বাংলাদেশ বিষয়াবলি

1201. মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে?

  • ক. ১০ নং সেক্টর
  • খ. ১১ নং সেক্টর
  • গ. ৮ নং সেক্টর
  • ঘ. ৯ নং সেক্টর

উত্তরঃ ১০ নং সেক্টর

বিস্তারিত

1202. পলাশির যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল?

  • ক. জুন ২২, ১৭৫৭
  • খ. জুন ২৪, ১৭৫৭
  • গ. জুন ২৩, ১৭৫৭
  • ঘ. জুন ২৫, ১৭৫৭

উত্তরঃ জুন ২৩, ১৭৫৭

বিস্তারিত

1203. জাতিসংঘের 'Champion of the Earth' খেতাবপ্রাপ্ত কে?

  • ক. হিলারি ক্লীন্টন
  • খ. থেরেসা মে
  • গ. এঞ্জেলা মার্কেল
  • ঘ. শেখ হাসিনা

উত্তরঃ শেখ হাসিনা

বিস্তারিত

1204. বাংলাদেশের জিডিপিতে (GDP) কৃষি খাতের (ফসল, বন, প্রাণিসম্পদ, মৎস্যসহ) অবদান কত শতাংশ?

  • ক. ১৪.৭৯ শতাংশ
  • খ. ১৬ শতাংশ
  • গ. ১২ শতাংশ
  • ঘ. ১৮ শতাংশ

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

1205. বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে?

  • ক. ১৯১১ সালে
  • খ. ১৯১২ সালে
  • গ. ১৯০৮ সালে
  • ঘ. ১৯০৯ সালে

উত্তরঃ ১৯১১ সালে

বিস্তারিত

1206. বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে?

  • ক. রাষ্ট্রপতি
  • খ. জাতীয় সংসদ
  • গ. প্রধানমন্ত্রী
  • ঘ. স্পীকার

উত্তরঃ রাষ্ট্রপতি

বিস্তারিত

1207. কোন বিদেশী পত্রিকা বঙ্গবন্ধুকে ‘রাজনীতির কবি’ (Poet of Politics) উপাধি দিয়েছিলেন?

  • ক. নিউজ উইরুস (উইকস)
  • খ. দি ইকনমিস্ট
  • গ. টাইম
  • ঘ. গার্ডিয়ান

উত্তরঃ নিউজ উইরুস (উইকস)

বিস্তারিত

1208. বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল আছে?

  • ক. ৭টি
  • খ. ৮টি
  • গ. ৫টি
  • ঘ. ৬টি

উত্তরঃ ৭টি

বিস্তারিত

1209. বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার ন্যূনতম বয়স কত?

  • ক. ৩৫ বছর
  • খ. ২৫ বছর
  • গ. ২০ বছর
  • ঘ. ৩০ বছর

উত্তরঃ ২৫ বছর

বিস্তারিত

1210. নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে?

  • ক. অনুচ্ছেদ ২৩
  • খ. অনুচ্ছেদ ২৪
  • গ. অনুচ্ছেদ ২১
  • ঘ. অনুচ্ছেদ ২২

উত্তরঃ অনুচ্ছেদ ২২

বিস্তারিত

1211. বাংলাদেশের ২০১৮-১৯ অর্থবছরে বাজেটে জিডিপির প্রক্ষেপিত প্রবৃদ্ধির হার কত?

  • ক. ৭.৮০ শতাংশ
  • খ. ৮.০০ শতাংশ
  • গ. ৭.২৮ শতাংশ
  • ঘ. ৭.৬৫ শতাংশ

উত্তরঃ ৭.৮০ শতাংশ

বিস্তারিত

1212. প্রতাপ আদিত্য কে ছিলেন?

  • ক. বাংলার বারো ভুঁইঞাদের একজন
  • খ. রাজপুত রাজা
  • গ. বাংলার শাসক
  • ঘ. মোগল সেনাপতি

উত্তরঃ বাংলার বারো ভুঁইঞাদের একজন

বিস্তারিত

1213. শিশুমৃত্যুর হার - হ্রাসে সাফল্যের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি অ্যাওয়ার্ড অর্জন করেছেন?

  • ক. সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি
  • খ. Planet 50-50
  • গ. এমডিজি এ্যাওয়ার্ড ২০১০
  • ঘ. জাতিসংঘ শান্তি পুরস্কার

উত্তরঃ এমডিজি এ্যাওয়ার্ড ২০১০

বিস্তারিত

1214. আলাউদ্দিন হোসেন শাহ কখন বৃহত্তর বাংলা শাসন করেন?

  • ক. ১৪৯৮ - ১৫১৬ খৃষ্টাব্দ
  • খ. ১৪৯৮ - ১৫১৭ খৃষ্টাব্দ
  • গ. ১৪৯৮ - ১৫১৮ খৃষ্টাব্দ
  • ঘ. ১৪৯৮ - ১৫১৯ খৃষ্টাব্দ

উত্তরঃ ১৪৯৮ - ১৫১৯ খৃষ্টাব্দ

বিস্তারিত

1215. প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে?

  • ক. অশোক মৌর্য
  • খ. চন্দ্রগুপ্ত মৌর্য
  • গ. সমুদ্র গুপ্ত
  • ঘ. এর কোনটিই না

উত্তরঃ চন্দ্রগুপ্ত মৌর্য

বিস্তারিত

1216. ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলেন -

  • ক. পর্তুগীজরা
  • খ. ইংরেজরা
  • গ. ওলন্দাজরা
  • ঘ. ফরাসিরা

উত্তরঃ পর্তুগীজরা

বিস্তারিত

1217. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে কোন দেশ বাংলাদেশের পক্ষে ‘ভোটো’ প্রদান করেছিল?

  • ক. যুক্তরাজ্য
  • খ. ফ্রান্স
  • গ. যুক্তরাষ্ট্র
  • ঘ. সোভিয়েত ইউনিয়ন

উত্তরঃ সোভিয়েত ইউনিয়ন

বিস্তারিত

1218. বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছিল?

  • ক. চতুর্থ তফসিল
  • খ. পঞ্চম তফসিল
  • গ. ষষ্ঠ তফসিল
  • ঘ. সপ্তম তফসিল

উত্তরঃ পঞ্চম তফসিল

বিস্তারিত

1219. ‘বঙ্গভঙ্গ’ কালে ভারতের ভাইসরয় কে ছিলেন?

  • ক. লর্ড কার্জন
  • খ. লর্ড ওয়াভেল
  • গ. লর্ড মাউন্ট ব্যাটেন
  • ঘ. লর্ড লিনলিথগো

উত্তরঃ লর্ড কার্জন

বিস্তারিত

1220. বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?

  • ক. সিলেটের বনভূমি
  • খ. পার্বত্য বনভূমি
  • গ. ভাওয়াল ও মধুপুরের বনভূমি
  • ঘ. খুলনা, বরিশাল ও পটুয়াখালীর বনভূমি

উত্তরঃ ভাওয়াল ও মধুপুরের বনভূমি

বিস্তারিত

1221. বাংলাদেশে সবচেয়ে বেশী পাট উৎপন্দ হয় কোন জেলায়?

  • ক. ফরিদপুর
  • খ. রংপুর
  • গ. জামালপুর
  • ঘ. শেরপুর

উত্তরঃ ফরিদপুর

বিস্তারিত

1222. বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ -

  • ক. ২ কোটি ৪০ লক্ষ একর
  • খ. ২ কোটি ৫০ লক্ষ একর
  • গ. ২ কোটি ২৫ লক্ষ একর
  • ঘ. ২ কোটি ২১ লক্ষ একর

উত্তরঃ ২ কোটি ৪০ লক্ষ একর

বিস্তারিত

1223. ‘গারো উপজাতি’ কোন জেলায় বাস করে?

  • ক. পার্বত্য চট্টগ্রাম
  • খ. সিলেট
  • গ. ময়মনসিংহ
  • ঘ. টাঙ্গাইল

উত্তরঃ ময়মনসিংহ

বিস্তারিত

1224. ২০১৮ সালে বাংলাদেশের Per capita GDP কত?

  • ক. $ ১,৭৫০ মার্কিন ডলার
  • খ. $ ১,৭৫১ মার্কিন ডলার
  • গ. $ ১,৭৫২ মার্কিন ডলার
  • ঘ. $ ১,৭৫৩ মার্কিন ডলার

উত্তরঃ $ ১,৭৫১ মার্কিন ডলার

বিস্তারিত

1225. বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় -

  • ক. ১৯৭২ সালে
  • খ. ১৯৭৩ সালে
  • গ. ১৯৭৪ সালে
  • ঘ. ১৯৭৫ সালে

উত্তরঃ ১৯৭৪ সালে

বিস্তারিত

  • avatar
    MD. LIPON ISLAM - 1 year ago
    Pdf akare paoa jabe ki..

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects