বাংলাদেশ বিষয়াবলি

1151. বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় কোনটি?

  • ক. ১৯৮০ - ১৯৮৫
  • খ. ১৯৯৭ - ২০০২
  • গ. ১৯৭৩ - ১৯৭৮
  • ঘ. ১৯৯০ - ১৯৯৫

উত্তরঃ ১৯৭৩ - ১৯৭৮

বিস্তারিত

1152. মুজিবনগর কোন জেলায় অবস্থিত?

  • ক. কুষ্টিয়া
  • খ. চুয়াডাঙ্গা
  • গ. মেহেরপুর
  • ঘ. ঠাকুরগাঁও

উত্তরঃ মেহেরপুর

বিস্তারিত

1153. বয়লার অথবা কেটলির তলায় কিসের স্তর পড়ে?

  • ক. সোডিয়াম সালফেট
  • খ. সোডিয়াম কার্বনেট
  • গ. ক্যালসিয়াম কার্বনেট
  • ঘ. ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড

উত্তরঃ ক্যালসিয়াম কার্বনেট

বিস্তারিত

1154. ‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা’ - কে লিখেছেন গানটি?

  • ক. আবু হেনা মোস্তফা কামাল
  • খ. গাজী মাযহারুল আনোয়ার
  • গ. মোহাম্মদ মনিরুজ্জামান
  • ঘ. গোবিন্দ হালদার

উত্তরঃ গোবিন্দ হালদার

বিস্তারিত

1155. প্রথম বাংলাদেশি এভারেস্ট বিজয়ী কে?

  • ক. ব্রজেন দাস
  • খ. ওয়াসফিয়া নাজনীন
  • গ. মুসা ইব্রাহিম
  • ঘ. শেরপা তেনজিং

উত্তরঃ মুসা ইব্রাহিম

বিস্তারিত

1156. সতীদাহ প্রথা বিলোপ সাধন করেন কে এবং কত সালে?

  • ক. লর্ড কর্নওয়ালিস ১৮১৯
  • খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮২৯
  • গ. রাজা রামমোহন রায় ১৮২৯
  • ঘ. লর্ড বেন্টিংক ১৮২৯

উত্তরঃ লর্ড বেন্টিংক ১৮২৯

বিস্তারিত

1157. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ কোথায় সমাহিত করা হয়?

  • ক. আজিমপুর কবরস্থানে
  • খ. শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে
  • গ. বনানী কবরস্থানে
  • ঘ. সেনাবাহিনী কবরস্থানে

উত্তরঃ শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে

বিস্তারিত

1158. ‘ম্যাডোনা-৪৩’ কি?

  • ক. দুর্ভিক্ষ চিত্রমালা
  • খ. মডেল ম্যাডোনার ৪৩ বছর বয়সের তৈলচিত্র
  • গ. অস্কার জয়ী ফিল্ম
  • ঘ. কামরুল হাসানের চিত্রকর্ম

উত্তরঃ দুর্ভিক্ষ চিত্রমালা

বিস্তারিত

1159. আওয়ামী লীগের ঐতিহাসিক ছয় দফার প্রথম দফা -

  • ক. প্রাদেশিক স্বায়ত্তশাসন
  • খ. রাষ্ট্রভাষা বাংলা
  • গ. ধর্মনিরপেক্ষতা
  • ঘ. স্বতন্ত্র মুদ্রা ব্যবস্থা চালু

উত্তরঃ প্রাদেশিক স্বায়ত্তশাসন

বিস্তারিত

1160. বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয়?

  • ক. ১০ জানুয়ারি ১৯৭২
  • খ. ১৭ এপ্রিল, ১৯৭২
  • গ. ১৬ ডিসেম্বর ১৯৭২
  • ঘ. ২৬ মার্চ, ১৯৭২

উত্তরঃ ১৬ ডিসেম্বর ১৯৭২

বিস্তারিত

1161. বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে?

  • ক. কাইয়ুম চৌধুরী
  • খ. জয়নুল আবেদিন
  • গ. কামরুল হাসান
  • ঘ. আব্দুর রব

উত্তরঃ কামরুল হাসান

বিস্তারিত

1162. ‘জয় বাংলা বাংলার জয়’ গানটির গীতিকার কে?

  • ক. গোবিন্দ হালদার
  • খ. নজরুল ইসলাম বাবু
  • গ. গাজী মাযহারুল আনোয়ার
  • ঘ. আপেল মাহমুদ

উত্তরঃ গাজী মাযহারুল আনোয়ার

বিস্তারিত

1163. ক্রিপস মিশন ভারতীয় উপমহাদেশে আগমন করেন -

  • ক. ১৯৪২ সালে
  • খ. ১৯৪৩ সালে
  • গ. ১৯৪৬ সালে
  • ঘ. ১৯৩৮ সালে

উত্তরঃ ১৯৪২ সালে

বিস্তারিত

1164. অপারেশন জ্যাকপট কি?

  • ক. র‌্যাবের সন্ত্রাসী ধরার অভিযান
  • খ. নাৎসী বাহিনীর অভিযান
  • গ. ভারতীয় কমান্ডোদের কাশ্মিরে অভিযান
  • ঘ. বাংলাদেশের মুক্তিযুদ্ধে নৌ কমান্ডোদের অভিযান

উত্তরঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধে নৌ কমান্ডোদের অভিযান

বিস্তারিত

1165. ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু কয় দফ দাবি উত্থাপন করেন?

  • ক. ৪ দফা
  • খ. ৫ দফা
  • গ. ৬ দফা
  • ঘ. ৭ দফা

উত্তরঃ ৪ দফা

বিস্তারিত

1166. মাদার অফ হিউম্যানিটি কাকে বলা হয়?

  • ক. মাদার তেরেসা
  • খ. শ্রীমাভো বন্দরনায়েক
  • গ. শেখ হাসিনা
  • ঘ. ইন্দিরা গান্ধী

উত্তরঃ শেখ হাসিনা

বিস্তারিত

1167. পৃথিবীর গভীরতম স্থান ‘মারিয়ানা ট্রেঞ্চ’ এর গভীরতা -

  • ক. ১০০৩৩ মিটার
  • খ. ১১০৩৩ মিটার
  • গ. ১১১৩৩ মিটার
  • ঘ. কোনটি নয়

উত্তরঃ ১১০৩৩ মিটার

বিস্তারিত

1168. বাংলাদেশ ক্রিকেটে ওয়ানডে স্ট্যাটাস লাভ করে কত সালে?

  • ক. ১৯৯৭ সালে
  • খ. ১৯৯৮ সালে
  • গ. ১৯৯৯ সালে
  • ঘ. ২০০০ সালে

উত্তরঃ ১৯৯৭ সালে

বিস্তারিত

1169. ঐতিহাসিক ৬ দফা দাবি প্রণয়ন হয়েছিল -

  • ক. ১৯৬২ সালে
  • খ. ১৯৬৫ সালে
  • গ. ১৯৬৯ সালে
  • ঘ. ১৯৬৬ সালে

উত্তরঃ ১৯৬৬ সালে

বিস্তারিত

1172. কুমিল্লা বার্ড এর প্রতিষ্ঠাতা কে?

  • ক. আব্দুল হামিদ খান
  • খ. আকতার হামিদ খান
  • গ. আতাউর রহমান খান
  • ঘ. আইউব খান

উত্তরঃ আকতার হামিদ খান

বিস্তারিত

1173. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?

  • ক. ১৩৫ তম
  • খ. ১৩৬ তম
  • গ. ১৩৭ তম
  • ঘ. ১৩৮ তম

উত্তরঃ ১৩৬ তম

বিস্তারিত

1174. ১৯৭১ সালে বাংলাদেশের মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?

  • ক. সৈয়দ নজরুল ইসলাম
  • খ. তাজউদ্দিন আহমদ
  • গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • ঘ. ক্যাপ্টেন মনসুর আলী

উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

বিস্তারিত

1175. বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে?

  • ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • খ. মোহাম্মদ উল্লাহ
  • গ. তাজউদ্দীন আহমদ
  • ঘ. ক্যাপ্টেন মনসুর আলী

উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

বিস্তারিত

  • avatar
    MD. LIPON ISLAM - 1 year ago
    Pdf akare paoa jabe ki..

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects