বাংলাদেশ বিষয়াবলি
1501. নিচের কোন বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা অস্কার পুরস্কার লাভ করেছেন?
- ক. তারেক মাসুদ
- খ. মোস্তফা সরয়ার ফারুকী
- গ. সত্যজিৎ রায়
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ কোনোটিই নয়
1502. নিচের কোনটি বাংলাদেশের ছিটমহল?
- ক. তিন বিঘা করিডোর
- খ. রৌমারী
- গ. দহগ্রাম
- ঘ. জাফলং
উত্তরঃ দহগ্রাম
1503. বাংলাদেশ উন্নয়ন ফোরামের প্রধান সমন্বয়কারী সংস্থা কোনটি?
- ক. আইএফআইসি
- খ. আইবিআরডি
- গ. বিশ্বব্যাংক
- ঘ. এশীয় উন্নয়ন ব্যাংক
উত্তরঃ বিশ্বব্যাংক
1504. বঙ্গবন্ধু সাফারি পার্কটি কোথায় অবস্থিত??
- ক. গাজীপুর
- খ. কুমিল্লা
- গ. চট্টগ্রাম
- ঘ. রাজশাহী
উত্তরঃ গাজীপুর
1505. মুক্তিযুদ্ধ কালে ঢাকা কত সেক্টরের অধীনে ছিল?
- ক. ১১ ‘
- খ. ৫ নং সেক্টর
- গ. ১ নং সেক্টর
- ঘ. ২ নং সেক্টর
উত্তরঃ ২ নং সেক্টর
1506. বাংলাদেশের দীর্ঘতম রেলসেতু কোনটি?
- ক. ব্রক্ষপুত্র সেতু
- খ. তিস্তা সেতু
- গ. ভৈরব সেতু
- ঘ. হার্ডিঞ্জ সেতু
উত্তরঃ হার্ডিঞ্জ সেতু
1508. বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের স্থপতি কে ছিলেন?
- ক. লুই আইকান
- খ. এফ.রহমান
- গ. এস.এম সুলতান
- ঘ. জয়নুল আবেদিন
উত্তরঃ লুই আইকান
1509. বিশ্ববিখ্যাত ‘গ্রান্ড ট্রাঙ্ক’ রোডটি বাংলাদেশের কোন এলাকা থেকে শুরু হয়েছে?
- ক. যশোর জেলার ঝিকরগাছা
- খ. নারায়ণগঞ্জ
- গ. কুমিল্লা জেলার দাউদকান্দি
- ঘ. ঢাকা জেলার রামপুরা
উত্তরঃ নারায়ণগঞ্জ
1510. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
- ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- খ. ক্যাপ্টেন মনসুর আলী
- গ. সৈয়দ নজরুল ইসলাম
- ঘ. তাজউদ্দীন
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
1511. বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ নেয় কোন তারিখে?
- ক. ১০ জানুয়ারি ১৯৭২
- খ. ১১ এপ্রিল ১৯৭১
- গ. ১৭ এপ্রিল ১৯৭১
- ঘ. ২৬ মার্চ ১৯৭১
উত্তরঃ ১৭ এপ্রিল ১৯৭১
1512. বাংলাদেশের কোন জেলায় আগর চাষ হয়?
- ক. কুমিল্লা
- খ. রংপুর
- গ. খাগড়াছড়ি
- ঘ. মৌলভীবাজার
উত্তরঃ মৌলভীবাজার
1513. বঙ্গবন্ধু কর্তৃক ‘ছয় দফা’ কোথায় ঘোষিত হয়েছিল?
- ক. ঢাকা
- খ. চট্টগ্রাম
- গ. লাহোর
- ঘ. কলকাতা
উত্তরঃ লাহোর
1514. অপারেশন ও মেইনটেন্যান্স খরচ কম কোন পাওয়ার Plant এ?
- ক. ডিজেল
- খ. Hydro-electric
- গ. steam
- ঘ. নিউক্লিয়ার
উত্তরঃ Hydro-electric
- ক. পঞ্চম তফসিল
- খ. ষষ্ঠ তফসিল
- গ. দ্বিতীয় তফসিল
- ঘ. সপ্তম তফসিল
উত্তরঃ ষষ্ঠ তফসিল
1517. মুক্তিযুদ্ধকালে ২নং সেক্টরের কমান্ডার কে ছিলেন?
- ক. কর্নেল শওকত আলী
- খ. মেজর রফিকুল ইসলাম
- গ. মেজর খালেদ মোশাররফ
- ঘ. মেজর আবু তাহের
উত্তরঃ মেজর খালেদ মোশাররফ
1519. বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী কবে পালিত হবে?
- ক. ২০২১ সালে
- খ. ২০২০ সালে
- গ. ২০১৯ সালে
- ঘ. ২০২২ সালে
উত্তরঃ ২০২০ সালে
1520. বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কী?
- ক. সৈয়দ নজরুল ইসলাম
- খ. তাজউদ্দীন আহমদ
- গ. এম মনসুর আলী
- ঘ. এ.এইচ.এম কামরুজ্জামান
উত্তরঃ তাজউদ্দীন আহমদ
1521. ময়নামতি কিসের জন্য বিখ্যাত?
- ক. বৌদ্ধবিহার
- খ. শালবন
- গ. স্বাস্থ্যকর স্থান
- ঘ. প্রাচীন রাজধানী
উত্তরঃ বৌদ্ধবিহার
1522. সোনা মসজিদ কোন জেলায় অবস্থিত?
- ক. বাগেরহাট
- খ. যশোর
- গ. চাঁপাইনবাবগঞ্জ
- ঘ. কুড়িগ্র্র্রাম
উত্তরঃ চাঁপাইনবাবগঞ্জ
1523. বাংলাদেশের সংবিধানের কোনভাগে মৌলিক অধিকার বর্ণিত হয়েছে?
- ক. ১ম ভাগে
- খ. ৫ম ভাগে
- গ. ৬ষ্ঠ ভাগে
- ঘ. ৩য় ভাগে
উত্তরঃ ৩য় ভাগে
1524. মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের রাষ্ট্রপতি কে ছিলেন?
- ক. সৈয়দ নজরুল ইসলাম
- খ. তাজউদ্দীন আহমদ
- গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- ঘ. মাওলানা ভাসানী
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
1525. পাকিস্তানি বাহিনী কোথায় আত্মসমর্পণ করেছিল?
- ক. ঢাকা ক্যান্টনমেন্ট
- খ. পিলখানায়
- গ. রাজারবাগে
- ঘ. রেসকোর্স ময়দানে
উত্তরঃ রেসকোর্স ময়দানে
-
MD. LIPON ISLAM - 1 year ago
Pdf akare paoa jabe ki..