বাংলাদেশ বিষয়াবলি

1101. বিধবা বিবাহ আইন প্রচলনে কার অবদান ছিল?

  • ক. রাজা রামমোহন রায়
  • খ. দেবেন্দ্রনাথ ঠাকুর
  • গ. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
  • ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

বিস্তারিত

1102. বাংলাদেশের সর্ববৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?

  • ক. ভেড়ামারায়
  • খ. গোয়ালপাড়ায়
  • গ. সিদ্ধিরগঞ্জে
  • ঘ. আশুগঞ্জে

উত্তরঃ ভেড়ামারায়

বিস্তারিত

1103. সংসদীয় গণতন্ত্রে শাসন বিভাগের সকল ক্ষমতা কার কাছে ন্যস্ত থাকে?

  • ক. রাষ্ট্রপতির কাছে
  • খ. প্রধানমন্ত্রীর কাছে
  • গ. প্রধান বিচারপতির কাছে
  • ঘ. আইনমন্ত্রীর কাছে

উত্তরঃ প্রধানমন্ত্রীর কাছে

বিস্তারিত

1104. জেলহত্যা দিবস কবে?

  • ক. ৩ অক্টোবর
  • খ. ২৬ মার্চ
  • গ. ২৫ মার্চ
  • ঘ. ৩ নভেম্বর

উত্তরঃ ৩ নভেম্বর

বিস্তারিত

1105. মুক্তিযুদ্ধে বাংলাদেশে কয়টি সামরিক সেক্টর ছিল?

  • ক. ১টি
  • খ. ১৫টি
  • গ. ১২টি
  • ঘ. ১১টি

উত্তরঃ ১১টি

বিস্তারিত

1106. বাংলাদেশের ক্রিকট দলের প্রথম টেস্ট অধিনায়ক কে?

  • ক. আকরাম খান
  • খ. আমিনুল ইসলাম বুলবুল
  • গ. হাবিবুল বাশার
  • ঘ. নাইমুর রহমান দুর্জয়

উত্তরঃ নাইমুর রহমান দুর্জয়

বিস্তারিত

1107. বাংলাদেশ সংসদ ভবনের স্থপতি কে?

  • ক. পল রুডলফ
  • খ. লুই আই কান
  • গ. এফ. রহমান
  • ঘ. এফ আর খান

উত্তরঃ লুই আই কান

বিস্তারিত

1108. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেন :

  • ক. মাননীয় প্রধানমন্ত্রী
  • খ. মন্ত্রণালয়েল সচিব
  • গ. মহামান্য রাষ্ট্রপতি
  • ঘ. সশস্ত্র বাহিনীর প্রধান

উত্তরঃ মাননীয় প্রধানমন্ত্রী

বিস্তারিত

1109. বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়:

  • ক. ১৯ জুলাই
  • খ. ২১ জুলাই
  • গ. ২১ নভেম্বর
  • ঘ. ১ আগষ্ট

উত্তরঃ ২১ নভেম্বর

বিস্তারিত

1110. বাংলাদেশের মুক্তিযোদ্ধা দিবস পালিত হয়:

  • ক. ২৬ মার্চ
  • খ. ৭ মার্চ
  • গ. ১ ডিসেম্বর
  • ঘ. ১৬ ডিসেম্বর

উত্তরঃ ১ ডিসেম্বর

বিস্তারিত

1112. মুক্তিযুদ্ধে বীরাঙ্গনা উপাধিপ্রাপ্ত হন কতজন নারী?

  • ক. ১৭৫ জন
  • খ. ১৮০ জন
  • গ. ১৮৮ জন
  • ঘ. ১৯০ জন

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

1113. দেশের বৃহত্তম যুদ্ধ বিমানঘাঁটির নাম :

  • ক. বিমান বাহিনী ঘাঁটি বাশার
  • খ. বিমান বাহিনী ঘাঁটি মতিউর
  • গ. বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু
  • ঘ. বিমান বাহিনী ঘাঁটি জহুরুল

উত্তরঃ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু

বিস্তারিত

1114. চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌ বাহিনীর সাবমেরিন দুটির নাম :

  • ক. দুর্জয় ও বিজয়
  • খ. দুর্গম ও প্রত্যয়
  • গ. ওসমান ও মধুমতি
  • ঘ. নবযাত্রা ও জয়যাত্রা

উত্তরঃ নবযাত্রা ও জয়যাত্রা

বিস্তারিত

1115. দেশের সর্বশেষ আবিষ্কৃত গ্যাসক্ষেত্রটির নাম কী?

  • ক. সুজাপুর গ্যাসক্ষেত্র
  • খ. মোবারকপুর গ্যাসক্ষেত্র
  • গ. ফিরোজপুর গ্যাসক্ষেত্র
  • ঘ. আমেদপুর গ্যাসক্ষেত্র

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

1116. ঢাকা জেলা মুক্তিযুদ্ধের কততম সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?

  • ক. ১ নং সেক্টর
  • খ. ২ নং সেক্টর
  • গ. ৩ নং সেক্টর
  • ঘ. ৪ নং সেক্টর

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

1118. সেনাবাহিনীর কতজন সদস্য দ্বিতীয় সর্বোচ্চ সামরিক খেতাব ‘বীরউত্তম’ পদক প্রাপ্ত হয়েছেন?

  • ক. ৫২ জন
  • খ. ৫০ জন
  • গ. ৪৯ জন
  • ঘ. ৫১ জন

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

1119. কোন তারিখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয়?

  • ক. ১৭ মার্চ
  • খ. ২৩ মার্চ
  • গ. ১০ জানুয়ারি
  • ঘ. ২৫ জানুয়ারি

উত্তরঃ ১০ জানুয়ারি

বিস্তারিত

1120. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রথম দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কে ছিলেন?

  • ক. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • খ. ক্যাপ্টেন মনসুর আলী
  • গ. জেনারেল ওসমানী
  • ঘ. সৈয়দ নজরুল ইসলাম

উত্তরঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

বিস্তারিত

1122. হালদা ভ্যালি কোথায় অবস্থিত?

  • ক. রাঙ্গামাটি
  • খ. খাগড়াছড়ি
  • গ. বান্দরবান
  • ঘ. সন্দ্বীপ

উত্তরঃ খাগড়াছড়ি

বিস্তারিত

1123. ‘আলোকিত মানুষ চাই’ এটি কোন প্রতিষ্ঠানের স্লোগান?

  • ক. জাতীয় গ্রন্থকেন্দ্র
  • খ. বিশ্বসাহিত্য কেন্দ্র
  • গ. সুশাসনের জন্য নাগরিক
  • ঘ. পাবলিক লাইব্রেরী

উত্তরঃ বিশ্বসাহিত্য কেন্দ্র

বিস্তারিত

1125. ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে নারী-পুরুষের অনুপাত -

  • ক. ১০০ : ১০৬
  • খ. ১০০ : ১০০.৬
  • গ. ১০০ : ১০০.৩
  • ঘ. ১০০ : ১০০০

উত্তরঃ ১০০ : ১০০.৩

বিস্তারিত

  • avatar
    MD. LIPON ISLAM - 1 year ago
    Pdf akare paoa jabe ki..

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects