বাংলাদেশ বিষয়াবলি
1851. বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার কে?
- ক. এ এন সাহা
- খ. কামরুল হাসান
- গ. রফিকুন্নবী
- ঘ. জয়নুল আবেদিন
উত্তরঃ এ এন সাহা
1852. বাংলাদেশের ১ম নারী স্পিকার কে?
- ক. শিরিন শারমিন চৌধুরী
- খ. সেলিনা হায়াত আইভী
- গ. সেলিনা রহমান
- ঘ. দিপু মনি
উত্তরঃ শিরিন শারমিন চৌধুরী
1854. দেশের একমাত্র পুলিশ একাডেমী কোথায় অবস্থিত?
- ক. ঢাকা
- খ. রাজশাহী
- গ. চট্টগ্রাম
- ঘ. সিলেট
উত্তরঃ রাজশাহী
1857. বাংলাদেশের নাগরিকদের পরিচয় কোনটি?
- ক. বাংলা
- খ. বাঙালি
- গ. বাংলাদেশের বাঙালি
- ঘ. বাংলাদেশী
উত্তরঃ বাংলাদেশী
1858. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান কোথায়?
- ক. ফরিদপুর
- খ. শরীয়তপুর
- গ. মাদারীপুর
- ঘ. গোপালগঞ্জ
উত্তরঃ গোপালগঞ্জ
1859. বাংলাদেশ টেস্ট ক্রিকেট টিমের অধিনায়ক কে?
- ক. মাশরাফি মর্তুজা
- খ. সাকিব আল হাসান
- গ. মুশফিকুর রহীম
- ঘ. তামিম ইকবাল
উত্তরঃ মুশফিকুর রহীম
1860. বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি কোনটি?
- ক. ঐক্য ও সংহতি
- খ. মমত্ববোধ
- গ. ভ্রাতৃত্ববোধ
- ঘ. ধর্মীয় ঐক্য
উত্তরঃ ঐক্য ও সংহতি
1861. কোন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকেরা বাড়িতে অতিথি এলে পান সুপারি ও চা দিয়ে আপ্যায়ন করে?
- ক. গারো
- খ. গাসি
- গ. ওরাওঁ
- ঘ. ত্রিপুরা
উত্তরঃ গাসি
1862. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
- ক. হামিদুর রহমান
- খ. তানভীর কবীর
- গ. মইনুল হোসেন
- ঘ. নিতুন কুন্ডু
উত্তরঃ মইনুল হোসেন
1863. বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা বার্তাটি কোন সংগঠনের মাধ্যমে বাংলাদেশের সকল স্থানে প্রচারিত হয়েছিল?
- ক. পুলিশ বাহিনী
- খ. ইপিআর
- গ. সেনাবাহিনী
- ঘ. বিডিআর
উত্তরঃ ইপিআর
1864. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থাপতি কে?
- ক. তানবির কবীর
- খ. হামিদুর রহমান
- গ. হামিদুজ্জামান
- ঘ. অস্কার বাদল
উত্তরঃ হামিদুর রহমান
1865. কোন নদীটি বঙ্গ জনপদের উত্তরাঞ্চলের সীমানা ছিল?
- ক. পদ্মা
- খ. মেঘনা
- গ. যমুনা
- ঘ. সুরমা
উত্তরঃ পদ্মা
1866. বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে?
- ক. বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ
- খ. বিচারপতি মোস্তফা কালাম
- গ. বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম
- ঘ. বিচারপতি এসকে সিনহা
উত্তরঃ বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম
1867. মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য ‘বিজয় গাঁথা’ কোথায় অবস্থিত?
- ক. ঢাকা সেনানিবাস
- খ. রংপুর সেনানিবাস
- গ. সিলেট সেনানিবাস
- ঘ. যশোর সেনানিবাস
উত্তরঃ রংপুর সেনানিবাস
1868. নববর্ষ ‘পহেলা বৈশাখ’ চালু করেছিলেন -
- ক. সম্রাট আকবর
- খ. সম্রাট শাহজাহান
- গ. লক্ষ্মণ সেন
- ঘ. বিজয় সেন
উত্তরঃ সম্রাট আকবর
1869. বাংলাদেশের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন?
- ক. মোস্তফা মনোয়ার
- খ. জয়নুল আবেদিন
- গ. রফিকুন্নবী
- ঘ. কামরুল হাসান
উত্তরঃ কামরুল হাসান
1870. পায়রা সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত?
- ক. রাবনাবাদ চ্যানেল
- খ. পায়রা নদী
- গ. শ্যালা নদীতে
- ঘ. তেতুলিয়া নদী
উত্তরঃ রাবনাবাদ চ্যানেল
1871. ECNEC -এর চেয়ারপাসন কে?
- ক. প্রধানমন্ত্রী
- খ. অর্থমন্ত্রী
- গ. বাণিজ্য মন্ত্রী
- ঘ. শিল্পমন্ত্রী
উত্তরঃ প্রধানমন্ত্রী
1872. প্রবাল দ্বীপ কোনটি?
- ক. নিঝুম দ্বীপ
- খ. স্বর্ণদ্বীপ
- গ. সেন্টমার্টিন
- ঘ. শাহ পরীর দ্বীপ
উত্তরঃ সেন্টমার্টিন
1873. বাংলাদেশ-ভারত যৌথ নদী গবেষণা কমিশন (JRC) গঠিত হয় কবে?
- ক. ১৯৭২ সালে
- খ. ১৯৭৩ সালে
- গ. ১৯৭৫ সালে
- ঘ. ১৯৭৬ সালে
উত্তরঃ ১৯৭২ সালে
1874. সতীদাহ প্রথা কবে রহিত হয়?
- ক. ১৮১৯ সালে
- খ. ১৮২৯ সালে
- গ. ১৮৩৯ সালে
- ঘ. ১৮৪৯ সালে
উত্তরঃ ১৮২৯ সালে
1875. বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত?
- ক. ২০০ বর্গমাইল
- খ. ৯২৫ বর্গমাইল
- গ. ১৯৫০ বর্গমাইল
- ঘ. ২৪০০ বর্গমাইল
উত্তরঃ ২৪০০ বর্গমাইল
-
MD. LIPON ISLAM - 1 year ago
Pdf akare paoa jabe ki..