বাংলাদেশ বিষয়াবলি

1126. ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

  • ক. ঢাকায়
  • খ. খুলনায়
  • গ. নারায়ণগঞ্জ
  • ঘ. চাঁদপুরে

উত্তরঃ চাঁদপুরে

বিস্তারিত

1127. বাংলাদেশের ২১ তম রাষ্ট্রপতির নির্বাচন কবে অনুষ্ঠিত হবে?

  • ক. ৫ ফেব্রুয়ারি
  • খ. ১৮ ফেব্রুয়ারি
  • গ. ২৩ ফেব্রুয়ারি
  • ঘ. ২৮ ফেব্রুয়ারি

উত্তরঃ ১৮ ফেব্রুয়ারি

বিস্তারিত

1128. বাংলাদেশে ২৭তম গ্যাস ক্ষেত্র কোথায় আবিষ্কৃত হয়েছে?

  • ক. ভোলায়
  • খ. বড় পুকুড়িয়ায়
  • গ. বিয়ানীবাজারে
  • ঘ. কুমিল্লায়

উত্তরঃ ভোলায়

বিস্তারিত

1130. ‘কান্তজীউ মন্দির’ কোন জেলায় অবস্থিত ?

  • ক. জয়পুরহাট
  • খ. কুমিল্লা
  • গ. রাঙ্গামাটি
  • ঘ. দিনাজপুর

উত্তরঃ কুমিল্লা

বিস্তারিত

1131. বাংলাদেশে স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর কোনটি?

  • ক. উপজেলা পরিষদ
  • খ. জেলা পরিষদ
  • গ. পৌরসভা
  • ঘ. ইউনিয়ন পরিষদ

উত্তরঃ ইউনিয়ন পরিষদ

বিস্তারিত

1132. বড়পুকুরিয়া কয়লা খনি কোন জেলায় অবস্থিত?

  • ক. ফরিদপুর
  • খ. সিলেট
  • গ. রংপুর
  • ঘ. দিনাজপুর

উত্তরঃ দিনাজপুর

বিস্তারিত

1133. ‘আমার ভাইয়ের রক্তে রাংগানো একুশে ফেব্রুয়ারি’ গানটির গীতিকার কে?

  • ক. আজাদ রহমান
  • খ. আবদুল গাফফার চৌধুরী
  • গ. আলতাফ মাহমুদ
  • ঘ. আবু হেনা মোস্তফা কামাল

উত্তরঃ আবদুল গাফফার চৌধুরী

বিস্তারিত

1134. বাংলাদেশের একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র কোনটি?

  • ক. গোমতী নদী
  • খ. রূপসা নদী
  • গ. হালদা নদী
  • ঘ. গড়াই নদী

উত্তরঃ হালদা নদী

বিস্তারিত

1135. বাংলাদেশে পণ্য আমদানিতে শীর্ষ দেশ কোনটি?

  • ক. ভারত
  • খ. চীন
  • গ. জাপান
  • ঘ. যুক্তরাষ্ট্র

উত্তরঃ যুক্তরাষ্ট্র

বিস্তারিত

1136. কত তারিখে বঙ্গবিভাগ রদ ঘোষণা করা হয়?

  • ক. ৫ ডিসেম্বর ১৯১১
  • খ. ১২ ডিসেম্বর ১৯১১
  • গ. ১৬ ডিসেম্বর ১৯১১
  • ঘ. ২০ ডিসেম্বর ১৯১১

উত্তরঃ ১২ ডিসেম্বর ১৯১১

বিস্তারিত

1137. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?

  • ক. জনাব এ এইচ কামরুজ্জামান
  • খ. ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী
  • গ. জনাব তাজউদ্দীন আহমেদ
  • ঘ. সৈয়দ নজরুল ইসলাম

উত্তরঃ জনাব তাজউদ্দীন আহমেদ

বিস্তারিত

1138. বাংলাদেশের অস্ত্র কারখানা কোথায় অবস্থিত?

  • ক. গাজীপুর
  • খ. কালুরঘাট
  • গ. টেকনাফ
  • ঘ. বান্দরবান

উত্তরঃ গাজীপুর

বিস্তারিত

1139. পাণিনি কে ছিলেন?

  • ক. ভাষাবিদ
  • খ. ঋকবেদবিদ
  • গ. বৈয়াকরণিক
  • ঘ. উপন্যাসিক

উত্তরঃ বৈয়াকরণিক

বিস্তারিত

1140. বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কী?

  • ক. বঙ্গভবন
  • খ. রাষ্ট্রপতি ভবন
  • গ. গণভবন
  • ঘ. উত্তরাভবন

উত্তরঃ বঙ্গভবন

বিস্তারিত

1141. কোনটি বাংলাদেশের একটি রামসার সাইট?

  • ক. হাকালুকি হাওর
  • খ. টাঙ্গুয়ার হাওর
  • গ. মারজাত বাওর
  • ঘ. সোনাদিয়া দ্বীপ

উত্তরঃ টাঙ্গুয়ার হাওর

বিস্তারিত

1143. বর্তমানে বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব কত?

  • ক. ৯৯০ জন
  • খ. ৯০০ জন
  • গ. ১০৫৩ জন
  • ঘ. ১০৬৩ জন

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

1144. বাংলাদেশের রণসংগীতের রচয়িতা কে?

  • ক. কবি জসীমউদ্দীন
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. মোহিতলাল মজুমদার
  • ঘ. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

বিস্তারিত

1145. ‘অপরাজেয় বাংলা’ কী?

  • ক. একটি বই এর নাম
  • খ. মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী ভাস্কর্য
  • গ. একটি সড়কের নাম
  • ঘ. একটি ছায়াছবির নাম

উত্তরঃ মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী ভাস্কর্য

বিস্তারিত

1146. নাসিরাবাদ কোন জেলার পূর্ব নাম?

  • ক. ময়মনসিংহ
  • খ. নরসিংদী
  • গ. ঢাকা
  • ঘ. বরিশাল

উত্তরঃ ময়মনসিংহ

বিস্তারিত

1147. বাংলাদেশের সবচেয়ে বড় নদী বন্দর কোনটি?

  • ক. নারায়ণগঞ্জ
  • খ. খুলনা
  • গ. বরিশাল
  • ঘ. চাঁদপুর

উত্তরঃ নারায়ণগঞ্জ

বিস্তারিত

1148. ‘অসমাপ্ত আত্মজীবনী’ কার রচনা?

  • ক. শেখ হাসিনা
  • খ. শেখ মুজিবুর রহমান
  • গ. হুমায়ূন আহমেদ
  • ঘ. আসাদ চৌধুরী

উত্তরঃ শেখ মুজিবুর রহমান

বিস্তারিত

1149. মহাস্থানগড় কোন জেলায়?

  • ক. কুমিল্লা
  • খ. নারায়ণগঞ্জ
  • গ. বগুড়া
  • ঘ. দিনাজপুর

উত্তরঃ বগুড়া

বিস্তারিত

1150. ‘মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি’ কে লিখেছেন?

  • ক. কাজী নজরুল ইসলাম
  • খ. আসাদ চৌধুরী
  • গ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঘ. মোহাম্মদ মনির ছামাদ

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত

  • avatar
    MD. LIPON ISLAM - 1 year ago
    Pdf akare paoa jabe ki..

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects