বাংলাদেশ বিষয়াবলি
926. In which district the Burimari land port is situated?
- ক. Kurigram
- খ. Rangpur
- গ. Lalmonirhat
- ঘ. Nawabgonj
উত্তরঃ Lalmonirhat
927. সম্প্রতি দুটি বড় গ্যাসক্ষেত্র বাংলাদেশের কোন জেলায় আবিষ্কৃত হয়েছে?
- ক. ভোলা
- খ. চট্রগ্রাম
- গ. সিলেট
- ঘ. কুমিল্লা
উত্তরঃ ভোলা
928. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কিসের নাম?
- ক. যুদ্ধ বিমান
- খ. কৃত্রিম উপগ্রহ
- গ. নৌ জাহাজ
- ঘ. যুদ্ধ জাহাজ
উত্তরঃ কৃত্রিম উপগ্রহ
929. ঢাকা বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয়?
- ক. ১৯২২ সালে
- খ. ১৯২৩ সালে
- গ. ১৯২০ সালে
- ঘ. ১৯২১ সালে
উত্তরঃ ১৯২১ সালে
930. সুবা বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত হয় কত সালে?
- ক. ১৭০২
- খ. ১৭০৪
- গ. ১৭২৭
- ঘ. ১৭০৩
উত্তরঃ ১৭০৩
931. স্থানীয় সরকার এর সর্বনিম্ন পর্যায়ের স্তর এর নাম কী?
- ক. জেলা পরিষদ
- খ. ইউনিয়ন পরিষদ
- গ. উপজেলা পরিষদ
- ঘ. সিটি কর্পোরেশন
উত্তরঃ ইউনিয়ন পরিষদ
932. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের শাসনতন্ত্র কবে গৃহীত ও পাস হয়?
- ক. ১৯৭২ সালের ১০ এপ্রিল
- খ. ১৯৭২ সালের ১২ এপ্রিল
- গ. ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর
- ঘ. ১৯৭২ সালের ৪ নভেম্বর
উত্তরঃ ১৯৭২ সালের ৪ নভেম্বর
933. ঐতিহাসিক ‘ছয়দফা’ আনষ্ঠানিকভাবে কোথায় ঘোষণা করা হয়?
- ক. লাহোর
- খ. রাওয়ালপিন্ডি
- গ. ঢাকা
- ঘ. করাচি
উত্তরঃ লাহোর
934. ভারত ও বাংলাদেশের মধ্যে কতটি অভিন্ন নদী আছে?
- ক. ৭২টি
- খ. ৫৩টি
- গ. ৫০টি
- ঘ. ৬৪টি
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
935. কোন সংস্থা ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দিয়েছে?
- ক. UNDP
- খ. UNICEF
- গ. UNCTAD
- ঘ. UNESCO
উত্তরঃ UNESCO
936. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি?
- ক. সন্দ্বীপ
- খ. মহেশখালী
- গ. সেন্টমার্টিন
- ঘ. হাতিয়া
উত্তরঃ সেন্টমার্টিন
938. শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় -
- ক. ১৪ ডিসেম্বর
- খ. ২৬ ডিসেম্বর
- গ. ২৩ ডিসেম্বর
- ঘ. ২০ ডিসেম্বর
উত্তরঃ ১৪ ডিসেম্বর
940. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন?
- ক. ১ জানুয়ারি ১৯৭২
- খ. ১০ জানুয়ারি ১৯৭২
- গ. ২৩ মার্চ ১৯৭২
- ঘ. ১৭ এপ্রিল ১৯৭২
উত্তরঃ ১০ জানুয়ারি ১৯৭২
941. ‘শিখা চিরন্তন’ কোথায় অবস্থিত?
- ক. ঢাকা সেনানিবাস
- খ. সোহরাওয়ার্দী উদ্যান
- গ. কালুরঘাট
- ঘ. রাজশাহী বিশ্ববিদ্যালয়
উত্তরঃ সোহরাওয়ার্দী উদ্যান
942. ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো ২১ ফেব্রুয়ারি ’ গানটির রচয়িতা কে?
- ক. আবদুল গাফফার চৌধুরী
- খ. আব্দুল লতিফ
- গ. আবদুল আলীম
- ঘ. আলতাফ মাহমুদ
উত্তরঃ আবদুল গাফফার চৌধুরী
943. বঙ্গবন্ধু কনিষ্ঠ সন্তানের নাম কী
- ক. শেখ কামাল
- খ. শেখ রাসেল
- গ. শেখ হাসিনা
- ঘ. শেখ রেহানা
উত্তরঃ শেখ রাসেল
944. বাংলাদেশের কোন চলচ্চিত্রটি ২০১৬ সালের জন্য শ্রেষ্ঠ বলে মনোনীত হয়েছে?
- ক. অজ্ঞাতনামা
- খ. আয়নাবাজি
- গ. অস্তিত্ব
- ঘ. শঙ্খচিল
উত্তরঃ অজ্ঞাতনামা
945. বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ সফলভাবে কক্ষপথে যাত্রা শুরু করে -
- ক. ১০ মে ২০১৮
- খ. ১১ মে ২০১৮
- গ. ১২ মে ২০১৮
- ঘ. ১৩ মে ২০১৮
উত্তরঃ ১১ মে ২০১৮
946. ‘সাফারি পার্ক’ কী জাতীয় পার্ক?
- ক. ফুলের বাগান
- খ. পাখি পালনের স্থান
- গ. বিরাট উদ্যান
- ঘ. জীবজন্তু অভয়ারণ্য
উত্তরঃ জীবজন্তু অভয়ারণ্য
947. মুক্তিযুদ্ধ জাদুঘরের মোট গ্যালরির সংখ্যা কত?
- ক. ২টি
- খ. ৫টি
- গ. ৩টি
- ঘ. ৪টি
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
948. চাকমা উপজাতিরা প্রধানত কোন ধর্মাবলম্বী?
- ক. বৌদ্ধ ধর্ম
- খ. হিন্দু ধর্ম
- গ. খ্রিস্টান ধর্ম
- ঘ. প্রকৃতি পূজারি
উত্তরঃ বৌদ্ধ ধর্ম
950. ‘বয়স্ক ভাতা’ সমাজসেবা অধিদপ্তরের কোন কার্যক্রমের আওতাধীন?
- ক. দারিদ্র্য নিরসন
- খ. সামাজিক অবক্ষয় প্রতিরোধ
- গ. কমিউনিটি ক্ষমতায়ন
- ঘ. সামাজিক নিরাপত্তা বেষ্টনী
উত্তরঃ সামাজিক নিরাপত্তা বেষ্টনী
-
MD. LIPON ISLAM - 1 year ago
Pdf akare paoa jabe ki..