বাংলাদেশ বিষয়াবলি

1901. ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?

  • ক. খাজা নাজিম উদ্দীন
  • খ. নুরুল আমিন
  • গ. লিয়াকত আলী খান
  • ঘ. মোহাম্মদ আলী জিন্নাহ

উত্তরঃ খাজা নাজিম উদ্দীন

বিস্তারিত

1902. আলুঢিলা প্রাকৃতিক গুহ্য কোথায় অবস্থিত?

  • ক. খাগড়াছড়ি
  • খ. রাঙ্গামাটি
  • গ. বান্দরবান
  • ঘ. কক্সবাজার

উত্তরঃ খাগড়াছড়ি

বিস্তারিত

1903. বাংলায় সেন বংশের (১৭৭০-১২৩০ খ্রিস্টাব্দে) শেষ শাসনকর্তা কে ছিলেন?

  • ক. হেমন্ত সেন
  • খ. বল্লাল সেন
  • গ. লক্ষণ সেন
  • ঘ. কেশর সেন

উত্তরঃ লক্ষণ সেন

বিস্তারিত

1904. বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী?

  • ক. পুণ্ড্র
  • খ. তাম্রলিপি
  • গ. গৌড়
  • ঘ. হরিকেল

উত্তরঃ পুণ্ড্র

বিস্তারিত

1905. কাগমারী সম্মেলন অনুষ্ঠিত হয় -

  • ক. রোজ গার্ডেন
  • খ. সিরাজগঞ্জে
  • গ. সন্তোষে
  • ঘ. সুনামগঞ্জে

উত্তরঃ সন্তোষে

বিস্তারিত

1906. মুক্তিযুদ্ধকালে কোলকাতার ৮ থিয়েটার রোডে ‘বাংলাদেশ বাহিনী’ কখন গঠন করা হয়?

  • ক. এপ্রিল ১০, ১৯৭১
  • খ. এপ্রিল ১১, ১৯৭১
  • গ. এপ্রিল ১২, ১৯৭১
  • ঘ. এপ্রিল ১৩, ১৯৭১

উত্তরঃ এপ্রিল ১২, ১৯৭১

বিস্তারিত

1907. কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানবলী পরিবর্তনযোগ্য নয়?

  • ক. অনুচ্ছেদ ৭
  • খ. অনুচ্ছেদ ৭ (ক)
  • গ. অনুচ্ছেদ ৭ (খ)
  • ঘ. অনুচ্ছেদ ৮

উত্তরঃ অনুচ্ছেদ ৭ (খ)

বিস্তারিত

1908. বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মূল বিষয় কী ছিল?

  • ক. বহুদলীয় ব্যবস্থা
  • খ. বাকশাল প্রতিষ্ঠা
  • গ. তত্ত্বাবধায়ক সরকার
  • ঘ. সংসদে মহিলা আসন

উত্তরঃ তত্ত্বাবধায়ক সরকার

বিস্তারিত

1909. সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয়?

  • ক. ৪র্থ তফসিল
  • খ. ৬ষ্ঠ তফসিল
  • গ. ৫ম তফসিল
  • ঘ. ৭ম তফসিল

উত্তরঃ ৪র্থ তফসিল

বিস্তারিত

1910. কোন উপজাতির আবাসস্থল ‘বিরিপি’ নেত্রকোনায়?

  • ক. সাঁওতাল
  • খ. গারো
  • গ. খাসিয়া
  • ঘ. মুরং

উত্তরঃ গারো

বিস্তারিত

1911. বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য কীভাবে রক্ষা হয়?

  • ক. IDA Credit এর মাধ্যমে
  • খ. IMFএর bailout package এর মাধ্যমে
  • গ. প্রবাসীদের পাঠানো remittance এর মাধ্যমে
  • ঘ. বিশ্ব ব্যাংকের budgetary support এর মাধ্যমে

উত্তরঃ IMFএর bailout package এর মাধ্যমে

বিস্তারিত

1912. অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয়?

