বাংলাদেশ বিষয়াবলি
1276. বাংলাদেশের জাতীয় দিবস কোনটি?
- ক. ২১ ফেব্রুয়ারি
- খ. ২৬ মার্চ
- গ. ২১ নভেম্বর
- ঘ. ১৬ ডিসেম্বর
উত্তরঃ ২৬ মার্চ
1277. খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে?
- ক. পার্বত্য চট্টগ্রাম
- খ. ময়মনসিংহ
- গ. নেত্রকোনা
- ঘ. সিলেট
উত্তরঃ সিলেট
1278. বাংলাদেশের সর্ববৃহৎ জেলা কোনটি?
- ক. বান্দরবান
- খ. রাঙ্গামাটি
- গ. ময়মনসিংহ
- ঘ. কুমিল্লা
উত্তরঃ রাঙ্গামাটি
1279. বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত?
- ক. দক্ষিণ - পূর্ব এশিয়া
- খ. দক্ষিণ এশিয়া
- গ. মধ্য এশিয়া
- ঘ. দক্ষিণ - দক্ষিণ পূর্ব এশিয়া
উত্তরঃ দক্ষিণ এশিয়া
1280. বাংলাদেশের নদী গবেষণা ইসস্টিটিউট কোথায়?
- ক. ফরিদপুর
- খ. চাঁদপুর
- গ. চট্টগ্রাম
- ঘ. নারায়ণগঞ্জ
উত্তরঃ ফরিদপুর
1281. সার্কভুক্ত কোন দেশের দূতাবাস বাংলাদেশে নেই?
- ক. মালদ্বীপ
- খ. নেপাল
- গ. শ্রীলংকা
- ঘ. ভুটান
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
1282. বর্তমান সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয়েছে কিসের বিরুদ্ধে?
- ক. সন্ত্রাস ও জঙ্গিবাদ
- খ. সন্ত্রানবাদ
- গ. ধর্মীয় উগ্রবাদ
- ঘ. সাম্প্রদায়িক দাঙ্গা বাদ
উত্তরঃ সন্ত্রাস ও জঙ্গিবাদ
1283. শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনা বাধ্যতামূলক করা হয়েছে কোন চেতনায়?
- ক. শৃংখলা উন্নতিকল্পে
- খ. দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায়
- গ. দেশাত্ববোধ সৃষ্টির লক্ষ্যে
- ঘ. সু-নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে
উত্তরঃ দেশাত্ববোধ সৃষ্টির লক্ষ্যে
1284. সম্প্রতি কোন স্থানকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে নির্ধারণ করা হয়েছে?
- ক. ইলোরা - অজন্তা, ভারত
- খ. মহাস্থানগড়, বাংলাদেশ
- গ. মহেঞ্জদারো - হরপ্পো, ভারত
- ঘ. কোনোটি নয়
উত্তরঃ মহাস্থানগড়, বাংলাদেশ
1285. বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে কোন দেশ?
- ক. লাইবেরিয়া
- খ. পশ্চিমবঙ্গ
- গ. সিয়েরা লিওন
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ সিয়েরা লিওন
1287. সম্প্রতি বাংলাদেশের কোন অনুষ্ঠানটি জাতিসংঘের ইউনেসকো সংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়?
- ক. রথ যাত্রা
- খ. একুশের বই মেলা
- গ. একুশের প্রভাত ফেরী
- ঘ. মঙ্গল শোভাযাত্রা
উত্তরঃ মঙ্গল শোভাযাত্রা
1288. নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত হবে?
- ক. ৫.৫ কিমি
- খ. ৬.১৫ কিমি
- গ. ৬.২ কিমি
- ঘ. ৬.৫ কিমি
উত্তরঃ ৬.১৫ কিমি
1291. বাংলাদেশের কোন ব্যাংকে সর্বপ্রথম কম্পিউটার স্থাপন করে?
- ক. সোনালী ব্যাংক
- খ. রূপালি ব্যাংক
- গ. ইউনাইটেড ব্যাংক
- ঘ. জনতা ব্যাংক
উত্তরঃ ইউনাইটেড ব্যাংক
1293. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শৈশবে কোন বিদ্যালয়ে তাঁর পাঠ শুরু করেন?
- ক. গোপালগঞ্জ প্রাথমিত বিদ্যালয়
- খ. শ্রীরামকান্দি প্রাথমিত বিদ্যালয়
- গ. টুঙ্গিপাড়া প্রাথমিত বিদ্যালয়
- ঘ. গিমাডাঙ্গা প্রাথমিত বিদ্যালয়
উত্তরঃ গিমাডাঙ্গা প্রাথমিত বিদ্যালয়
1294. বাংলাদেশের কোন জেলায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের স্মরণে কমনওয়েলথ যুদ্ধ সমাধি আছে?
- ক. কুমিল্লায়
- খ. খুলনায়
- গ. রাজশাহীতে
- ঘ. রংপুরে
উত্তরঃ কুমিল্লায়
1295. বাংলাদেশের কোন জেলায় ফল গবেষণা ইনস্টিটিউট আছে?
- ক. রাজশাহী
- খ. বগুড়া
- গ. রংপুর
- ঘ. দিনাজপুর
উত্তরঃ রাজশাহী
1296. বাংলাদেশের প্রথম কম্পিউটার বর্তমানে কোথায় সংরক্ষিত আছে?
- ক. ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- খ. বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে
- গ. জাতীয় যাদুঘরে
- ঘ. জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরে
উত্তরঃ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরে
1297. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় গঠিত প্রবাসী সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?
- ক. সৈয়দ নজরুল ইসলাম
- খ. তাজউদ্দিন আহমদ
- গ. মোঃ কামরুজ্জামান
- ঘ. ক্যাপ্টেন এম মনসুর আলী
উত্তরঃ ক্যাপ্টেন এম মনসুর আলী
1298. ‘গাবখান চ্যানেল’ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
- ক. কুড়িগ্রাম
- খ. গাইবান্ধা
- গ. পটুয়াখালী
- ঘ. ঝালকাঠী
উত্তরঃ ঝালকাঠী
1300. কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?
- ক. চলন বিল
- খ. হাকালুকি হাওয়া
- গ. সুন্দরবন
- ঘ. লাউয়াছড়া
উত্তরঃ সুন্দরবন
-
MD. LIPON ISLAM - 1 year ago
Pdf akare paoa jabe ki..