বাংলাদেশ বিষয়াবলি
1476. সিলেট জেলার উত্তরে ভারতীয় রাজ্য কোনটি?
- ক. মেঘালয়
- খ. ত্রিপুরা
- গ. নাগাল্যান্ড
- ঘ. মণিপুর
উত্তরঃ মেঘালয়
1479. প্রধান বিচারপতিকে কে নিয়োগ দিয়ে থাকেন?
- ক. প্রধানমন্ত্রী
- খ. স্পিকার
- গ. রাষ্ট্রপতি
- ঘ. জাতীয় সয়সদ
উত্তরঃ রাষ্ট্রপতি
1480. বাংলাদেশের উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
- ক. রাজশাহী
- খ. নরসিংদী
- গ. পাবনা
- ঘ. গাজীপুর
উত্তরঃ গাজীপুর
1481. জাতীয় সংসদে কোনো সংসদ সদস্য কোনো বিল উত্থাপন করতে চাইলে তাকে কত দিনের লিখিত নোটিশ প্রদান করতে হবে?
- ক. ৭
- খ. ১০
- গ. ১৪
- ঘ. ১৫
উত্তরঃ ১৫
1482. মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র ‘মুক্তির কথা’ কে পরিচালনা করেন?
- ক. তানভীর মোকাম্মেল
- খ. জহির রায়হান
- গ. তারেক মাসুদ
- ঘ. আলমগীর কবির
উত্তরঃ তারেক মাসুদ
1483. বাংলাদেশের উত্তরে ভারতের কোন প্রদেশটি অবস্থিত?
- ক. মেঘালয়
- খ. আসাম
- গ. মিজোরাম
- ঘ. ত্রিপুরা
উত্তরঃ মেঘালয়
1484. কোন গাছের কাঠ হতে বাক্স ও দিয়াশলাইয়ের কাঠি তৈরি হয়?
- ক. পরান
- খ. গেওয়া
- গ. ধুন্দল
- ঘ. চাপালিশ
উত্তরঃ গেওয়া
1485. বাংলাদেশের পাহাড় শ্রেণীর ভূমিরূপ কোন ভূতাত্ত্বিক যুগের?
- ক. প্লাইস্টোসিন যুগের যুগের
- খ. টারশিয়ারি যুগের
- গ. মায়োসিন যুগের
- ঘ. ডেবোনিয়াস যুগের
উত্তরঃ টারশিয়ারি যুগের
1486. বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে একদিনের ক্রিকেট পরপর তিনবার ‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়েছেন কে?
- ক. সাকিব আল হাসান
- খ. মাশরাফি বিন মুত্র্তজা
- গ. তামিম ইকবাল
- ঘ. মোস্তাফিজুর রহমান
উত্তরঃ মাশরাফি বিন মুত্র্তজা
1487. মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
- ক. দশটি
- খ. এগারটি
- গ. বারটি
- ঘ. নয়টি
উত্তরঃ এগারটি
1488. রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংবিধানের কোন ভাগে রয়েছে?
- ক. প্রথম ভাগ
- খ. দ্বিতীয় ভাগ
- গ. তৃতীয় ভাগ
- ঘ. চতুর্থ ভাগ
উত্তরঃ দ্বিতীয় ভাগ
1489. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে?
- ক. সিলেট
- খ. মৌলভীবাজার
- গ. পঞ্চগড়
- ঘ. কক্সবাজার
উত্তরঃ মৌলভীবাজার
1490. কোনটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা?
- ক. রামসাগর
- খ. সোনারগাঁ
- গ. আড়িয়াল বিল
- ঘ. টাঙ্গুয়ার হাওড়
উত্তরঃ টাঙ্গুয়ার হাওড়
1491. বর্তমান অর্থবছরে সরকার প্রবৃদ্ধির হার কত হবে বলে অনুমান করছে?
- ক. ৬%
- খ. ৭%
- গ. ৮%
- ঘ. ৯%
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
1492. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কী?
- ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- খ. তাজউদ্দীন আহমদ
- গ. সৈয়দ নজরুল ইসলাম
- ঘ. এম মনসুর আলী
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
1493. মুজিবনগর অস্থায়ী সরকার কত তারিখে শপথ নিয়েছিলেন?
- ক. ১০ এপ্রিল ১৯৭১
- খ. ২৭ মার্চ ১৯৭১
- গ. ১৭ এপ্রিল ১৯৭১
- ঘ. ১৭ এপ্রিল ১৯৭২
উত্তরঃ ১৭ এপ্রিল ১৯৭১
1494. বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদীটির নাম কী?
- ক. বোরাক নদী
- খ. যাদুকাটা নদী
- গ. হালদা নদী
- ঘ. নাফ নদী
উত্তরঃ নাফ নদী
1496. ‘দোয়েল চত্বর’ স্থাপত্যের স্থাপত্যের স্থপতি কে?
- ক. নিতুন কুণ্ডু
- খ. আজিজুল জলিল পাশা
- গ. শামীম শিকদার
- ঘ. হামিদুজ্জামান
উত্তরঃ আজিজুল জলিল পাশা
1497. স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম সংশোধনীতে সংযোজিত হয়?
- ক. একাদশ
- খ. ত্রয়োদশ
- গ. চতুর্দশ
- ঘ. পঞ্চদশ
উত্তরঃ পঞ্চদশ
1498. বাংলাদেশ সবচেয়ে বেশি ঋণ গ্রহণ করে নিচের কোন সংস্থাটি থেকে?
- ক. আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)
- খ. আন্তর্জাতিক উন্নয়ন সমিতি (IDA)
- গ. এশীয় উন্নয়ন ব্যাংক(ADB)
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ আন্তর্জাতিক উন্নয়ন সমিতি (IDA)
1499. দেশের প্রথম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল কোথায় স্থাপিত হয়েছে?
- ক. মোংলা
- খ. মহেশখালী
- গ. সোনাদিয়া
- ঘ. চট্টগ্রাম
উত্তরঃ মহেশখালী
1500. সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ দ্বারা ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে?
- ক. ১২ নং
- খ. ২৩ নং
- গ. ৪১ নং
- ঘ. ৪৩ নং
উত্তরঃ ৪১ নং
-
MD. LIPON ISLAM - 1 year ago
Pdf akare paoa jabe ki..