বাংলাদেশ বিষয়াবলি

1326. Zohur Ahmed Chowdhury Stadium is located in -

  • ক. Bogura
  • খ. Chattogram
  • গ. Fatullah
  • ঘ. Khulna

উত্তরঃ Chattogram

বিস্তারিত

1327. How many Economic Zones will Bangladesh have by 2030?

  • ক. 75
  • খ. 100
  • গ. 250
  • ঘ. 500

উত্তরঃ 100

বিস্তারিত

1328. বর্তমান বিশ্বে বাংলা ভাষার অবস্থান কততম?

  • ক. ৬ষ্ঠ
  • খ. ৭ম
  • গ. ৮ম
  • ঘ. ৯ম

উত্তরঃ ৬ষ্ঠ

বিস্তারিত

1329. দেশের কৃষিভিত্তিক ইপিজেড কোথায় অবস্থিত?

  • ক. ঢাকা
  • খ. বরিশাল
  • গ. চট্টগ্রাম
  • ঘ. নীলফামারী

উত্তরঃ নীলফামারী

বিস্তারিত

1330. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবসে কোন দিবস উদযাপিত হয়?

  • ক. প্রবীণ দিবস
  • খ. জাতীয় শিশু দিবস
  • গ. মানবাধিকার দিবস
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ জাতীয় শিশু দিবস

বিস্তারিত

1332. ‘আগরতলা ষড়যন্ত্র মামলা’ প্রত্যাহার করা হয় - ১৯৬৯ তারিখে।

  • ক. ২২ ফেব্রুয়ারি
  • খ. ২২ মার্চ
  • গ. ২৩ ফেব্রুয়ারি
  • ঘ. ২৩ মার্চ

উত্তরঃ ২২ ফেব্রুয়ারি

বিস্তারিত

1333. কোন জেলায় ‘খাসিয়া নৃ-গোষ্ঠী’ বাস করে?

  • ক. খাগড়াছড়ি
  • খ. সিলেট
  • গ. রাঙামাটি
  • ঘ. ময়মনসিংহ

উত্তরঃ সিলেট

বিস্তারিত

1334. ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠিত হয় কোন সালে?

  • ক. ১৯৪৭
  • খ. ১৯৪৮
  • গ. ১৯৪৯
  • ঘ. ১৯৫২

উত্তরঃ ১৯৪৭

বিস্তারিত

1335. ‘জাগ্রত চৌরঙ্গী’ ভাস্কর্যটি কোন জেলায় অবস্থিত?

  • ক. ঢাকা
  • খ. রাজশাহী
  • গ. খুলনা
  • ঘ. গাজীপুর

উত্তরঃ গাজীপুর

বিস্তারিত

1336. বাংলাদেশের সংবিধানের কোন ভাগে নাগরিকদের মৌলিক অধিকারের কথা বলা হয়েছে?

  • ক. প্রথম ভাগ
  • খ. দ্বিতীয় ভাগ
  • গ. তৃতীয় ভাগ
  • ঘ. চতুর্থ ভাগ

উত্তরঃ তৃতীয় ভাগ

বিস্তারিত

1337. বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কী?

  • ক. সৈয়দ নজরুল ইসলাম
  • খ. তাজউদ্দীন আহমদ
  • গ. এম. মনসুর আলী
  • ঘ. এ.এইচ.এম. কামরুজ্জামান

উত্তরঃ তাজউদ্দীন আহমদ

বিস্তারিত

1339. ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?

  • ক. ১৯১১ সালে
  • খ. ১৯১৮ সালে
  • গ. ১৯২১ সালে
  • ঘ. ১৯২৪ সালে

উত্তরঃ ১৯২১ সালে

বিস্তারিত

1340. বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি?

  • ক. ভারত
  • খ. ভুটান
  • গ. রাশিয়া
  • ঘ. নেপাল

উত্তরঃ ভুটান

বিস্তারিত

1341. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?

  • ক. এফ. আর. খান
  • খ. লুই কান
  • গ. সৈয়দ মাইনুল হোসেন
  • ঘ. কামরুল হাসান

উত্তরঃ সৈয়দ মাইনুল হোসেন

বিস্তারিত

1342. বঙ্গবন্ধু স্বদেশ প্রব্যাবর্তন দিবস কোনটি?

  • ক. ১০ জানুয়ারি ১৯৭২
  • খ. ৭ জানুয়ারি ১৯৭২
  • গ. ৮ জানুয়ারি ১৯৭২
  • ঘ. ৯ জানুয়ারি ১৯৭২

উত্তরঃ ১০ জানুয়ারি ১৯৭২

বিস্তারিত

1343. বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির পদের মেয়াদ কত বছর?

  • ক. ৫ বছর
  • খ. ৪ বছর
  • গ. ৩ বছর
  • ঘ. ৬ বছর

উত্তরঃ ৫ বছর

বিস্তারিত

1344. কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকাকে কি বলা হয়?

  • ক. ভেঙ্গি ভেলি
  • খ. সাঙ্গু ভেলি
  • গ. হালদা ভেলি
  • ঘ. সাজেক ভেলি

উত্তরঃ ভেঙ্গি ভেলি

বিস্তারিত

1345. মুক্তিযুদ্ধের মোট সাব সেক্টর কতটি ছিল?

  • ক. ১১টি
  • খ. ৫৪টি
  • গ. ৬৪টি
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ ৬৪টি

বিস্তারিত

1346. ‘বাংলাদেশ কথা কয়’ বইটির লেখক কে?

  • ক. শামসুল হুদা চৌধুরী
  • খ. অ্যান্থনি মাসকারেনহাস
  • গ. আব্দুল মোমেন
  • ঘ. আব্দুল গাফফার চৌধুরী

উত্তরঃ আব্দুল গাফফার চৌধুরী

বিস্তারিত

1347. গণপরিষদে বাংলাদেশের সংবিধান কবে গৃহীত হয়?

  • ক. ১২ অক্টোবর ১৯৭২
  • খ. ৪ নভেম্বর ১৯৭২
  • গ. ১৪ ডিসেম্বর ১৯৭২
  • ঘ. কোনোটিই নয়

উত্তরঃ ৪ নভেম্বর ১৯৭২

বিস্তারিত

1348. মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে কার সুপারিশ আবশ্যক হয়?

  • ক. মাননীয় প্রধানমন্ত্রী
  • খ. এটর্নি জেনারেল
  • গ. আইনমন্ত্রী
  • ঘ. কারোরই নয়

উত্তরঃ কারোরই নয়

বিস্তারিত

1349. বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী কোনটি?

  • ক. যমুনা
  • খ. হাড়িয়াভাঙ্গা
  • গ. নাফ
  • ঘ. হালদা

উত্তরঃ হাড়িয়াভাঙ্গা

বিস্তারিত

1350. বাংলাদেশের প্রথম বর্জ্য বিদ্যুৎকেন্দ্র হবে কোন জেলায়?

  • ক. কুমিল্লা
  • খ. চট্টগ্রাম
  • গ. খুলনা
  • ঘ. ব্রাহ্মণবাড়িয়া

উত্তরঃ চট্টগ্রাম

বিস্তারিত

  • avatar
    MD. LIPON ISLAM - 1 year ago
    Pdf akare paoa jabe ki..

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects