বাংলাদেশ বিষয়াবলি

1379. বাংলাদেশে তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কী?

  • ক. বিকন
  • খ. ব্র্যাক অন্বেষা
  • গ. নোয়া-১৮
  • ঘ. বঙ্গবন্ধু-১

উত্তরঃ ব্র্যাক অন্বেষা

বিস্তারিত

1380. বিশ্বব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা করেছে -

  • ক. ১ জুুন ২০১৫
  • খ. ১ জুুলাই ২০১৫
  • গ. ১ জুুন ২০১৬
  • ঘ. ১ জুুলাই ২০১৬

উত্তরঃ ১ জুুলাই ২০১৫

বিস্তারিত

1381. উপকূল থেকে 'Exclusive Economic Zone' - নটিক্যাল মাইল।

  • ক. ২২
  • খ. ৪৪
  • গ. ২০০
  • ঘ. ৩৫০

উত্তরঃ ২০০

বিস্তারিত

1382. ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ কত তারিখে?

  • ক. ২৬ জানুয়ারি
  • খ. ২৮ এপ্রিল
  • গ. ২৭ আগষ্ট
  • ঘ. ২২ সেপ্টেম্বর

উত্তরঃ ২৮ এপ্রিল

বিস্তারিত

1383. Bangladesh Italian Marbel works Limited Vs Government of the People's Reblic of Bangladesh (2010) is popularity known as the -

  • ক. Second Amendment Case
  • খ. Third Amendment Case
  • গ. Fourth Amendment Case
  • ঘ. Fifth Amendment Case

উত্তরঃ Fifth Amendment Case

বিস্তারিত

1384. রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতিরেকে কোন ব্যক্তিকে নিয়োগ প্রদান করতে পারবেন?

  • ক. অ্যাটর্নি জেনারেল
  • খ. প্রধান বিচারপতি
  • গ. হাইকোর্ট বিভাগের বিচারক
  • ঘ. প্রধান নির্বাচন কমিশনার

উত্তরঃ প্রধান বিচারপতি

বিস্তারিত

1385. কোন ব্যক্তির কার্যভার গ্রহণের পূর্বে শপথ নেয়া আবশ্যক নয়?

  • ক. ডেপুট স্পিকার
  • খ. সরকারি কর্ম কমিশননের সদস্য
  • গ. অ্যাটর্নি জেনারেল
  • ঘ. মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক

উত্তরঃ অ্যাটর্নি জেনারেল

বিস্তারিত

1386. বাংলাদেশের সংবিধানের ১০৪ অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যক্তির হাজিরা কিংবা কোনো দলিলপত্র উদঘাটন বা দাখিল করার আদেশ দিতে পারেন -

  • ক. হাইকোর্ট বিভাগ
  • খ. আপিল বিভাগ
  • গ. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  • ঘ. জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ

উত্তরঃ আপিল বিভাগ

বিস্তারিত

1387. কোনো আইন পূর্ববর্তী আইনকে বাতিল করে প্রণীত হলে পূর্বপর্তী বাতিলকৃত আইনের অধীনে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ কোনো সুবিধাভোগ করলে সেই সুবিধা -

  • ক. অকার্যকর হয়ে যাবে
  • খ. যথাযথভাবে ফেরত দিতে হবে
  • গ. ক্ষুণ্ণ হবে না
  • ঘ. যথাযথভাবে ফেরত দিতে হবে না, কিন্তু চলমান থাকবে না

উত্তরঃ ক্ষুণ্ণ হবে না

বিস্তারিত

1389. পদ্মা সেতু নিচের কোন দুটি জেলাকে যুক্ত করবে?

  • ক. শরিয়তপুর ও ফরিদপুর
  • খ. নরসিংদী ও মুন্সিগঞ্জ
  • গ. খুলনা ও সাতক্ষীরা
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ কোনোটিই নয়

বিস্তারিত

1390. নিচের কোন ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গোষ্ঠীর জনগণ ‘মগধী’ ও ‘মগ’ নামে পরিচিত ছিল?

  • ক. চাকমা
  • খ. মারমা
  • গ. খিয়াং
  • ঘ. রাখাইন

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

1391. নিচের কোন দেশটি থেকে বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে?

  • ক. মালয়েশিয়া
  • খ. সংযুক্ত আরব আমিরাত
  • গ. কাতার
  • ঘ. সৌদি আরব

উত্তরঃ সৌদি আরব

বিস্তারিত

1392. মিয়ানমারের সাথে বাংলাদেশের কতটি জেলার স্থলসীমান্ত আছে?

  • ক. একটি
  • খ. দুইটি
  • গ. তিনটি
  • ঘ. চারটি

উত্তরঃ তিনটি

বিস্তারিত

1393. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?

  • ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • খ. সৈয়দ নজরুল ইসলাম
  • গ. ক্যাপ্টেন মনসুর আলী
  • ঘ. তাজউদ্দীন আহমদ

উত্তরঃ তাজউদ্দীন আহমদ

বিস্তারিত

1394. আনুষ্ঠনিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র করে জারি করা হয়?

  • ক. ১০ এপ্রিল ১৯৭১
  • খ. ১৭ এপ্রিল ১৯৭১
  • গ. ৭ মার্চ ১৯৭১
  • ঘ. ২৬ মার্চ ১৯৭১

উত্তরঃ ১০ এপ্রিল ১৯৭১

বিস্তারিত

1395. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশ কোনটি?

  • ক. ভুটান
  • খ. শ্রীলংকা
  • গ. ইরাক
  • ঘ. ভারত

উত্তরঃ ভারত

বিস্তারিত

1396. বাংলাদেশের সংবিধান কোন তারিখ থেকে কার্যকর হয়?

  • ক. ২৬ মার্চ ১৯৭২
  • খ. ৪ এপ্রিল ১৯৭২
  • গ. ১৬ ডিসেম্বর ১৯৭১
  • ঘ. ১৬ ডিসেম্বর ১৯৭২

উত্তরঃ ১৬ ডিসেম্বর ১৯৭২

বিস্তারিত

1397. আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি?

  • ক. ঢাকা
  • খ. কুমিল্লা
  • গ. দিনাজপুর
  • ঘ. রাঙামাটি

উত্তরঃ রাঙামাটি

বিস্তারিত

1398. বালিশিয়া ভ্যালী কোথায় অবস্থিত?

  • ক. রাঙামাটি
  • খ. মৌলভীবাজার
  • গ. বান্দরবান
  • ঘ. খাগড়াছড়ি

উত্তরঃ মৌলভীবাজার

বিস্তারিত

1399. মহান মুক্তিযুদ্ধের সময় সর্বদলীয় উপদেষ্টা কমিটির সদস্য সংখ্যা কতজন ছিল?

  • ক. ৫
  • খ. ৭
  • গ. ৯
  • ঘ. ১১

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

1400. নিচের কোন প্রত্নতাত্ত্বিক স্থানটি আদি ঐতিহাসিক সময়ের প্রতিনিধিত্ব করে?

  • ক. ময়নামতি
  • খ. সোনারগাঁ
  • গ. চাকলাপুঞ্জি
  • ঘ. উয়ারী বটেশ্বর

উত্তরঃ উয়ারী বটেশ্বর

বিস্তারিত

  • avatar
    MD. LIPON ISLAM - 1 year ago
    Pdf akare paoa jabe ki..

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects