বাংলাদেশ বিষয়াবলি

1401. হোসেনী দালান নির্মাণ করেন কে?

  • ক. মীর মুরাদ
  • খ. মুর্শিদ কুলি খাঁ
  • গ. আলীবর্দী খাঁ
  • ঘ. সিরাজউদ্দোলা

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

1402. সোনাদিয়া দ্বীপ কোন উপজেলায় অবস্থিত?

  • ক. মহেশখালী
  • খ. হাতিয়া
  • গ. কুতুবদিয়া
  • ঘ. টেকনাফ

উত্তরঃ মহেশখালী

বিস্তারিত

1403. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রণয়নকারী প্রতিষ্ঠানের নাম কী?

  • ক. জাতীয় সংসদ
  • খ. জাতীয় পরিষদ
  • গ. গণপরিষদ
  • ঘ. মন্ত্রিপরিষদ

উত্তরঃ গণপরিষদ

বিস্তারিত

1404. কোন সুলতানের রাজত্বকালে হযরত শাহজালাল (র) সিলেটে ধর্ম প্রচারর জন্য আগমন করেন?

  • ক. শামসুদ্দিন ফিরোজ শাহ
  • খ. ফকর উদ্দিন মুবারক শাহ
  • গ. ইব্রাহিম শাহ
  • ঘ. ইলিয়াস শাহ

উত্তরঃ শামসুদ্দিন ফিরোজ শাহ

বিস্তারিত

1406. নৃত্য-কলায় শিল্পকলা পদক ২০১৮ কে পেয়েছেন?

  • ক. রানী সরকার
  • খ. রওশন জামিল
  • গ. শুকলা সরকার
  • ঘ. জুনু খান

উত্তরঃ শুকলা সরকার

বিস্তারিত

1409. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার কত তারিখে গঠন করা হয়?

  • ক. ২৬ মার্চ ১৯৭১
  • খ. ১০ এপ্রিল ১৯৭১
  • গ. ১৭ এপ্রিল, ১৯৭১
  • ঘ. ১০ মে ১৯৭১

উত্তরঃ ১০ এপ্রিল ১৯৭১

বিস্তারিত

1410. বিরিশিরি কোথায় অবস্থিত?

  • ক. কিশোরগঞ্জ জেলায়
  • খ. নেত্রকোনা জেলায়
  • গ. শেরপুর জেলায়
  • ঘ. সিলেট জেলায়

উত্তরঃ নেত্রকোনা জেলায়

বিস্তারিত

1411. নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগের আলাদা করার বিষয় উল্লেখ আছে সংবিধানের কোন অনুচ্ছেদে?

  • ক. ২০ অনুচ্ছেদ
  • খ. ২১ অনুচ্ছেদ
  • গ. ২২ অনুচ্ছেদ
  • ঘ. ২৩ অনুচ্ছেদ

উত্তরঃ ২২ অনুচ্ছেদ

বিস্তারিত

1412. বঙ্গবন্ধু ‘অস্থায়ী সংবিধান আদেশ’ কবে ঘোষণা করেন?

  • ক. ৪ নভেম্বর ১৯৭২
  • খ. ১০ জানুয়ারি ১৯৭২
  • গ. ১১ জানুয়ারি ১৯৭২
  • ঘ. ১৬ ডিসেম্বর ১৯৭২

উত্তরঃ ১১ জানুয়ারি ১৯৭২

বিস্তারিত

1413. বাংলাদেশের শীর্ষ দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগী দেশ কোনটি?

  • ক. যুক্তরাষ্ট্র
  • খ. চীন
  • গ. ভারত
  • ঘ. জাপান

উত্তরঃ জাপান

বিস্তারিত

1414. ঈশা খাঁ কে ছিলেন?

  • ক. দিল্লীর বাদশাহ
  • খ. বাংলার বারভূঁইয়ার একজন
  • গ. সুবেহ বাংলার শাসক
  • ঘ. মুর্শিদাবাদের নবাব

উত্তরঃ বাংলার বারভূঁইয়ার একজন

বিস্তারিত

1415. ‘ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা’ গানটির রচয়িতা কে?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. ডি. এল. রায়
  • গ. অতুল প্রসাদ
  • ঘ. আবুল লতিফ

উত্তরঃ ডি. এল. রায়

বিস্তারিত

1416. বাংলা সনের প্রবর্তক কে?

