বাংলাদেশ বিষয়াবলি
951. সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয় -
- ক. ১০ জানুয়ারি ১৯৭২
- খ. ২০ জানুয়ারি ১৯৭২
- গ. ১৬ ডিসেম্বর ১৯৭২
- ঘ. ২৬ মার্চ ১৯৭১
উত্তরঃ ২০ জানুয়ারি ১৯৭২
952. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মতারিখ কোনটি?
- ক. ১২ মার্চ
- খ. ১৭ মার্চ
- গ. ২২ মার্চ
- ঘ. ২৬ মার্চ
উত্তরঃ ১৭ মার্চ
953. মুক্তিযুদ্ধের কোন সেক্টর কেবল নৌ কমান্ডো দ্বারা গঠিত?
- ক. ১০ নম্বর
- খ. ৯ নম্বর
- গ. ১১ নম্বর
- ঘ. ১ নম্বর
উত্তরঃ ১০ নম্বর
- ক. জনাব ফারুক খান
- খ. জনাব রাশেদ খান মেনন
- গ. জনাব নুরুজ্জামান আহমেদ
- ঘ. জনাব মোঃ নাসিম
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
955. বাংলাদেশে কোন তারিখে ‘জাতীয় সমাজসেবা দিবস’ পালিত হয়?
- ক. ১ জুন
- খ. ২ জানুয়ারি
- গ. ৩ মে
- ঘ. ১৪ মার্চ
উত্তরঃ ২ জানুয়ারি
956. বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭-৮ বিমানটির কী নামকরণ করা হয়?
- ক. ঈগল
- খ. পালকী
- গ. আকাশবীণা
- ঘ. বলাকা
উত্তরঃ আকাশবীণা
957. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর পরীক্ষামূলক সম্প্রচার হয় -
- ক. ৪ সেপ্টেম্বর
- খ. ৫ সেপ্টেম্বর
- গ. ৬ সেপ্টেম্বর
- ঘ. ৮ সেপ্টেম্বর
উত্তরঃ ৪ সেপ্টেম্বর
958. ‘ওয়ানগালা’ বাংলাদেশের কোন উপজাতীয় ঐতিহ্যবাহী উৎসব?
- ক. রাখাইন
- খ. সাঁওতরাল
- গ. চাকমা
- ঘ. গারো
উত্তরঃ গারো
959. মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ বর্তমানে কততম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বরত আছেন?
- ক. ১৯ তম
- খ. ২০ তম
- গ. ২১ তম
- ঘ. ২২ তম
উত্তরঃ ২০ তম
- ক. জনাব ফারুক খান
- খ. জনাব রাশেদ খান মেনন
- গ. জনাব নূর মোহাম্মদ
- ঘ. জনাব মোঃ নাসিম
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
962. দক্ষিণ তালপট্টি কোন নদীর মোহনায় অবস্থিত?
- ক. নাফ
- খ. আড়িয়াল খাঁ
- গ. যমুনা
- ঘ. হাড়িয়াভাঙ্গা
উত্তরঃ হাড়িয়াভাঙ্গা
963. ঢাকায় সর্বপ্রথম কবে কবে বাংলার রাজধানী স্থাপিত হয়?
- ক. ১২৬০ সালে
- খ. ১৩১০ সালে
- গ. ১৫২৬ সালে
- ঘ. ১৬১০ সালে
উত্তরঃ ১৬১০ সালে
964. ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয় দফা দাবি পেশ করেন?
- ক. ৬ দফা
- খ. ৩ দফা
- গ. ৪ দফা
- ঘ. ৫ দফা
উত্তরঃ ৪ দফা
965. সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ ‘বাংলাদেশি’ হিসেবে পরিচিত হবেন?
- ক. ৬(১)
- খ. ৬(২)
- গ. ৭
- ঘ. ২(১)
উত্তরঃ ৬(২)
966. নিচের কোনটি জয়নুল আবেদিনের সৃষ্ট চিত্রকর্ম?
- ক. দুভিক্ষ
- খ. সংগ্রাম
- গ. মইটানা
- ঘ. সবগুলোই
উত্তরঃ সবগুলোই
967. বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কত সালে প্রতিষ্ঠিত হয়?
- ক. ১৯৫৯ সালে
- খ. ১৯৬৭ সালে
- গ. ১৯৭৩ সালে
- ঘ. ১৯৭৪ সালে
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
968. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কি ছিল?
- ক. সিপাহি
- খ. ফ্লাইট লেফটেন্যান্ট
- গ. ক্যাপ্টেন
- ঘ. ল্যান্স নায়েক
উত্তরঃ সিপাহি
969. ‘অসমাপ্ত আত্মজীবনী’র রচয়িতা কে?
- ক. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- খ. কবি কাজী নজরুল ইসলাম
- গ. শামসুর রাহমান
- ঘ. হুমায়ন আহমেদ
উত্তরঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
970. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন তারিখে পালিত হয়?
- ক. ১ মে
- খ. ২৫ ডিসেম্বর
- গ. ২১ ফেব্রুয়ারি
- ঘ. ৭ জুন
উত্তরঃ ২১ ফেব্রুয়ারি
971. মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত?
- ক. সোনারগাঁ
- খ. আগারগাঁও
- গ. সেগুনবাগিচা
- ঘ. উত্তরা
উত্তরঃ আগারগাঁও
972. বঙ্গবন্ধু -১ উপগ্রহটি মহাকাশে কোন দ্রাঘিমায় স্থাপিত?
- ক. ১২১.৫
- খ. ১১৯.৯
- গ. ১০৭.৯
- ঘ. ১১০.০
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
973. বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর কোনটি?
- ক. চট্রগ্রাম
- খ. মোংলা
- গ. নারায়ণগঞ্জ
- ঘ. পায়রা
উত্তরঃ চট্রগ্রাম
974. রূপপুর পারমাণবিক কেন্দ্র কোন জেলায় অবস্থিত?
- ক. গাজীপুর
- খ. পাবনা
- গ. দিনাজপুর
- ঘ. সিরাজগঞ্জ
উত্তরঃ পাবনা
975. বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
- ক. স্টেট ব্যাংক
- খ. বাংলাদেশ ব্যাংক
- গ. এইচএসবিসি
- ঘ. সোনালী ব্যাংক
উত্তরঃ বাংলাদেশ ব্যাংক
-
MD. LIPON ISLAM - 1 year ago
Pdf akare paoa jabe ki..