বাংলাদেশ বিষয়াবলি
1226. ২০১৮ সালে বাংলাদেশের GDP তে শিল্প খাতের অবদান কত শতাংশ ছিল?
- ক. ২৯.৬৬%
- খ. ৩০.৬৬%
- গ. ৩২.৬৬%
- ঘ. ৩৩.৬৬%
উত্তরঃ ৩৩.৬৬%
1227. ২০১৮ - ১৯ অর্থ বছরে রপ্তানি প্রণোদন্য রাখা হয়েছে -
- ক. সাড়ে ৪ হাজার কোটি টাকা
- খ. সাড়ে ৫ হাজার কোটি টাকা
- গ. সাড়ে ৩ হাজার কোটি টাকা
- ঘ. সাড়ে ৬ হাজার কোটি টাকা
উত্তরঃ সাড়ে ৪ হাজার কোটি টাকা
1228. বাংলাদেশে প্রথম ভ্যাট (VAT) চালু হয় -
- ক. ১৯৯১ সালে
- খ. ১৯৭৩ সালে
- গ. ১৯৮৬ সালে
- ঘ. ১৯৯৬ সালে
উত্তরঃ ১৯৯১ সালে
1229. স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে?
- ক. চতুর্থ
- খ. পঞ্চম
- গ. ষষ্ঠ
- ঘ. সপ্তম
উত্তরঃ সপ্তম
1230. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় -
- ক. ১৭ এপ্রিল, ১৯৭১
- খ. ১৬ ডিসেম্বর, ১৯৭২
- গ. ৭ মার্চ, ১৯৭২
- ঘ. ২৬ মার্চ, ১৯৭২
উত্তরঃ ১৬ ডিসেম্বর, ১৯৭২
1231. সংবিধানের কোন অনুচ্ছেদে “সরকারি কর্ম কমিশন’” (PSC) গঠনের উল্লেখ আছে?
- ক. ১৩৭ নং অনুচ্ছেদে
- খ. ১৩৫ নং অনুচ্ছেদে
- গ. ১৩৮ নং অনুচ্ছেদে
- ঘ. ১৩৪ নং অনুচ্ছেদে
উত্তরঃ ১৩৭ নং অনুচ্ছেদে
1232. আওয়ামী লীগের ৬ - দফা পেশ করা হয়েছিল -
- ক. ১৯৬৬ সালে
- খ. ১৯৬৭ সালে
- গ. ১৯৬৮ সালে
- ঘ. ১৯৬৯ সালে
উত্তরঃ ১৯৬৬ সালে
1233. বঙ্গবন্ধুসহ আগরতল ষড়যন্ত্র মামলায় মোট আসামী সংখ্যা ছিল কত জন?
- ক. ৩৪ জন
- খ. ৩৫ জন
- গ. ৩৬ জন
- ঘ. ৩২ জন
উত্তরঃ ৩৫ জন
1234. বাংলাদেশ জাতিসংঘের -
- ক. ১৪৬ তম সদস্য
- খ. ১৩৬ তম সদস্য
- গ. ১২৬ তম সদস্য
- ঘ. ১১৬ তম সদস্য
উত্তরঃ ১৩৬ তম সদস্য
1235. বাংলাদেশে প্রথম জাতীয় সংসদের নির্বাচন হয় -
- ক. ৭ ফেব্রুয়ারি, ১৯৭৩
- খ. ৭ জানুয়ারি, ১৯৭৩
- গ. ৭ মার্চ, ১৯৭৩
- ঘ. ৭ এপ্রিল, ১৯৭৩
উত্তরঃ ৭ মার্চ, ১৯৭৩
1236. 'Let there be light' - বিখ্যাত ছবিটি পরিচালনা করেন -
- ক. আমজাদ হোসেন
- খ. জহির রায়হান
- গ. খান আতাউর রহমান
- ঘ. শেখ নিয়ামত আলী
উত্তরঃ জহির রায়হান
1237. নীচের কোন সংস্থাটির সচিবালয় বাংলাদেশে অবস্থিত?
- ক. BIMSTEC
- খ. CICA
- গ. IORA
- ঘ. SAARC
উত্তরঃ BIMSTEC
1239. বাংলাদেশের লাউয়াছড়া জাতীয় উদ্যান কী ধরনের বনভূমি?
- ক. ক্রান্তীয় চিরহরিৎ, আধা-চিরহরিৎ জাতীয়
- খ. ক্রান্তীয় আর্দ্র পত্র পতনশীল জাতীয়
- গ. পত্র পতনশীল জাতীয়
- ঘ. ম্যানগ্রোভ জাতীয়
উত্তরঃ ক্রান্তীয় চিরহরিৎ, আধা-চিরহরিৎ জাতীয়
1240. কোন কোন দেশের সাথে বাংলাদেশের সীমান্ত আছে?
- ক. ভারত ও মায়ানমার
- খ. ভারত ও ভুটান
- গ. ভারত ও পাকিস্তান
- ঘ. ভারত ও নেপাল
উত্তরঃ ভারত ও মায়ানমার
1241. শহীদ বুদ্ধিজীবী দিবস কবে?
- ক. ২১ জানুয়ারি
- খ. ১৪ ডিসেম্বর
- গ. ১০ জানুয়ারি
- ঘ. ৭ মার্চ
উত্তরঃ ১৪ ডিসেম্বর
1242. হাতির ঝিলের নকশা পরিকল্পনাকারী -
- ক. মৃণাল হক
- খ. এহসান খান
- গ. মইনুল হক
- ঘ. রাজা
উত্তরঃ এহসান খান
1243. ‘নয় কুড়ি কান্দায় ছয় কুড়ি বিল’ নামে পরিচিত কোনটি?
- ক. হাকালুকি হাওর
- খ. টাঙ্গুয়ার হাওর
- গ. চলন বিল
- ঘ. শনির হাওড়
উত্তরঃ টাঙ্গুয়ার হাওর
1244. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম স্থাপন করা হয়?
- ক. মেহেরপুর, কুষ্টিয়া
- খ. কালুরঘাট, চট্রগ্রাম
- গ. মুজিবনগর, কুষ্টিয়া
- ঘ. নাটোর, রাজশাহী
উত্তরঃ কালুরঘাট, চট্রগ্রাম
1246. বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বাংলাদেশের কোন নগরীকে ‘হেলথ সিটি’ ঘোষণা করেছে?
- ক. ঢাকা
- খ. রাজশাহী
- গ. চট্রগ্রাম
- ঘ. খুলনা
উত্তরঃ চট্রগ্রাম
1248. সংবিধান নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব দিয়েছেন কাকে?
- ক. জাতীয় সংসদকে
- খ. রাষ্ট্রপতিকে
- গ. প্রধানমন্ত্রীকে
- ঘ. হাইকোর্টকে
উত্তরঃ হাইকোর্টকে
1249. একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বর্তমান অবস্থান কত?
- ক. অষ্টম
- খ. নবম
- গ. সপ্তম
- ঘ. দশম
উত্তরঃ সপ্তম
1250. বাংলাদেশের বৃহত্তম স্থুল বন্দর নিচের কোনটি?
- ক. বুড়িমারী
- খ. জাফলং
- গ. সোনা মসজিদ
- ঘ. বেনাপোল
উত্তরঃ বেনাপোল
-
MD. LIPON ISLAM - 1 year ago
Pdf akare paoa jabe ki..