  • ক. সম্রাট আকবর
  • খ. নবাব আলিকর্দী খাঁ
  • গ. লক্ষ্মণ সেন
  • ঘ. আবুল ফজল

উত্তরঃ সম্রাট আকবর

বিস্তারিত

1417. বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয় সংবিধানের কোন অনুচ্ছেদ বলে?

  • ক. ৩৮ অনুচ্ছেদ
  • খ. ৩৯ অনুচ্ছেদ
  • গ. ৩৭ অনুচ্ছেদ
  • ঘ. ৩৬ অনুচ্ছেদ

উত্তরঃ ৩৯ অনুচ্ছেদ

বিস্তারিত

1418. ঐতিহাসিক ‘পানাম নগর’ কোথায় অবস্থিত?

  • ক. সোনারগাঁ-এ
  • খ. ময়নামতিতে
  • গ. মহাস্থানগড়ে
  • ঘ. বৌদ্ধ বিহারে

উত্তরঃ সোনারগাঁ-এ

বিস্তারিত

1419. BIPOST বলতে কী বোঝেন?

  • ক. Bangladesh Institute of Public Service Officers
  • খ. Bangladesh International Peace Support Overseas Training
  • গ. Bangladesh International Peace Support Operation of Training
  • ঘ. Bangladesh Inland Police Service Operation and Training

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

1420. মুজিবনগর সরকার গঠিত হয় কোন তারিখে?

  • ক. ১৭ এপ্রিল, ১৯৭১
  • খ. ৭ এপ্রিল, ১৯৭১
  • গ. ১০ এপ্রিল, ১৯৭১
  • ঘ. ২৭ এপ্রিল, ১৯৭১

উত্তরঃ ১০ এপ্রিল, ১৯৭১

বিস্তারিত

1421. কান্তজীউ মন্দির কোন জেলায় অবস্থিত?

  • ক. দিনাজপুর জেলায়
  • খ. রংপুর জেলায়
  • গ. বগুড়া জেলায়
  • ঘ. রাজশাহী জেলায়

উত্তরঃ দিনাজপুর জেলায়

বিস্তারিত

1422. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?

  • ক. তাজউদ্দীন আহমদ
  • খ. সৈয়দ নজরুল ইসলাম
  • গ. এ. এইচ. এম কামরুজ্জামান
  • ঘ. ক্যাপ্টেন এম মনসুর আলী

উত্তরঃ ক্যাপ্টেন এম মনসুর আলী

বিস্তারিত

1423. ১৯৭১ সালের ২৫ মার্চ রাত থেকে বর্বর পাকিস্তানি সামরিক বাহিনী বাংলাদেশে যে সশস্ত্র আক্রমণ চালায় তার নাম দিয়েছিল -

  • ক. অপারেশন ডেজার্ট স্টর্ম
  • খ. অপারেশন সার্চলাইট
  • গ. ক্লিনহার্ট অপারেশন
  • ঘ. কম্বিং অপারেশন

উত্তরঃ অপারেশন সার্চলাইট

বিস্তারিত

1424. ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে পর পর তিনবার ম্যান অব দ্যা ম্যাচ -

  • ক. হাবিবুল বাশার
  • খ. মাশরাফী বিন মোত্র্তজা
  • গ. মোহাম্মদ রফিক
  • ঘ. সাকিব আল হাসান

উত্তরঃ মাশরাফী বিন মোত্র্তজা

বিস্তারিত

1425. বাংলাদেশের প্রথম নৌবহরের নাম-

  • ক. বঙ্গবন্ধু
  • খ. ঈসা খান
  • গ. মোয়াজ্জেম
  • ঘ. তিতুমীর

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

  • avatar
    MD. LIPON ISLAM - 1 year ago
    Pdf akare paoa jabe ki..

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects