বাংলাদেশ বিষয়াবলি
1176. মহান মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি ব্যক্তি ওডারল্যান্ড কোন দেশের নাগরিক?
- ক. ইতালি
- খ. নেদারল্যান্ড
- গ. যুক্তরাষ্ট্র
- ঘ. সুইজারল্যান্ড
উত্তরঃ নেদারল্যান্ড
1177. মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে কয়টি ফোর্স গঠিত হয়েছিল?
- ক. ২টি
- খ. ৩টি
- গ. ৪টি
- ঘ. ৫টি
উত্তরঃ ৩টি
1178. বাংলাদেশের বীরত্বসূচক উপাধিগুলোর মধ্যে মর্যাদার দিক থেকে কোনটি দ্বিতীয়?
- ক. বীর - বিক্রম
- খ. বীরশ্রেষ্ঠ
- গ. বীর - উত্তম
- ঘ. বীর - প্রতীক
উত্তরঃ বীর - উত্তম
1179. পরী বিবি কে ছিলেন?
- ক. আওরঙ্গজেবের কন্যা
- খ. শায়েস্তা খানের কন্যা
- গ. মুর্শিদকুলি খানের স্ত্রী
- ঘ. শাহজাহানের কন্যা
উত্তরঃ শায়েস্তা খানের কন্যা
1180. মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে ছিলেন?
- ক. নুরুল আমিন
- খ. অধ্যাপক আবদুল মতিন চৌধুরী
- গ. বিচারপতি আবু সাঈদ চৌধুরী
- ঘ. অধ্যাপক ফজলুল হালিম চৌধুরী
উত্তরঃ বিচারপতি আবু সাঈদ চৌধুরী
1181. বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধণ করা হয়েছে?
- ক. ১৪ বার
- খ. ১৭ বার
- গ. ১৬ বার
- ঘ. ১৩ বার
উত্তরঃ ১৭ বার
1182. দুবলার চর কোথায় অবস্থিত?
- ক. ভোলার মনপুরায়
- খ. রামগতি উপজেলার দক্ষিণে
- গ. সুন্দরবনে দক্ষিণ উপকূলে
- ঘ. কুয়াকাটার দক্ষিণে
উত্তরঃ সুন্দরবনে দক্ষিণ উপকূলে
1183. কোন জেলায় সবচেয়ে বেশী চা বাগান রয়েছে?
- ক. পঞ্চগড়
- খ. সিলেট
- গ. হবিগঞ্জ
- ঘ. মৌলভীবাজার
উত্তরঃ মৌলভীবাজার
1184. জাতীয় তথ্য বাতায়ন ওয়েব পোর্টাল কবে উদ্বোধন করা হয়?
- ক. ২৬ মার্চ, ২০১৪
- খ. ২৩ জুন, ২০১৪
- গ. ১৬ ডিসেম্বর, ২০১৫
- ঘ. ২৩ জুন, ২০১৫
উত্তরঃ ২৩ জুন, ২০১৪
1185. বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রের নাম -
- ক. ভয়েস অব লিবার্টি
- খ. দ্যা স্পিচ
- গ. ওরা ১১ জন
- ঘ. স্টপ জেনোসাইড
উত্তরঃ দ্যা স্পিচ
1186. জাতিসংঘের কততম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দিয়েছিলেন?
- ক. ২৯ তম
- খ. ১৯ তম
- গ. ২৯ তম
- ঘ. ৩১ তম
উত্তরঃ ২৯ তম
1187. ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন, তাদের একজনের নাম উল্লেখ করুন।
- ক. ইকবাল
- খ. আসাদ
- গ. সালাম
- ঘ. নুরহোসেন
উত্তরঃ সালাম
1189. বাংলা সন প্রবর্তন করেন -
- ক. সম্রাট বাবর
- খ. সম্রাট জাহাঙ্গীর
- গ. সম্রাট আকবর
- ঘ. সম্রাট শাহজাহান
উত্তরঃ সম্রাট আকবর
1191. ATM এর পূর্ণরূপ কী?
- ক. Auto Timing Machine
- খ. Automatic Taller Machine
- গ. Auto Touch Mobile
- ঘ. Automatic Talking Mobile
উত্তরঃ Automatic Taller Machine
1192. ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি’ - গানটির রচয়িতা কে?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. জসীমউদদীন
- গ. সত্যেন্দ্রনাথ দত্ত
- ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
1193. মারমা উপজাতির পারিবারিক কাঠামো -
- ক. মাতৃতান্ত্রিক
- খ. ভাতৃতান্ত্রিক
- গ. পিতৃতান্ত্রিক
- ঘ. ভগ্নিতান্ত্রিক
উত্তরঃ পিতৃতান্ত্রিক
1194. ১৯২১ সালে প্রতিষ্ঠিত হয় -
- ক. ঢাকা বিশ্ববিদ্যালয়
- খ. ঢাকা মেডিকেল কলেজ
- গ. ঢাকা কলেজ
- ঘ. জগন্নাথ কলেজ
উত্তরঃ ঢাকা বিশ্ববিদ্যালয়
1195. ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে কোন সংস্থা?
- ক. UNICEF
- খ. UNDP
- গ. UNESCO
- ঘ. UNHCR
উত্তরঃ UNESCO
- ক. আবদুর রশিদ তর্কবাগীশ
- খ. মহিউদ্দীন আহমদ
- গ. মওলানা ভাসানী
- ঘ. খান সাহেব ওসমান আলী
উত্তরঃ মহিউদ্দীন আহমদ
1197. এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) এর সদর দপ্তর কোন শহরে?
- ক. ঢাকা
- খ. ব্যাংকক
- গ. ম্যানিলা
- ঘ. নয়াদিল্লি
উত্তরঃ ম্যানিলা
1198. বরেন্দ্র অঞ্চল বলতে বর্তমানে কোন অঞ্চল বোঝায়?
- ক. দিনাজপুর
- খ. রাজশাহী
- গ. পাবনা
- ঘ. বরিশাল
উত্তরঃ রাজশাহী
1199. মুজিবনগর সরকার কখন গঠিত হয়?
- ক. ১২ই এপ্রিল, ১৯৭১
- খ. ১০ই এপ্রিল, ১৯৭১
- গ. ১৪ই এপ্রিল, ১৯৭১
- ঘ. ১৭ই এপ্রিল, ১৯৭১
উত্তরঃ ১০ই এপ্রিল, ১৯৭১
1200. বাংলাদেশের ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য কত বরাদ্দ আছে?
- ক. ১,৭২,০০০ কোটি টাকা
- খ. ১,৭৩,০০০ কোটি টাকা
- গ. ১,৭০,০০০ কোটি টাকা
- ঘ. ১,৭১,০০০ কোটি টাকা
উত্তরঃ ১,৭৩,০০০ কোটি টাকা
-
MD. LIPON ISLAM - 1 year ago
Pdf akare paoa jabe ki..