্তরঃ নাফ

বিস্তারিত

1665. অপরাজয়ের বাংলা কী?

  • ক. পুস্তক
  • খ. চলচ্চিত্র
  • গ. সড়ক
  • ঘ. ভাস্কর্য

উত্তরঃ ভাস্কর্য

বিস্তারিত

1666. স্থপতি এফ আর খান কোন টাওয়ারের স্থপতি?

  • ক. বুর্জ খলিফা টাওয়ার
  • খ. সিয়ার্স টাওয়ার
  • গ. পেট্রোনাস টাওয়ার
  • ঘ. টোকিও টাওয়ার

উত্তরঃ সিয়ার্স টাওয়ার

বিস্তারিত

1667. CIRDAP এর সদর দপ্তর কোথায়?

  • ক. দিল্লি
  • খ. বালি
  • গ. ঢাকা
  • ঘ. ব্যাংকক

উত্তরঃ ঢাকা

বিস্তারিত

1668. মুজিবনগর সরকার কর্তৃক স্বাধীনতার ঘোষণাপত্রটি কবে জারি করা হয়েছিল?

  • ক. ২০ মে ১৯৭১
  • খ. ২৮ মে ১৯৭১
  • গ. ১৭ এপ্রিল ১৯৭১
  • ঘ. ১০ এপ্রিল ১৯৭১

উত্তরঃ ১০ এপ্রিল ১৯৭১

বিস্তারিত

1669. বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার কোনটি?

  • ক. বাংলা একাডেমি পদক
  • খ. ক্রীড়া পদক
  • গ. একুশে পদক
  • ঘ. স্বাধীনতা পদক

উত্তরঃ স্বাধীনতা পদক

বিস্তারিত

1670. সম্প্রতি বাংলাদেশের কোন জেলায় উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস পাওয়া গিয়েছে?

  • ক. হবিগঞ্জ
  • খ. সিলেট
  • গ. ভোলা
  • ঘ. ব্রাহ্মণবাড়িয়া

উত্তরঃ ভোলা

বিস্তারিত

1672. জাতীয় সংসদের ১নং আসনটি কোন জেলায়?

  • ক. বান্দরবান
  • খ. কক্সবাজার
  • গ. চাঁপাইনবাবগঞ্জ
  • ঘ. পঞ্চগড়

উত্তরঃ পঞ্চগড়

বিস্তারিত

1673. সম্প্রতি বাংলাদেশের কোন জেলায় লোহার সন্ধান পাওয়া গেছে?

  • ক. বগুড়া
  • খ. দিনাজপুর
  • গ. সিলেট
  • ঘ. ময়মনসিংহ

উত্তরঃ দিনাজপুর

বিস্তারিত

1674. কোন পঙক্তিটি বাংলাদেশের জাতীয় সঙ্গীতের অংশ?

  • ক. ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লুকোচুরির খেলা রে ভাই।
  • খ. অঘ্রানে তোর ধানের ক্ষেতে সোনার হাসি হাসলো কে?
  • গ. অঘ্রানে তোর ভরা ক্ষেতে কী দেখেছি মধুর হাসি।
  • ঘ. ধানের ক্ষেতে ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে।

উত্তরঃ অঘ্রানে তোর ভরা ক্ষেতে কী দেখেছি মধুর হাসি।

বিস্তারিত

1675. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মুজিবনগর সরকার শপথগ্রহণ অনুষ্ঠানে কে শপথবাক্য পাঠ করিয়েছিলেন?

  • ক. অধ্যাপক ইউসুফ আলী
  • খ. ক্যাপ্টেন এম মনসুর আলী
  • গ. সৈয়দ নজরুল ইসলাম
  • ঘ. জনাব তাজউদ্দীন আহমদ

উত্তরঃ অধ্যাপক ইউসুফ আলী

বিস্তারিত

  • avatar
    MD. LIPON ISLAM - 1 year ago
    Pdf akare paoa jabe ki..

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects