বাংলাদেশ বিষয়াবলি

1426. বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধানের মূল লেখক -

  • ক. ড. কামাল হোসেন
  • খ. আব্দুর রউফ
  • গ. শাহ আবদুল হামিদ
  • ঘ. মুহাম্মদুল্লাহ

উত্তরঃ আব্দুর রউফ

বিস্তারিত

1427. তিন বিঘা করিডোর -

  • ক. রংপুর জেলায়
  • খ. নীলফামারী জেলায়
  • গ. কুড়িগ্রাম জেলায়
  • ঘ. লালমনিরহাট জেলায়

উত্তরঃ লালমনিরহাট জেলায়

বিস্তারিত

1428. পহেলা বৈশাখ উদযাপিত হয় -

  • ক. ২১ ফেব্রুয়ারি
  • খ. ২৬ মার্চ
  • গ. ১ এপ্রিল
  • ঘ. ১৪ এপ্রিল

উত্তরঃ ১৪ এপ্রিল

বিস্তারিত

1429. লালবাগ দুর্গ নির্মাণ করেন -

  • ক. শায়েস্তা খান
  • খ. আরাস্তু খান
  • গ. ইসলাম খান
  • ঘ. মুসা খান

উত্তরঃ শায়েস্তা খান

বিস্তারিত

1430. ঢাকায় বাংলার প্রথম রাজধানী স্থাপিত হয় -

  • ক. ১৫১০ সালে
  • খ. ১৫৯০ সালে
  • গ. ১৬০০ সালে
  • ঘ. ১৬১০ সালে

উত্তরঃ ১৬১০ সালে

বিস্তারিত

1432. সংবিধানের কয়টি সংশোধনী হয়েছে?

  • ক. ১৪টি
  • খ. ১৫টি
  • গ. ১৬টি
  • ঘ. ১৭টি

উত্তরঃ ১৭টি

বিস্তারিত

1433. আগরাতলা ষড়যন্ত্র মামলার আসামির সংখ্যা কয়জন ছিল?

  • ক. ২০ জন
  • খ. ২৫ জন
  • গ. ৩০ জন
  • ঘ. ৩৫ জন

উত্তরঃ ৩৫ জন

বিস্তারিত

1434. রূপপুর পারমাণবিক প্রকল্পটি কোন জেলায় হচ্ছে?

  • ক. কুষ্টিয়া
  • খ. পাবনা
  • গ. বগুড়া
  • ঘ. দিনাজপুর

উত্তরঃ পাবনা

বিস্তারিত

1435. ‘কনসার্ট ফর বাংলাদেশ’ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

  • ক. কলকাতা
  • খ. ওয়াশিংটন
  • গ. লন্ডন
  • ঘ. নিউইয়র্ক

উত্তরঃ নিউইয়র্ক

বিস্তারিত

1436. কোন বাংলাদেশি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ছিলেন?

  • ক. হুমায়ুন রশীদ চৌধুরী
  • খ. এস এ এম এস কিবরিয়া
  • গ. শফি সামী
  • ঘ. এ. কে. আবদুল মোমেন

উত্তরঃ হুমায়ুন রশীদ চৌধুরী

বিস্তারিত

1437. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কোন দেশে তৈরি?

  • ক. যুক্তরাষ্ট্র
  • খ. ফ্রান্স
  • গ. জার্মানি
  • ঘ. ভারত

উত্তরঃ ফ্রান্স

বিস্তারিত

1438. পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?

  • ক. ৬.১৫ কিমি
  • খ. ৫.৩ কিমি
  • গ. ৬.৩৫ কিমি
  • ঘ. ৫.৭৫ কিমি

উত্তরঃ ৬.১৫ কিমি

বিস্তারিত

1439. হাছন রাজা কোন শতকের কবি?

  • ক. সপ্তদশ
  • খ. অষ্টাদশ
  • গ. উনিশ শতক
  • ঘ. বিংশ

উত্তরঃ উনিশ শতক

বিস্তারিত

1440. বাখরাবাগ গ্যাসক্ষেত্র কোন উপজেলায় অবস্থিত?

  • ক. মুরাদনগর
  • খ. হোমনা
  • গ. বাঞ্ছারামপুর
  • ঘ. নবীনগর

উত্তরঃ মুরাদনগর

বিস্তারিত

1441. বাংলাদেশ ক্রিকেটে টেস্ট স্ট্যাটাস কোন সালে পায়?

  • ক. ১৯৯৮ সালে
  • খ. ১৯৯৯ সালে
  • গ. ২০০০ সালে
  • ঘ. ২০০২ সালে

উত্তরঃ ২০০০ সালে

বিস্তারিত

1442. জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে?

  • ক. প্রধানমন্ত্রী
  • খ. স্পিকার
  • গ. রাষ্ট্রপতি
  • ঘ. চীফ হুইপ

উত্তরঃ রাষ্ট্রপতি

বিস্তারিত

1443. জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন?

  • ক. আব্দুল মালেক উকিল
  • খ. মির্জা গোলাম হাফিজ
  • গ. শাহ আব্দুল হামিদ
  • ঘ. হুমায়ুন রশীদ চৌধুরী

উত্তরঃ শাহ আব্দুল হামিদ

বিস্তারিত

1444. ঐতিহাসিক ছয় দফা কোথায় ঘোষণা করা হয়?

  • ক. ঢাকা
  • খ. লন্ডন
  • গ. চট্টগ্রাম
  • ঘ. লাহোর

উত্তরঃ লাহোর

বিস্তারিত

1445. হাইটেক পার্ক কোথায় অবস্থিত?

  • ক. খুলনা
  • খ. বাগেরহাট
  • গ. সিলেট
  • ঘ. কালিয়াকৈর

উত্তরঃ কালিয়াকৈর

বিস্তারিত

1446. বাংলাদেশে নদীবন্দর কয়টি?

  • ক. ২০টি
  • খ. ৩০টি
  • গ. ৪০টি
  • ঘ. ৪৫টি

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

1447. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?

  • ক. ৯৬
  • খ. ১১৬
  • গ. ১২৬
  • ঘ. ১৩৬

উত্তরঃ ১৩৬

বিস্তারিত

1448. বাংলাদেশে গ্যাসক্ষেত্রের সংখ্যা কত?

  • ক. ২৪টি
  • খ. ২৫টি
  • গ. ২৬টি
  • ঘ. ২৮টি

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

1449. মুক্তিযুদ্ধকালে দেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়?

  • ক. ১০টি
  • খ. ১১টি
  • গ. ১২টি
  • ঘ. ১৪টি

উত্তরঃ ১১টি

বিস্তারিত

1450. বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি?

  • ক. মেহেরপুর
  • খ. মাগুরা
  • গ. নারায়ণগঞ্জ
  • ঘ. পঞ্চগড়

উত্তরঃ নারায়ণগঞ্জ

বিস্তারিত

  • avatar
    MD. LIPON ISLAM - 1 year ago
    Pdf akare paoa jabe ki..

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects