বাংলাদেশ বিষয়াবলি
1051. ‘সোনলিকা’ ও ‘আকবর’ বাংলাদেশের কিসের নাম?
- ক. দুটি উন্নত জাতের গমের নাম
- খ. দুটি উন্নত জাতের ধানের নাম
- গ. দুটি উন্নত জাতের সরিষার নাম
- ঘ. দুটি উন্নত জাতের ভুট্টার নাম
উত্তরঃ দুটি উন্নত জাতের গমের নাম
1052. ‘সাবাস বাংলাদেশ ‘ ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
- ক. ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- খ. চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে
- গ. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
- ঘ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে
উত্তরঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
1053. বাংলাদেশ সরকারের সবচেয়ে বেশি রাজস্ব আসে কোন উৎস থেকে?
- ক. আয়কর
- খ. আমদানী শুল্ক
- গ. রপ্তানি শুল্ক
- ঘ. মূল্য সংযোজন কর
উত্তরঃ মূল্য সংযোজন কর
1054. ওয়াল্র্ড ট্রেড সেন্টার এখন কী নামে পরিচিত?
- ক. ট্রাজেডি সেন্টার
- খ. জিরো পয়েন্ট
- গ. গ্রাউন্ড জিরো
- ঘ. জিরো সেন্টার
উত্তরঃ গ্রাউন্ড জিরো
- ক. শ্রীলংকা
- খ. মালয়েশিয়া
- গ. থাইল্যান্ড
- ঘ. হংকং
উত্তরঃ হংকং
1057. কোন শহরের একটি সড়কের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে রাখা হয়েছে?
- ক. কোলকাতা
- খ. দিল্লি
- গ. লন্ডন
- ঘ. কলম্বো
উত্তরঃ দিল্লি
1058. বঙ্গবন্ধু - ১ স্যাটেলাইট কোন দেশ থেকে উৎক্ষেপন করা হবে?
- ক. রাশিয়া
- খ. ফ্রান্স
- গ. যুক্তরাজ্য
- ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ যুক্তরাষ্ট্র
1059. বাংলাদেশে ফুলের রাজধানী বলা হয় কোন স্থানকে?
- ক. শাহবাগ
- খ. সাভার
- গ. ঝিকরগাছা
- ঘ. ত্রিশাল
উত্তরঃ ঝিকরগাছা
1060. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬ দফা কোন সালে ও কোথায় ঘোষণা করেন?
- ক. ১৯৬৬ সালে লাহোরে
- খ. ১৯৬৭ সালে করাচিতে
- গ. ১৯৬৮ সালে চট্রগ্রামে
- ঘ. ১৯৬৮ সালে ঢাকায়
উত্তরঃ ১৯৬৬ সালে লাহোরে
1061. বঙ্গবন্ধুর লেখা আত্মজীবনীটিতে কত সাল পর্যন্ত ঘটনাবলি স্থান পেয়েছে?
- ক. ১৯৫৫
- খ. ১৯৬৬
- গ. ১৯৫৭
- ঘ. ১৯৬৯
উত্তরঃ ১৯৬৯
1062. কোন মুসলিম সেনাপতি সিন্ধু জয় করেন?
- ক. মুহাম্মদ বিন কাশিম
- খ. জহির উদ্দিন মুহাম্মদ বাবর
- গ. মোহম্মদ ঘোরী
- ঘ. ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খিলজী
উত্তরঃ মুহাম্মদ বিন কাশিম
1064. প্রাচীন বাংলার সমতট জনপদের বর্তমান অবস্থান কোনটি?
- ক. বরিশাল অঞ্চল
- খ. খুলনা অঞ্চল
- গ. কমিল্লা অঞ্চল
- ঘ. রংপুর অঞ্চল
উত্তরঃ কমিল্লা অঞ্চল
1065. ‘রাষ্ট্র ভাষা সংগ্রাম’ পরিষদ গঠন হয় কোন সালে?
- ক. ১৯৪৭ সালে
- খ. ১৯৪৮ সালে
- গ. ১৯৪৯ সালে
- ঘ. ১৯৫০ সালে
উত্তরঃ ১৯৪৭ সালে
1066. বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী গঠিত?
- ক. ১১৪
- খ. ১১৯
- গ. ১৩৩
- ঘ. ১৩৭
উত্তরঃ ১৩৭
1067. বাংলাদেশে স্থানীয় শাসন ব্যবস্থার প্রবর্তক করেন কে?
- ক. লর্ড রিপন
- খ. লর্ড কার্জন
- গ. লর্ড ডালহৌসী
- ঘ. লর্ড লিটন
উত্তরঃ লর্ড কার্জন
1068. ‘কারাগারের রোজনামচা’ গ্রন্থটির রচয়িতা কে?
- ক. শেখ মুজিবুর রহমান
- খ. শেখ হাসিনা
- গ. সুফিয়া কামাল
- ঘ. সৈয়দ শামসুল হক
উত্তরঃ শেখ মুজিবুর রহমান
1069. ‘ছিয়াত্তরের মন্বস্তর’ নামক ভয়াবহ দুর্ভিক্ষ ইংরেজি কোন সালে হয়েছিল?
- ক. ১৬৭৬ খ্রি.
- খ. ১৭৭০ খ্রি.
- গ. ১৭৭৬ খ্রি.
- ঘ. ১৮০৬ খ্রি.
উত্তরঃ ১৭৭০ খ্রি.
1070. বাংলাদেশের কোন ব্যাংক নোট প্রচলন করতে পারে?
- ক. সোনালী ব্যাংক
- খ. জনতা ব্যাংক
- গ. বাংলাদেশ ব্যাংক
- ঘ. অগ্রণী ব্যাংক
উত্তরঃ বাংলাদেশ ব্যাংক
1071. বাংলাদেশের জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কত?
- ক. ৪০টি
- খ. ৪৫টি
- গ. ৫০টি
- ঘ. ৫৫টি
উত্তরঃ ৫০টি
1072. আমন ধান আহরণ করা হয় কোন মাসে?
- ক. বৈশাখ - জ্যৈষ্ঠ
- খ. আষাঢ় - শ্রাবণ
- গ. আশ্বিন - কার্তিক
- ঘ. অগ্রহায়ণ - পৌষ
উত্তরঃ অগ্রহায়ণ - পৌষ
1073. কোন সালে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়?
- ক. ১৯৫২ সালে
- খ. ১৯৫৪ সালে
- গ. ১৯৫৬ সালে
- ঘ. ১৯৫৮ সালে
উত্তরঃ ১৯৫৬ সালে
1074. বাংলায় ফরায়েজী আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন?
- ক. শাহ ওলি উল্লাহ
- খ. পীর মুহসিন উদ্দিন
- গ. হাজী শরীয়ত উল্লাহ
- ঘ. ফকির গরীবুল্লাহ
উত্তরঃ হাজী শরীয়ত উল্লাহ
1075. বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার কবে কোথায় পাঠ করা হয়?
- ক. ১৭ এপ্রিল, ১৯৭১ মুজিবনগর
- খ. ১০ এপ্রিল, ১৯৭১ কুষ্টিয়া
- গ. ২৬ মার্চ ১৯৭১ ধানমন্ডী
- ঘ. ৩ মার্চ ১৯৭১ পল্টন ময়দান
উত্তরঃ ৩ মার্চ ১৯৭১ পল্টন ময়দান
-
MD. LIPON ISLAM - 1 year ago
Pdf akare paoa jabe ki..