বাংলাদেশ বিষয়াবলি
1701. বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন কত সালে প্রণীত হয়?
- ক. ১৯৯০
- খ. ১৯৯৯
- গ. ১৯৮৮
- ঘ. ১৯৮৯
উত্তরঃ ১৯৯০
1702. ইউনেস্কো বাংলাদেশের কোন মসজিদকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করেছে?
- ক. ষাট গম্বুজ মসজিদ
- খ. ছোট সোনা মসজিদ
- গ. কুসম্বা মসজিদ
- ঘ. আতিয়া জামে মসজিদ
উত্তরঃ ষাট গম্বুজ মসজিদ
1703. লোকসংস্কৃতিতে কে ‘শিল্পকলা পদক-২০১৭ ‘ পাওয়ার গৌরব অর্জন করেছেন?
- ক. কাঙ্গালিনী সুফিয়া বেগম
- খ. জসীমউদদীন
- গ. উকিল মুন্সী
- ঘ. আব্দুর রহমান বয়াতী
উত্তরঃ কাঙ্গালিনী সুফিয়া বেগম
1704. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদেসমূহে মৌলিক অধিকার গুলো সন্নিবেশিত আছে?
- ক. ৩১ থেকে ৫২
- খ. ১ থেকে ১০
- গ. ১১ থেকে ২০
- ঘ. ২১ থেকে ৩০
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
1705. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কততম অনুচ্ছেদে তফসিল সম্পর্কে বলা হয়েছে?
- ক. ৪৮ অনুচ্ছেদ
- খ. ৮০ অনুচ্ছেদ
- গ. ৪২ অনুচ্ছেদ
- ঘ. ১৫৩ অনুচ্ছেদ
উত্তরঃ ১৫৩ অনুচ্ছেদ
1707. বাংলাদেশের একমাত্র কৃত্রিম হ্রদ কোন নদীতে বাঁধ দিয়ে তৈরি করা হয়েছে?
- ক. কর্ণফুলী
- খ. পদ্মা
- গ. তিস্তা
- ঘ. সাঙ্গু
উত্তরঃ কর্ণফুলী
1708. Padma সেতুর একটি Span এর Length কত?
- ক. 150 meter
- খ. 100 meter
- গ. 175 meter
- ঘ. 125 meter
উত্তরঃ 150 meter
1709. স্বাধীন বাংলাদেশের ঘোষণাপত্র কবে পাঠ করা হয়?
- ক. ২৩ এপ্রিল ১৯৭১
- খ. ১০ এপ্রিল ১৯৭১
- গ. ১২ এপ্রিল ১৯৭১
- ঘ. ১৭ এপ্রিল ১৯৭১
উত্তরঃ ১০ এপ্রিল ১৯৭১
1710. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শৈশবে কোন বিদ্যালয়ে তার পাঠ শুরু করেন?
- ক. ভাটিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়
- খ. সেন্ট গ্রেগরি স্কুল, ঢাকা
- গ. টুঙ্গিপাড়া প্রাথমিক বিদ্যালয়
- ঘ. গীমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়
উত্তরঃ গীমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়
1711. বাংলাদেশকে কয়টি ভূমিকম্প এলাকায় (Seismic Zone) ভাগ করা হয়েছে?
- ক. ৪টি
- খ. ২টি
- গ. ৩টি
- ঘ. ৫টি
উত্তরঃ ৩টি
1712. ‘একসেস টু ইনফরমেশন’ কোন কর্তৃপক্ষের অধীন?
- ক. তথ্য মন্ত্রণালয়
- খ. রাষ্ট্রপতির কার্যালয়
- গ. প্রধানমন্ত্রীর কার্যালয়
- ঘ. বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
উত্তরঃ প্রধানমন্ত্রীর কার্যালয়
1713. কোন নদী বাংলাদেশ হতে ভারতে প্রবেশ করেছে?
- ক. ব্রহ্মপুত্র
- খ. মহানন্দা
- গ. কুলিক
- ঘ. হাঁড়িয়াভাঙ্গা
উত্তরঃ কুলিক
1714. পাবনা ও নাটোর জেলায় অবস্থিত -
- ক. হাকালুকি হাওর
- খ. গারো পাহাড়
- গ. চলনবিল
- ঘ. ফয়েজ লেক
উত্তরঃ চলনবিল
1715. পূর্বাশা দ্বীপের অপর নাম -
- ক. নিঝুম দ্বীপ
- খ. সেন্টমার্টিন দ্বীপ
- গ. দক্ষিণ তালপট্টি
- ঘ. কুতুবদিয়া
উত্তরঃ দক্ষিণ তালপট্টি
1716. বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় ১৯৭১ সালের -
- ক. ১০ এপ্রিল
- খ. ১৬ ডিসেম্বর
- গ. ১৪ ডিসেম্বর
- ঘ. ১৭ এপ্রিল
উত্তরঃ ১০ এপ্রিল
1717. CIRDAP এর পূর্ণরূপ
- ক. Centre for Integred Rural Development for Asia and Pacific
- খ. Centre for Integral Regional Development for Asia and Pacific
- গ. Centre for Internal Resource Development and Asia and Pacific
- ঘ. Centre on Integrated Rural Development for Asia and Pacific
উত্তরঃ Centre on Integrated Rural Development for Asia and Pacific
1718. ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়।’ গানটির রচয়িতা ও সুরকার হলেন শিল্পী -
- ক. আব্দুল লতিফ
- খ. আব্দুল করিম
- গ. লুৎফর রহমান
- ঘ. হাসান আলী
উত্তরঃ আব্দুল লতিফ
1720. কবে বাংলাদেশ শিশু অধিকার সনদ বাংলাদেশ বাস্তবায়নে অঙ্গীকার নেয়?
- ক. ১৯৯০ সালের ৩ আগষ্ট
- খ. ১৯০০ সালের ৩ মে
- গ. ১৯০০ সালের ৩ জুলাই
- ঘ. ১৯৯০ সালের ৩ সেপ্টেম্বর
উত্তরঃ ১৯৯০ সালের ৩ আগষ্ট
1721. বাংলায় ‘স্বাধীন সুলতানী’ শাসন প্রতিষ্ঠা করেন কে?
- ক. ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি
- খ. নবাব সিরাজউদ্দৌলা
- গ. ফখরুদ্দিন মোবারক শাহ্
- ঘ. নবাব আলীবর্দী
উত্তরঃ ফখরুদ্দিন মোবারক শাহ্
1722. বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ কত তারিখে জারী করা হয়?
- ক. ১৯৭২ সালের ২৩ মার্চ
- খ. ১৯৭২ সালের ১২ অক্টোবর
- গ. ১৯৭২ সালের ৪ নভেম্বর
- ঘ. ১৯৭২ সালের ১১ জানুয়ারি
উত্তরঃ ১৯৭২ সালের ১২ অক্টোবর
1723. মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?
- ক. তাজউদ্দীন আহমদ
- খ. খন্দকার মোশতাক আহমেদ
- গ. এ এইচ এম কামারুজ্জামান
- ঘ. এম মনসুর আলী
উত্তরঃ এ এইচ এম কামারুজ্জামান
- ক. ১৯৯৯ সালের ২০ ফ্রেব্রুয়ারি
- খ. ১৯৯৯ সালের ১৭ নভেম্বর
- গ. ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি
- ঘ. ২০০০ সালের ২৬ মার্চ
উত্তরঃ ১৯৯৯ সালের ১৭ নভেম্বর
1725. কোন মুসলিম শাসন কালকে ‘স্বর্ণযুগ’ বলা হয়?
- ক. বখতিয়ার খিলজি
- খ. সম্রাট শাহজাহান
- গ. হুসেন শাহ
- ঘ. সম্রাট বাবর
উত্তরঃ হুসেন শাহ
-
MD. LIPON ISLAM - 1 year ago
Pdf akare paoa jabe ki..