বাংলাদেশ বিষয়াবলি
2001. বঙ্গবন্ধু ঐতিহাসিক ‘ছয়দফা’ কর্মসূচী কোথায় ঘোষণা করেছিলেন?
- ক. ইসলামাবাদ
- খ. ঢাকা
- গ. লাহোর
- ঘ. করাচী
উত্তরঃ লাহোর
2002. হালদা নদী কিসের জন্য বিখ্যাত?
- ক. মাতৃ মৎস্য ভান্ডার
- খ. পর্যটন
- গ. রামসার সাইট
- ঘ. নদী বন্দর
উত্তরঃ মাতৃ মৎস্য ভান্ডার
2003. বাংলাদেশে কোভিড-১৯ এর ভ্যাক্সিন প্রথম ব্যবহৃত হয়েছে-
- ক. অক্সফোর্ড অ্যাস্ট্রজেনেকা-কোভিশিল্ড
- খ. সিনোভ্যাক্সের করোনাভ্যাক
- গ. ফাইজারের বায়োএনটেক
- ঘ. জনসন এন্ড জনসন-জনসেন
উত্তরঃ অক্সফোর্ড অ্যাস্ট্রজেনেকা-কোভিশিল্ড
2004. বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোথায় প্রতিষ্ঠিত হয়?
- ক. ঢাকা
- খ. বরেন্দ্র
- গ. সিলেট
- ঘ. চট্টগ্রাম
উত্তরঃ বরেন্দ্র
2006. Exclusive Economic Zone (EEZ) এর দৈর্ঘ্য কত?
- ক. ১০০ নটিকেল মাইল
- খ. ২০০ নটিকেল মাইল
- গ. ৪০০ নটিকেল মাইল
- ঘ. ৩০০ নটিকেল মাইল
উত্তরঃ ২০০ নটিকেল মাইল
2007. নাচোল বিদ্রোহের নেত্রীর নাম কী?
- ক. প্রীতিলতা
- খ. লক্ষ্মীরাণী
- গ. কাদম্বিনী
- ঘ. ইলা মিত্র
উত্তরঃ ইলা মিত্র
2008. বাংলাদেশ কোন সালে আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি লাভ করবে?
- ক. ২০২৪
- খ. ২০২৮
- গ. ২০২৬
- ঘ. ২০৩০
উত্তরঃ ২০২৬
- ক. ভারত
- খ. যুক্তরাজ্য
- গ. অস্ট্রেলিয়া
- ঘ. জাপান
উত্তরঃ অস্ট্রেলিয়া
2012. দুই টাকার নোটে কার স্বাক্ষর থাকে?
- ক. অর্থ সচিব
- খ. বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- গ. অর্থমন্ত্রী
- ঘ. প্রধানমন্ত্রী
উত্তরঃ অর্থ সচিব
2013. কোভিড-১৯ ভাইরাস বাংলাদেশে প্রথম কবে সনাক্ত হয়?
- ক. ২০ ডিসেম্বর, ২০১৯
- খ. ১৮ ফেব্রুয়ারি ২০২০
- গ. ৮ মার্চ ২০২০
- ঘ. ০১ এপ্রিল ২০২০
উত্তরঃ ৮ মার্চ ২০২০
2014. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছ?
- ক. ১৩৩টি
- খ. ১৪৩টি
- গ. ১৫৩টি
- ঘ. ১৭৩টি
উত্তরঃ ১৫৩টি
2015. লাহোর প্রস্তাব কখন করা হয়?
- ক. ১৯৪০ সাল, ২২ মার্চ
- খ. ১৯৪০ সাল, ২৩ মার্চ
- গ. ১৯৪১ সাল, ২২ মার্চ
- ঘ. ১৯৪১ সাল, ২৩ মার্চ
উত্তরঃ ১৯৪০ সাল, ২৩ মার্চ
2016. মুজিবনগর সরকারের প্রধান কে ছিলেন?
- ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- খ. তাজউদ্দিন আহমদ
- গ. এ এইচ এম কামরুজ্জামান
- ঘ. মনসুর আলী
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
2017. চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করেন কে?
- ক. লর্ড বেন্টিংক
- খ. লর্ড ক্যানিং
- গ. লর্ড ক্লাইভ
- ঘ. লর্ড কর্নওয়ালিস
উত্তরঃ লর্ড কর্নওয়ালিস
2018. বাংলাদেশের পোশাক খাত রফতানির দিক থেকে বর্তমানে বিশ্বে কোন অবস্থানে রয়েছে?
- ক. প্রথম
- খ. দ্বিতীয়
- গ. তৃতীয়
- ঘ. চতুর্থ
উত্তরঃ তৃতীয়
- ক. NSDP
- খ. UNESCO
- গ. HKI
- ঘ. IDE
উত্তরঃ UNESCO
2020. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকারের চীফ অব স্টাফ কে ছিলেন?
- ক. কর্ণেল (অব) এম এ জি ওসমানী
- খ. মেজর খালেদ মোশাররফ
- গ. গ্রুপ ক্যাপ্টেন এ কে খোন্দকার
- ঘ. কর্ণেল (অব) এম এ রব
উত্তরঃ কর্ণেল (অব) এম এ রব
- ক. ৩৪
- খ. ৩৫
- গ. ৩৬
- ঘ. ৩৭
উত্তরঃ ৩৪
2023. মুক্তিযুদ্ধের সময় নৌ-কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে?
- ক. ১০ নং
- খ. ১১ নং
- গ. ৮ নং
- ঘ. ৯ নং
উত্তরঃ ১০ নং
2024. রাজারবাগ পুলিশ লাইনের দুর্জয় ভাস্কর্যটির শিল্পী কে?
- ক. হামিদুর রহমান রহমান
- খ. মৃণাল হক
- গ. শামিম শিকদার
- ঘ. নভেরা আহমেদ
উত্তরঃ মৃণাল হক
2025. জাতীয় সংসদ ভবনের ডিজাইনার কে?
- ক. লুই আই কান
- খ. হেনরি এন, উইলকটস
- গ. হ্যারি এম. পামবাম
- ঘ. এফ আর খান
উত্তরঃ লুই আই কান
-
MD. LIPON ISLAM - 1 year ago
Pdf akare paoa jabe ki..