বাংলাদেশ বিষয়াবলি
976. বাংলাদেশের রণসংগীতের রচয়িতা কে?
- ক. সুকান্ত ভট্টাচার্য
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. গোলাম মোস্তফা
- ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
978. কত সালের মধ্যে বাংলাদেশকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে?
- ক. ২০৩৫
- খ. ২০২৫
- গ. ২০৩০
- ঘ. ২০৪১
উত্তরঃ ২০৩০
979. ‘সূর্য দীঘল বাড়ি’ চলচ্চিত্রের পরিচালক কে?
- ক. শেখ নিয়ামত শাকের
- খ. আবু ইসহাক
- গ. সুভাষ দত্ত
- ঘ. খান আতা
উত্তরঃ শেখ নিয়ামত শাকের
981. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম -
- ক. অসমাপ্ত আত্মজীবনী
- খ. বাউণ্ডেলের আত্মকাহিনী
- গ. জ্যোৎস্না ও জননীর গল্প
- ঘ. রাজবন্দীর জবানবন্দী
উত্তরঃ অসমাপ্ত আত্মজীবনী
983. বাংলা সাহিত্যের কোন কবি দুটি দেশের জাতীয় সংগীতের রচয়িতা?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. দ্বিজেন্দ্র লাল রায়
- ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
984. ১৯৭১ সালের কোন তারিখে বাংলাদেশ স্বাধীন হয়?
- ক. ৭ মার্চ
- খ. ২৬ মার্চ
- গ. ১১ সেপ্টেম্বর
- ঘ. ১৬ ডিসেম্বর
উত্তরঃ ২৬ মার্চ
985. বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস কোনটি?
- ক. ১৪ ডিসেম্বর
- খ. ১৬ ডিসেম্বর
- গ. ২১ ফেব্রুয়ারি
- ঘ. ২৬ মার্চ
উত্তরঃ ১৪ ডিসেম্বর
986. বাংলাদেশে রেশম উৎপাদিত হয় কোন জেলায়?
- ক. পঞ্চগড়
- খ. রাজশাহী
- গ. রাঙ্গামাটি
- ঘ. দিনাজপুর
উত্তরঃ রাজশাহী
987. বাংলাদেশের জাতির পিতা ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামন’ সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে?
- ক. ১(ক)
- খ. ২(ক)
- গ. ৩(ক)
- ঘ. ৪(ক)
উত্তরঃ ৪(ক)
989. ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো ২১ ফেব্রুয়ারি ’ এ গানটির রচয়িতা কে?
- ক. আবু হেনা মোস্তফা কামাল
- খ. মোহাম্মদ মনিরুজ্জামান
- গ. সৈয়দ শামসুল হক
- ঘ. আবদুল গাফফার চৌধুরী
উত্তরঃ আবদুল গাফফার চৌধুরী
990. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
- ক. সৈয়দ নজরুল ইসলাম
- খ. তাজউদ্দীন আহমদ
- গ. ক্যাপ্টেন মনসুর আলী
- ঘ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
991. বঙ্গবন্ধু কৃত্রিম উপগ্রহ-১ কোন জায়গা থেকে মহাকাশে উৎক্ষেপন করা হয়?
- ক. স্কটল্যান্ড
- খ. ভার্জিনিয়া
- গ. ফ্লোরিডা
- ঘ. টেক্সাস
উত্তরঃ ফ্লোরিডা
992. সংবিধান অনুযায়ী বাংলাদেশে ভোটাধিকার প্রয়োগ করতে কমপক্ষে কত বয়স প্রয়োজন হয়?
- ক. ১২ বছর
- খ. ১৫ বছর
- গ. ১৮ বছর
- ঘ. ২১ বছর
উত্তরঃ ১৮ বছর
993. The abbreviation BC stands for -
- ক. Before Call
- খ. Before coronation
- গ. Before christ
- ঘ. British Church
উত্তরঃ Before christ
994. ‘শেখ হাসিনা ধরলা সেতু’ কোন কোন জেলার সেতুবন্ধন করেছে?
- ক. মুন্সিগঞ্জ - মানিকগঞ্জ
- খ. টাঙ্গাইল - সিরাজগঞ্জ
- গ. কুড়িগ্রাম - লালমনিরহাট
- ঘ. রাঙ্গামাটি - বান্দরবান
উত্তরঃ কুড়িগ্রাম - লালমনিরহাট
995. গারো উপজাতি প্রধানত কোন অঞ্চলের বাসিন্দা?
- ক. টাঙ্গাইল
- খ. দিনাজপুর
- গ. ময়মনসিংহ
- ঘ. খাগড়াছড়ি
উত্তরঃ ময়মনসিংহ
996. ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের লেখক হলেন -
- ক. আবুল মনসুর আহমেদ
- খ. আবুল ফজল
- গ. তাজউদ্দিন আহমদ
- ঘ. এম ভি বঙ্গবন্ধু
উত্তরঃ এম ভি বঙ্গবন্ধু
997. বাংলাদেশের রাষ্ট্রপতির নাম কী?
- ক. শিরিন শারমিন চৌধুরী
- খ. মো. আবদুল হামিদ
- গ. শেখ হাসিনা
- ঘ. বেগম মতিয়া চৌধুরী
উত্তরঃ মো. আবদুল হামিদ
998. পণ্ডিত অতীশ দীপঙ্কর কোন জেলার লোক ছিলেন?
- ক. মুন্সিগঞ্জ
- খ. চট্রগ্রাম
- গ. ফরিদপুর
- ঘ. টাঙ্গাইল
উত্তরঃ মুন্সিগঞ্জ
999. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কারাগার জীবনে লেখা দিনপঞ্জির নাম দিয়েছিলেন -
- ক. কারাগারের রোজনামচা
- খ. থালা বাটি কম্বল জেলখানার সম্বল
- গ. অসমাপ্ত আত্মজীবনী
- ঘ. কারাগারের রাতদিন
উত্তরঃ থালা বাটি কম্বল জেলখানার সম্বল
1000. স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন নারীকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়?
- ক. ২
- খ. ৫
- গ. ৬
- ঘ. ৮
উত্তরঃ ২
-
MD. LIPON ISLAM - 1 year ago
Pdf akare paoa jabe ki..