  • ক. অশোক
  • খ. শশাঙ্ক
  • গ. মেগাদা
  • ঘ. ধর্মপাল

উত্তরঃ শশাঙ্ক

বিস্তারিত

1913. ‘বঙ্গবন্ধু দ্বীপ’ কোথায় অবস্থিত?

  • ক. মেঘনা মোহনায়
  • খ. সুন্দরবনের দক্ষিণে
  • গ. পদ্মা এবং যমুনার সংযোগস্থলে
  • ঘ. টেকনাফের দক্ষিণে

উত্তরঃ সুন্দরবনের দক্ষিণে

বিস্তারিত

1914. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে?

  • ক. অনুচ্ছেদ ১৩
  • খ. অনুচ্ছেদ ১৮
  • গ. অনুচ্ছেদ ২০
  • ঘ. অনুচ্ছেদ ২৫

উত্তরঃ অনুচ্ছেদ ১৮

বিস্তারিত

1915. বাংলার প্রাচীনতম জনপদ কোনটি?

  • ক. সোনারগাঁ
  • খ. গোপালগঞ্জ
  • গ. গৌড়
  • ঘ. পুন্ড্র

উত্তরঃ পুন্ড্র

বিস্তারিত

1916. বৌদ্ধ সভ্যতার জন্য বিখ্যাত তক্ষশীলা অবস্থিত -

  • ক. পাকিস্তান
  • খ. নেপাল
  • গ. চীন
  • ঘ. শ্রীলঙ্কা

উত্তরঃ পাকিস্তান

বিস্তারিত

1917. প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদ কাল কত?

  • ক. ৫ বছর
  • খ. ৪ বছর
  • গ. ৩ বছর
  • ঘ. ২ বছর

উত্তরঃ ৫ বছর

বিস্তারিত

1918. 'বাঙালি' নামের নদীটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত ?

  • ক. বগুড়া
  • খ. ফরিদপুর
  • গ. গোপালগঞ্জ
  • ঘ. কুড়িগ্রাম

উত্তরঃ বগুড়া

বিস্তারিত

1919. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?

  • ক. জয়নুল আবেদীন
  • খ. নজরুল ইসলাম বাবু
  • গ. হামিদুর রহমান
  • ঘ. মাইনুল হোসেন

উত্তরঃ মাইনুল হোসেন

বিস্তারিত

1920. জাতীয় সংসদের অধিবেশন আহবান করেন -

  • ক. এমপি
  • খ. রাষ্ট্রপতি
  • গ. প্রধানমন্ত্রী
  • ঘ. প্রধান বিচারপতি

উত্তরঃ রাষ্ট্রপতি

বিস্তারিত

1921. বাংলাদেশের একমাত্র পাহাড়বিশিষ্ট দ্বীপ কোনটি?

  • ক. কুতুবদিয়া
  • খ. মহেশখালী
  • গ. ভোলা
  • ঘ. নিঝুম দ্বীপ

উত্তরঃ মহেশখালী

বিস্তারিত

1922. বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত সালে?

  • ক. ১৯৫০
  • খ. ১৯৫৪
  • গ. ১৯৫২
  • ঘ. ১৯৫১

উত্তরঃ ১৯৫২

বিস্তারিত

1923. অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ অনুযায়ী পুরুষ - মহিলার অনুপাত ক?

  • ক. ১০০ : ১০০.১
  • খ. ১০০.২ : ১০০
  • গ. ১০০.৩ : ১০০
  • ঘ. ১০০ : ১০০

উত্তরঃ ১০০.৩ : ১০০

বিস্তারিত

1924. ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল -

  • ক. ১২৫৫
  • খ. ১৬১০
  • গ. ১৮০৬
  • ঘ. ১৯০৫

উত্তরঃ ১৬১০

বিস্তারিত

1925. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?

  • ক. করতোয়া
  • খ. গড়াই
  • গ. আত্রাই
  • ঘ. মহানন্দা

উত্তরঃ করতোয়া

বিস্তারিত

  • avatar
    MD. LIPON ISLAM - 1 year ago
    Pdf akare paoa jabe ki..

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects