বাংলাদেশ বিষয়াবলি
1076. ‘শহিদ জননী’ কাকে বলা হয়?
- ক. বেগম রোকেয়া
- খ. সেলিনা হোসেন
- গ. কাঁকন বিবি
- ঘ. জাহানারা ইমাম
উত্তরঃ জাহানারা ইমাম
1077. কোন সঙ্গীতটির রচয়িতা হাসন রাজা?
- ক. এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা
- খ. যে জন প্রেমের ভাব জানে না, তার সাথে কিসের লেনাদেনা
- গ. পাবে সামান্য কি তার দেখা, বেদে নাই যার রূপ লেখা
- ঘ. লোকে বলে, বলেরে, ঘরবাড়ি ভালা নয় আমার
উত্তরঃ লোকে বলে, বলেরে, ঘরবাড়ি ভালা নয় আমার
1078. বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
- ক. চন্দ্রঘোনা
- খ. রাঙামাটি
- গ. বান্দরবান
- ঘ. কাপ্তাই
উত্তরঃ কাপ্তাই
1079. আহসান মঞ্জিল নামকরণ কে করেন?
- ক. নবাব আলিম উল্লাহ
- খ. নবাব আবদুল গনি
- গ. নবাব আব্দুল লতিফ
- ঘ. নবাব মতি উল্লাহ
উত্তরঃ নবাব আবদুল গনি
1080. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কত তারিখে গণপরিষদে গৃহীত হয়?
- ক. ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর
- খ. ১৯৭২ সালের ৪ নভেম্বর
- গ. ১৯৭৩ সালের ২৬ মার্চ
- ঘ. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর
উত্তরঃ ১৯৭২ সালের ৪ নভেম্বর
1081. মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি ‘ - গানটির প্রথম গায়ক কে?
- ক. প্রবাল চৌধুরী
- খ. আজাদ রহমান
- গ. মো. আবদুল জব্বার
- ঘ. আপেল মাহমুদ
উত্তরঃ আপেল মাহমুদ
1082. আমাদের ‘মুক্তিযুদ্ধ জাদুঘর’ কোথায় অবস্থিত?
- ক. সেগুনবাগিচা
- খ. শাহবাগ
- গ. মতিঝিল
- ঘ. আগারগাঁও
উত্তরঃ আগারগাঁও
1083. জাতিসংঘের তথ্য মতে বাংলাদেশে প্রতি বছর প্রায় কত লক্ষ মানুষ মোট জনসংখ্যার সাথে যুক্ত হচ্ছে?
- ক. ১০ লক্ষ
- খ. ২০ লক্ষ
- গ. ৪০ লক্ষ
- ঘ. ৩০ লক্ষ
উত্তরঃ ৩০ লক্ষ
1085. ছিয়াত্তরের মন্বন্তর হয়েছিল বাংলা কত সালে?
- ক. ১৪৭৬ সালে
- খ. ১৩৭৬ সালে
- গ. ১২৭৬ সালে
- ঘ. ১১৭৬ সালে
উত্তরঃ ১১৭৬ সালে
1086. বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?
- ক. মীর কাশিম
- খ. মীর জাফর
- গ. মীর জুমলা
- ঘ. সিরাজ-উদ-দৌলা
উত্তরঃ সিরাজ-উদ-দৌলা
1087. বাংলাদেশের প্রথম সরকারের নাম কী?
- ক. গণপ্রাজাতন্ত্রী বাংলাদেশ সরকার
- খ. মহাজোট সরকার
- গ. মুজিবনগর সরকার
- ঘ. চারদলীয় জোট সরকার
উত্তরঃ মুজিবনগর সরকার
1088. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী ১ম আফ্রিকান দেশ কোনটি?
- ক. সুদান
- খ. সেনেগাল
- গ. মিশর
- ঘ. ঘানা
উত্তরঃ সেনেগাল
1089. ‘কারাগারের রোজনামচা’ গ্রন্থটির রচয়িতা কে?
- ক. সৈয়দ শামসুল হক
- খ. সেলিনা হোসেন
- গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- ঘ. সৈয়দ আনোয়ার হোসেন
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- ক. ৭০তম
- খ. ৭১তম
- গ. ৭২তম
- ঘ. ৭৩তম
উত্তরঃ ৭২তম
1091. বাংলাদেশের মুক্তিযুদ্ধের নৌপথ কত নম্বর সেক্টরের অধীনে ছিল?
- ক. ৪ নম্বর
- খ. ৭ নম্বর
- গ. ১১ নম্বর
- ঘ. ১০ নম্বর
উত্তরঃ ১০ নম্বর
1092. বাংলাদেশ থেকে পণ্য রপ্তানিতে শীর্ষদেশ কোনটি?
- ক. ভারত
- খ. চীন
- গ. যুক্তরাজ্য
- ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ যুক্তরাষ্ট্র
1093. পদ্মা সেতুর ১ম স্প্যান বসানোর দিন সেতু দৃশ্যমান হয় কোন তারিখে?
- ক. ১ অক্টোবর ২০১৭
- খ. ৩০ সেপ্টেম্বর ২০১৭
- গ. ২ অক্টোবর ২০১৭
- ঘ. ২৯ সেপ্টেম্বর ২০১৭
উত্তরঃ ৩০ সেপ্টেম্বর ২০১৭
1095. সিপাহী বিদ্রোহের নেতা কে ছিলেন?
- ক. চিত্তরঞ্জন দাশ
- খ. সুভাষচন্দ্র বসু
- গ. মঙ্গল পান্ডে
- ঘ. তিতুমীর
উত্তরঃ মঙ্গল পান্ডে
1096. বাংলাদেশের সংবিধানের অভিভাবক কে?
- ক. রাষ্ট্রপতি
- খ. সুপ্রীম কোর্ট
- গ. প্রধানমন্ত্রী
- ঘ. স্পীকার
উত্তরঃ সুপ্রীম কোর্ট
1098. মহাস্থানগড় মৌর্য আমলে কী নামে পরিচিত ছিল?
- ক. পানাম নগর
- খ. পুণ্ড্রনগর
- গ. পাণ্ডুয়া
- ঘ. ভাসু বিহার
উত্তরঃ পুণ্ড্রনগর
1099. বাংলাদেশের জাতীয় টি -২০ ক্রিকেটের বর্তমান অধিনায়ক কে?
- ক. সাকিব আল হাসান
- খ. মাশরাফি বিন মুর্তজা
- গ. তামিম ইকবাল
- ঘ. মুশফিকুর রহিম
উত্তরঃ সাকিব আল হাসান
1100. কোন দেশের সংবিধানে ১৫৩ টি অনুচ্ছেদ রয়েছে?
- ক. নেপাল
- খ. ভারত
- গ. কানাডা
- ঘ. বাংলাদেশ
উত্তরঃ বাংলাদেশ
-
MD. LIPON ISLAM - 1 year ago
Pdf akare paoa jabe ki..