বাংলাদেশ বিষয়াবলি

1351. পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার?

  • ক. ৬.১৫
  • খ. ৬.১৭
  • গ. ৬.১১
  • ঘ. ৬.২১

উত্তরঃ ৬.১৫

বিস্তারিত

1352. বাংলাদেশ প্রথম অংশগ্রহণ করে -

  • ক. ২৩ তম অলিম্পিকে
  • খ. ২১তম অলিম্পিকে
  • গ. ২৬তম অলিম্পিকে
  • ঘ. ১২তম অলিম্পিকে

উত্তরঃ ২৩ তম অলিম্পিকে

বিস্তারিত

1354. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ : দলিলপত্র (১৯৮২-৮৩) কে সম্পাদনা করেছেন?

  • ক. হুমায়ূন আহমেদ
  • খ. হুমায়ন আজাদ
  • গ. হাসান আজিজুল হক
  • ঘ. হাসান হাফিজুর রহমান

উত্তরঃ হাসান হাফিজুর রহমান

বিস্তারিত

1355. বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হলে কমপক্ষে কত বয়স হতে হবে?

  • ক. ২৭ বছর
  • খ. ২৬ বছর
  • গ. ২৫ বছর
  • ঘ. ২৪ বছর

উত্তরঃ ২৫ বছর

বিস্তারিত

1356. বাংলাদেশের সংবিধানের কোন ভাগে নাগরিকদের মৌলিক অধিকারের কথা বলা হয়েছে?

  • ক. দ্বিতীয় ভাগ
  • খ. তৃতীয় ভাগ
  • গ. চতুর্থ ভাগ
  • ঘ. পঞ্চম ভাগ

উত্তরঃ তৃতীয় ভাগ

বিস্তারিত

1357. বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার কোনটি?

  • ক. একুশে পদক
  • খ. বাংলা একাডেমি পুরস্কার
  • গ. স্বাধীনতা পুরস্কার
  • ঘ. শিল্পকলা পদক

উত্তরঃ স্বাধীনতা পুরস্কার

বিস্তারিত

1358. বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর কোনটি?

  • ক. হিলি
  • খ. বেনাপোল
  • গ. বুড়িমারী
  • ঘ. সোনামসজিদ

উত্তরঃ বেনাপোল

বিস্তারিত

1359. সংবিধানের কোন অনুচ্ছেদে ‘আমার সোনার বাংলা’ কে জাতীয় সংগীত হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে?

  • ক. ৪ নং অনুচ্ছেদ
  • খ. ৫ নং অনুচ্ছেদ
  • গ. ৩ নং অনুচ্ছেদ
  • ঘ. ৬ নং অনুচ্ছেদ

উত্তরঃ ৪ নং অনুচ্ছেদ

বিস্তারিত

1360. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?

  • ক. কামরুল হাসান
  • খ. সৈয়দ মঈনুল হোসেন
  • গ. এফ. আর. খান
  • ঘ. দুই কান

উত্তরঃ সৈয়দ মঈনুল হোসেন

বিস্তারিত

1361. মুজিবনগর অস্থায়ী সরকার কত তারিখে শপথ গ্রহণ করেন?

  • ক. ১০ এপ্রিল, ১৯৭১
  • খ. ২৬ মার্চ, ১৯৭১
  • গ. ১৭ এপ্রিল, ১৯৭১
  • ঘ. ২৬ মে, ১৯৭১

উত্তরঃ ১৭ এপ্রিল, ১৯৭১

বিস্তারিত

1362. বাংলাদেশের মোট কয়টি গ্যাসক্ষেত্র আছে?

  • ক. ২৮টি
  • খ. ২০টি
  • গ. ২৬টি
  • ঘ. ৩০টি

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

1363. খান জাহান আলী সেতু কোন নদীরউপর নির্মিত হয়েছে?

  • ক. পশুর
  • খ. শীতলক্ষ্যা
  • গ. রূপসা
  • ঘ. বুড়িগঙ্গা

উত্তরঃ রূপসা

বিস্তারিত

1364. বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারত ও মিয়ানমার উভয় দেশেরই সীমান্ত সংযোগ আছে?

  • ক. সিলেট
  • খ. বরিশাল
  • গ. চট্টগ্রাম
  • ঘ. ময়মনসিংহ

উত্তরঃ চট্টগ্রাম

বিস্তারিত

1365. নিচের কোন নদীগুলোর উৎপত্তি ও সমাপ্তি বাংলাদেশে?

  • ক. মনু ও সালদা
  • খ. সালদা ও গোমতী
  • গ. ফেনী ও সাঙ্গু
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ কোনোটিই নয়

বিস্তারিত

1366. বাংলাদেশের মুক্তিযুদ্ধে মোট কয়টি ফোর্স ছিল?

  • ক. একটি
  • খ. দুটি
  • গ. তিনটি
  • ঘ. চারটি

উত্তরঃ তিনটি

বিস্তারিত

1367. মিয়ানমারের সাথে বাংলাদেশের একমাত্র স্থলবন্দর কোথায় অবস্থিত?

  • ক. বাঁশখালী
  • খ. উখিয়া
  • গ. রামু
  • ঘ. টেকনাফ

উত্তরঃ টেকনাফ

বিস্তারিত

1368. বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতীক ‘বলাকা’র নকশা কে করেন?

  • ক. জয়নুল আবেদিন
  • খ. কামরুল হাসান
  • গ. মোস্তফা মনোয়ার
  • ঘ. মুর্তজা বশীর

উত্তরঃ কামরুল হাসান

বিস্তারিত

1369. সরকার ঘোষিত দেশের প্রথম মৎস্য অভয়শ্রম কোথায় অবস্থিত?

  • ক. হাকালুকি হাওর
  • খ. হাইল হাওড়
  • গ. হালদা নদী
  • ঘ. চলন বিল

উত্তরঃ হাইল হাওড়

বিস্তারিত

1370. বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র কোনটি?

  • ক. বিয়ানীবাজার
  • খ. তিতাস
  • গ. সাঙ্গু
  • ঘ. বাখরাবাদ

উত্তরঃ তিতাস

বিস্তারিত

1371. ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ কত তারিখে পালিত হয়?

  • ক. ১ নভেম্বর
  • খ. ১৫ নভেম্বর
  • গ. ১০ ডিসেম্বর
  • ঘ. ১২ ডিসেম্বর

উত্তরঃ ১২ ডিসেম্বর

বিস্তারিত

1373. বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ আছে?

  • ক. ৯
  • খ. ১০
  • গ. ১১
  • ঘ. ১২

উত্তরঃ ১১

বিস্তারিত

1374. বাংলাদেশের সংবিধানের ৩৬ অনুচ্ছেদে কোন মৌলিক অধিকারের কথা বলা হয়েছে?

  • ক. চলাফেরার স্বাধীনতা
  • খ. সমাবেশের স্বাধীনতা
  • গ. সংগঠনের স্বাধীনতা
  • ঘ. চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক-স্বাধীনতা

উত্তরঃ চলাফেরার স্বাধীনতা

বিস্তারিত

1375. বাংলাদেশের সংবিধানের ৭৫ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদে সিদ্ধান্ত গৃহীত হয় -

  • ক. এক-তৃতীয়াংশ সদস্যের ভোটে
  • খ. দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে
  • গ. উপস্থিত ও ভোট দানকারী সদস্যের সংখ্যাগরিষ্ঠ ভোটে
  • ঘ. মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠ ভোটে

উত্তরঃ উপস্থিত ও ভোট দানকারী সদস্যের সংখ্যাগরিষ্ঠ ভোটে

বিস্তারিত

  • avatar
    MD. LIPON ISLAM - 1 year ago
    Pdf akare paoa jabe ki..

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects