বাংলাদেশ বিষয়াবলি

1301. বাংলাদেশ ডাক বিভাগের স্লোগান কী?

  • ক. দ্রুততাই লক্ষ্য
  • খ. সেবাই আদর্শ
  • গ. গতিই আদর্শ
  • ঘ. সেবাই ধর্ম

উত্তরঃ সেবাই আদর্শ

বিস্তারিত

1302. কোন নদী বাংলাদেশে উৎপন্ন হয়ে বাংলাদেশের জলসীমায় সমাপ্ত হয়েছে?

  • ক. যাদুকাটা নদী
  • খ. কর্ণফুলী নদী
  • গ. গোমতী নদী
  • ঘ. সাঙ্গু নদী

উত্তরঃ সাঙ্গু নদী

বিস্তারিত

1303. হালদা নদী কিসের জন্য বিখ্যাত?

  • ক. একটি খরস্রোত পাহাড়ি নদী
  • খ. একটি পর্যটন এলাকা
  • গ. একটি প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্রে
  • ঘ. প্রকৃতিগত সংকটাপন্ন এলাকা

উত্তরঃ একটি প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্রে

বিস্তারিত

1304. ‘ম্যাডোনা - ৪৩’ চিত্রকর্মটি কিসের ওপর আঁকা?

  • ক. নায়িকা ম্যাডোনার ওপর
  • খ. দুর্যোগের ওপর
  • গ. চলচ্চিত্র পুরস্কারের ওপর
  • ঘ. দুর্ভিক্ষের ওপর

উত্তরঃ দুর্ভিক্ষের ওপর

বিস্তারিত

1305. ‘মজলুম আদিব’ কার ছদ্মনাম?

  • ক. ইয়াসির আরাফাত
  • খ. শামসুর রাহমান
  • গ. নাজিম হিকমত
  • ঘ. আল্লামা ইকবাল

উত্তরঃ শামসুর রাহমান

বিস্তারিত

1306. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্যের কথা বলা হয়েছে?

  • ক. অনুচ্ছেদ ২২
  • খ. অনুচ্ছেদ ২১
  • গ. অনুচ্ছেদ ২০
  • ঘ. অনুচ্ছেদ ৩৩

উত্তরঃ অনুচ্ছেদ ২১

বিস্তারিত

1307. বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য সর্বোচ্চ খেতাব কোনটি?

  • ক. বীরপ্রতীক
  • খ. বীরশ্রেষ্ঠ
  • গ. বীরউত্তম
  • ঘ. বীরবিক্রম

উত্তরঃ বীরশ্রেষ্ঠ

বিস্তারিত

1308. বাংলাদেশের ‘ট্রেজারি বিল’ ইস্যু করার এখতিয়ার কার?

  • ক. সোনালী ব্যাংক
  • খ. বাংলাদেশ ব্যাংক
  • গ. ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ
  • ঘ. অর্থ মন্ত্রণালয়

উত্তরঃ বাংলাদেশ ব্যাংক

বিস্তারিত

1309. বাংলায় বংশনুক্রমিক শাসকের সূচনা হয় -

  • ক. পাল বংশের মাধ্যমে
  • খ. সেন বংশের মাধ্যমে
  • গ. গুপ্ত বংশের মাধ্যমে
  • ঘ. মৌর্য বংশের মাধ্যমে

উত্তরঃ পাল বংশের মাধ্যমে

বিস্তারিত

1310. বাংলাদেশের কোন ঋতুকে স্বতন্ত্র ঋতু বলা হয়?

  • ক. শরৎ
  • খ. বর্ষা
  • গ. হেমন্ত
  • ঘ. বসন্ত

উত্তরঃ বর্ষা

বিস্তারিত

1311. বাংলাদেশ-ভারত ছিটমহল চুক্তি কার্যকর হয় কবে?

  • ক. ১ জুলাই ২০১৫
  • খ. ২ আগষ্ট ২০১৫
  • গ. ১ আগস্ট ২০১৫
  • ঘ. ১ সেপ্টেম্বর ২০১৫

উত্তরঃ ১ আগস্ট ২০১৫

বিস্তারিত

1313. বাংলাদেশে প্রথম ১০০০ টাকার নোট চালু হয় কোন সালে?

  • ক. ২০০৮ সালে
  • খ. ২০১০ সালে
  • গ. ২০০৫ সালে
  • ঘ. ২০০৭ সালে

উত্তরঃ ২০০৮ সালে

বিস্তারিত

1314. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কোন দেশের সহায়তায় নির্মিত হয়েছে?

  • ক. যুক্তরাষ্ট্র
  • খ. যুক্তরাজ্য
  • গ. ফ্রান্স
  • ঘ. জার্মানি

উত্তরঃ ফ্রান্স

বিস্তারিত

1316. কোন চলচ্চিত্রটি ১৯৪৭ এর দেশভাগ নিয়ে নির্মিত হয়?

  • ক. আবার তোরা মানুষ হ
  • খ. চিত্রা নদীর পাড়ে
  • গ. মাটির ময়না
  • ঘ. নদীর নাম মধুমতি

উত্তরঃ চিত্রা নদীর পাড়ে

বিস্তারিত

1318. বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা হলেন?

  • ক. প্রধান বিচারপতি
  • খ. স্পিকার
  • গ. আইনমন্ত্রী
  • ঘ. অ্যাটর্নি জেনারেল

উত্তরঃ অ্যাটর্নি জেনারেল

বিস্তারিত

1319. Recently onion has been imported to Bangladesh from which country?

  • ক. Uzbekistan
  • খ. Thailand
  • গ. Malaysia
  • ঘ. Egypt

উত্তরঃ Egypt

বিস্তারিত

1320. Which organization together will Bangladesh would celebrate the 'Mujib Borsho'?

  • ক. UNESCO
  • খ. UNDP
  • গ. UNICEF
  • ঘ. WHO

উত্তরঃ UNESCO

বিস্তারিত

1322. Who is the minister in charge of Ministry of Industries?

  • ক. Nurul Majid Mahmud Humayun
  • খ. Tofael Ahmed
  • গ. MA Mannan
  • ঘ. Tipu Munshi

উত্তরঃ Nurul Majid Mahmud Humayun

বিস্তারিত

1324. So far how many spans has been installed in Padma Bridge?

  • ক. 16
  • খ. 17
  • গ. 18
  • ঘ. 19

উত্তরঃ 17

বিস্তারিত

1325. In which year did the terrrorists attack Holey artisan Cafe in Dhaka?

  • ক. 2014
  • খ. 2015
  • গ. 2016
  • ঘ. 2017

উত্তরঃ 2016

বিস্তারিত

  • avatar
    MD. LIPON ISLAM - 1 year ago
    Pdf akare paoa jabe ki..

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects