বাংলাদেশ বিষয়াবলি
1451. বাংলাদেশের প্রথম ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি প্রতিষ্ঠিত হয় -
- ক. জামালপুর
- খ. মৌলভীবাজার
- গ. যশোর
- ঘ. রংপুর
উত্তরঃ মৌলভীবাজার
1452. বাংলাদেশের কোন প্রতিষ্ঠান মাইক্রোডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা?
- ক. চার্টার্ড ব্যাংক
- খ. ব্র্যাক ব্যাংক
- গ. গ্রামীণ ব্যাংক
- ঘ. এবি ব্যাংক
উত্তরঃ গ্রামীণ ব্যাংক
1453. চতুদর্শ সংশোধনীর প্রধান বৈশিষ্ট্য কি?
- ক. সংসদীয় গণতন্ত্র
- খ. রাষ্ট্রপতির শাসন
- গ. একদলীয় শাসন
- ঘ. মহিলাদের সংরক্ষিত আসন
উত্তরঃ মহিলাদের সংরক্ষিত আসন
1454. ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত সাতগম্বুজ মসজিদের গম্বুজের সংখ্যা -
- ক. ৩টি
- খ. ৪টি
- গ. ৬টি
- ঘ. ৭টি
উত্তরঃ ৭টি
1456. বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠান ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়?
- ক. ইউনিসেফ
- খ. ইউনেস্কো
- গ. ইউএনডিপি
- ঘ. ইউনিডো
উত্তরঃ ইউনেস্কো
1457. বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের নাম কী?
- ক. একুশে পদক
- খ. স্বাধীনতা পদক
- গ. বীরবিক্রম পদক
- ঘ. রত্নগর্ভা পদক
উত্তরঃ স্বাধীনতা পদক
1459. ‘নীলগিরি’ নামক পর্যটন স্থানটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
- ক. বান্দরবান
- খ. খাগড়াছড়ি
- গ. চট্টগ্রাম
- ঘ. ঢাকা
উত্তরঃ বান্দরবান
1460. মুক্তিযুদ্ধকালীন সময়ে ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল?
- ক. ২ নং
- খ. ৩ নং
- গ. ১১ নং
- ঘ. ৭ নং
উত্তরঃ ২ নং
1461. ভাওয়াইয়া গান বাংলাদেশের কোন অঞ্চলের প্রচলিত পল্লীগীতি?
- ক. কুষ্টিয়া
- খ. ময়মনসিংহ
- গ. রাজশাহী
- ঘ. রংপুর
উত্তরঃ রংপুর
1462. বাংলাদেশের বিজয় দিবস পালিত হয় কোন তারিখে?
- ক. ২১ ফ্রেব্রুয়ারি
- খ. ২৬ মার্চ
- গ. ১৪ ডিসেম্বর
- ঘ. ১৬ ডিসেম্বর
উত্তরঃ ১৬ ডিসেম্বর
1464. বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সদর দপ্তর ঢাকার কোন এলাকায় অবস্থিত?
- ক. উত্তরা
- খ. লালবাগ
- গ. সেগুনবাগিচা
- ঘ. মতিঝিল
উত্তরঃ সেগুনবাগিচা
1466. বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপিত হবে কোন সালে?
- ক. ২০২১
- খ. ২০৪৬
- গ. ২০৭১
- ঘ. ২০১৯
উত্তরঃ ২০২১
1467. নিচের কোন স্থানের ভৌগোলিক উপনাম ‘বারো আউলিয়ার দেশ’?
- ক. সিলেট
- খ. চট্টগ্রাম
- গ. বরিশাল
- ঘ. বগুড়া
উত্তরঃ চট্টগ্রাম
1468. আয়তনের ভিত্তিতে বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি?
- ক. বান্দরবান
- খ. চট্টগ্রাম
- গ. রাঙামাটি
- ঘ. ময়মনসিংহ
উত্তরঃ রাঙামাটি
1469. ম্যাডোনা-৪৩ কী?
- ক. প্রখ্যাত মডেল
- খ. ভাস্কর্য
- গ. অস্কার বিজয়ী ফিল্ম
- ঘ. চিত্রকর্ম
উত্তরঃ চিত্রকর্ম
1470. মুক্তিযুদ্ধের সময় ঢাকার গেরিলা বাহিনীর নাম কী ছিল?
- ক. মুক্তি প্লাটুন
- খ. বিজয় প্লাটুন
- গ. ক্র্যাক প্লাটুন
- ঘ. অ্যাকশন প্লাটুন‘
উত্তরঃ ক্র্যাক প্লাটুন
1471. ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
- ক. দ্বিতীয়
- খ. তৃতীয়
- গ. চতুর্থ
- ঘ. পঞ্চম
উত্তরঃ চতুর্থ
1474. ২০১৮ সালে মরণোত্তর একুশে পদক পেয়েছেন -
- ক. হুমায়ুন আহমেদ
- খ. হুমায়ন আজাদ
- গ. হুমায়ুন কবীর
- ঘ. হুমায়ূন ফরিদী
উত্তরঃ হুমায়ূন ফরিদী
1475. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কত তারিখে জাতির পিতা ঘোষণা করা হয়?
- ক. ১৭ মার্চ ১৯৭১
- খ. ২ মার্চ ১৯৭১
- গ. ৩ মার্চ ১৯৭১
- ঘ. ৭ মার্চ ১৯৭১
উত্তরঃ ৩ মার্চ ১৯৭১
-
MD. LIPON ISLAM - 1 year ago
Pdf akare paoa jabe ki..