বাংলাদেশ বিষয়াবলি
1551. বঙ্গবন্ধু প্রদত্ত ১৯৭১ সালের ৭ই মার্চ ভাষণের সময়কালে তৎকালীন পূর্ব পাকিস্তানে যে আন্দোলন চলছিল?
- ক. পূর্ব পাকিস্তানের অসহযোগ আন্দোলন
- খ. সম্মিলিত ছাত্র আন্দোলন
- গ. ছয় দফা আন্দোলন
- ঘ. গণ্য অভ্যুত্থান
উত্তরঃ পূর্ব পাকিস্তানের অসহযোগ আন্দোলন
1553. সোমপুর বিহার কোথায় অবস্থিত?
- ক. উয়ারী বটেশ্বর
- খ. ময়নামতি, কুমিল্লা
- গ. কোনোটিই নয়
- ঘ. পাহাড়পুর, নওগাঁ
উত্তরঃ পাহাড়পুর, নওগাঁ
1555. একুশে ফেব্রুয়ারির বিখ্যাত গানের সুরকার কে?
- ক. সুধীন দাস
- খ. আলতাফ মাহমুদ
- গ. সত্য সাহা
- ঘ. সুধীর সাহা
উত্তরঃ আলতাফ মাহমুদ
1556. একনেক(ECNEC) এর চেয়ারম্যান কে?
- ক. প্রধানমন্ত্রী
- খ. পরিকল্পনামন্ত্রী
- গ. স্পিকার
- ঘ. অর্থমন্ত্রী
উত্তরঃ প্রধানমন্ত্রী
1557. বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী সংস্থার নাম -
- ক. অভ্যন্তরীণ সম্পদ বিভাগ
- খ. বাংলাদেশ ব্যাংক
- গ. নিকাশ শাখা, বাংলাদেশ ব্যাংক
- ঘ. সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন
উত্তরঃ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন
1558. কোন মোগল সম্রাটের সময় বাংলার নাম হয় জান্নাতাবাদ?
- ক. হুমায়ুন
- খ. আকবর
- গ. আওরঙ্গজেব
- ঘ. বাবর
উত্তরঃ হুমায়ুন
1559. জামাল খাসোগি পেশায় কি ছিলেন?
- ক. সামরিক অফিসার
- খ. সাংবাদিক
- গ. ব্যবসায়ী
- ঘ. কূটনৈতিক
উত্তরঃ সাংবাদিক
1560. বাংলা সনের প্রবর্তক কে?
- ক. সম্রাট অশোক
- খ. লক্ষ্মণ সেন
- গ. ড.মুহম্মদ শহীদুল্লাহ
- ঘ. সম্রাট আকবর
উত্তরঃ সম্রাট আকবর
1561. বাংলাদেশের কোন বিভাগে বরেন্দ্রভূমি অবস্থিত?
- ক. রাজশাহী
- খ. খুলনা
- গ. বরিশাল
- ঘ. সিলেট
উত্তরঃ রাজশাহী
1562. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কত সালের কত তারিখে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয়?
- ক. ২২ ফ্রেব্রুয়ারি ১৯৬৯
- খ. ২৬ ফ্রেব্রুয়ারি ১৯৬৯
- গ. ২৩ ফ্রেব্রুয়ারি ১৯৬৯
- ঘ. ২১ ফ্রেব্রুয়ারি ১৯৬৯
উত্তরঃ ২৩ ফ্রেব্রুয়ারি ১৯৬৯
1563. বাংলাদেশে মর্যাদা অনুসারে ৩য় বীরত্বসূচক উপাধি কোনটি?
- ক. বীর বিক্রম
- খ. বীর উত্তম
- গ. কোনোটিই নয়
- ঘ. বীর প্রতীক
উত্তরঃ বীর বিক্রম
1564. ‘নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ’ এটি সংবিধানের কত নং অনুচ্ছেদ বলা হয়েছে?
- ক. ২২ নং অনুচ্ছেদ
- খ. ২৩ নং অনুচ্ছেদ
- গ. ২৪ নং অনুচ্ছেদ
- ঘ. ২১ নং অনুচ্ছেদ
উত্তরঃ ২২ নং অনুচ্ছেদ
1566. তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত?
- ক. গেদে
- খ. খুয়াই
- গ. ডাউকি
- ঘ. শিয়ালদহ
উত্তরঃ ডাউকি
1567. বাংলাদেশের মসলা গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
- ক. বগুড়া, শিবগঞ্জে
- খ. কক্সবাজার
- গ. দিনাজপুর
- ঘ. রাজশাহী
উত্তরঃ বগুড়া, শিবগঞ্জে
1568. বাংলাদেশ জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট অনুযায়ী সম্প্রতি কোন জেলায় লোহার খনির সন্ধান পাওয়া গেছে?
- ক. ফরিদপুর
- খ. দিনাজপুর
- গ. রংপুর
- ঘ. রাজশাহী
উত্তরঃ দিনাজপুর
1569. ২০১৯ সালে পরিচালিত কৃষি শুমারি বাংলাদেশের কততম কৃষি শুমারি?
- ক. ২য়
- খ. ৩য়
- গ. ৪র্থ
- ঘ. ৫ম
উত্তরঃ ৫ম
1570. বাখরাবাদ গ্যাস ক্ষেত্রটি কোন জেলায় অবস্থিত?
- ক. কুমিল্লা
- খ. সাতক্ষীরা
- গ. ভোলা
- ঘ. ফিরোজপুর
উত্তরঃ কুমিল্লা
1571. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মধ্যদিয়ে বাংলাদেশ কততম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিক হয়?
- ক. ৫৭
- খ. ৬৭
- গ. ৮৭
- ঘ. ৯৭
উত্তরঃ ৫৭
1573. কাটারিভোগ চাল উৎপাদনে বিখ্যাত কোন জায়গা?
- ক. দিনাজপুর
- খ. ময়মনসিংহ
- গ. জামালপুর
- ঘ. কুমিল্লা
উত্তরঃ দিনাজপুর
1574. বাংলাদেশের সবচেয়ে কম বসতিপূর্ণ জেলা কোনটি?
- ক. বান্দরবান
- খ. রাঙ্গামাটি
- গ. খাগড়াছড়ি
- ঘ. মেহেরপুর
উত্তরঃ বান্দরবান
1575. ঢাকা মেট্রোরেলের প্রস্তাবিত দৈর্ঘ্য কত কিমি?
- ক. ১০
- খ. ১২
- গ. ২০(২০.১কিমি)
- ঘ. ৩৬
উত্তরঃ ২০(২০.১কিমি)
-
MD. LIPON ISLAM - 1 year ago
Pdf akare paoa jabe ki..