বাংলাদেশ বিষয়াবলি

226. বাংলাদেশের কোন ব্যক্তির ভোটাধিকারপ্রাপ্তির ন্যূনতম বয়স কত?

  • ক. ১৬ বছর
  • খ. ১৮ বছর
  • গ. ২০ বছর
  • ঘ. ২১ বছর

উত্তরঃ ১৮ বছর

বিস্তারিত

227. বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা কত?

  • ক. ২০
  • খ. ২৫
  • গ. ৩০
  • ঘ. ৪০

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

228. বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত?

  • ক. ৪.৫ কি.মি
  • খ. ৪.৮ কি.মি
  • গ. ৫.২ কি.মি
  • ঘ. ৬.২ কি.মি

উত্তরঃ ৪.৮ কি.মি

বিস্তারিত

229. বাংলাদেশের প্রথম ‘ইপিজেড’ কোথায় স্থাপিত হয়?

  • ক. সাভারে
  • খ. চট্রগ্রামে
  • গ. মংলায়
  • ঘ. ঈশ্বরদীতে

উত্তরঃ চট্রগ্রামে

বিস্তারিত

230. বাংলার ১৯৪৩ সালের দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী?

  • ক. এস এম সুলতান
  • খ. জয়নুল আবেদিন
  • গ. কামরুল হাসান
  • ঘ. সফিউদ্দিন আহমেদ

উত্তরঃ জয়নুল আবেদিন

বিস্তারিত

231. পার্বত্য চট্রগ্রাম শান্তিচুক্তি কবে সম্পাদিত হয়?

  • ক. ১২ নভেম্বর, ১৯৯৭
  • খ. ২ ডিসেম্বর, ১৯৯৭
  • গ. ১৬ ডিসেম্বর, ১৯৯৭
  • ঘ. ২৫ ডিসেম্বরন, ১৯৯৭

উত্তরঃ ২ ডিসেম্বর, ১৯৯৭

বিস্তারিত

233. বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত?

  • ক. ২৪০০ বর্গমাইল
  • খ. ১৯৫০ বর্গমাইল
  • গ. ১৮৮৬ বর্গমাইল
  • ঘ. ৯২৫ বর্গমাইল

উত্তরঃ ২৪০০ বর্গমাইল

বিস্তারিত

234. বাংলাদেশ কোন সালে কমনওয়েলথের সদস্যপদ লাভ করে?

  • ক. ১৯৭২
  • খ. ১৯৭৩
  • গ. ১৯৭৪
  • ঘ. ১৯৭৫

উত্তরঃ ১৯৭২

বিস্তারিত

237. বাংলাদেশে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ -

  • ক. ১৪ ডিসেম্বর
  • খ. ১৬ ডিসেম্বর
  • গ. ২১ ডিসেম্বর
  • ঘ. ২৩ ডিসেম্বর

উত্তরঃ ১৪ ডিসেম্বর

বিস্তারিত

238. উত্তরা গণভবন কোথায় অবস্থিত?

  • ক. রাজশাহী
  • খ. নওগাঁ
  • গ. বগুড়া
  • ঘ. নাটোর

উত্তরঃ নাটোর

বিস্তারিত

239. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফ্রেব্রুয়ারি’ গানের রচয়িতা কে?

  • ক. আবদুল গাফফার চৌধুরী
  • খ. আলতাফ মাহমুদ
  • গ. আবদুল লতিফ
  • ঘ. আব্দুল আলীম

উত্তরঃ আবদুল গাফফার চৌধুরী

বিস্তারিত

240. “দ্য লিবারেশন অব বাংলাদেশ” গ্রন্থের রচয়িতা-

  • ক. রফিকুল ইসলাম
  • খ. রশীদ করিম
  • গ. মেজর জেনারেল খুসওয়ান্ত সিং
  • ঘ. কর্নেল সিদ্দিক মালিক

উত্তরঃ মেজর জেনারেল খুসওয়ান্ত সিং

বিস্তারিত

243. বাংলাদেশের জাতীয় পাখি-

  • ক. ময়না
  • খ. কাক
  • গ. শালিক
  • ঘ. দোয়েল

উত্তরঃ দোয়েল

বিস্তারিত

244. রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত-

  • ক. পলল গঠিত সমভূমি
  • খ. বরেন্দ্রভূমি
  • গ. উত্তরবঙ্গ
  • ঘ. মহাস্থানগড়

উত্তরঃ বরেন্দ্রভূমি

বিস্তারিত

245. বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ মোট ভূমির কত শতাংশ?

  • ক. ১৯ শতাংশ
  • খ. ১২ শতাংশ
  • গ. ১৬ শতাংশ
  • ঘ. ৯ শতাংশ

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

246. বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য-

  • ক. ৪.৮ কিলোমিটার
  • খ. ৭.২ কিলোমিটার
  • গ. ৬ কিলোমিটার
  • ঘ. ৬.২ কিলোমিটার

উত্তরঃ ৪.৮ কিলোমিটার

বিস্তারিত

247. বাংলাদেশের নৌ-বাহিনীর প্রতীক কী?

  • ক. বলাকা
  • খ. শাপলা
  • গ. নৌকা
  • ঘ. রণতরী

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

248. বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় ?

  • ক. ময়মনসিংহে
  • খ. বগুড়ায়
  • গ. সোনাওগাঁয়ে
  • ঘ. রাঙ্গামাটিতে

উত্তরঃ সোনাওগাঁয়ে

বিস্তারিত

249. বর্তমানে বিদেশ থেকে কত টাকার গুঁড়া দুধ আমদানি করা হয়?

  • ক. ৫০০ কোটি টাকা
  • খ. ৪০০ কোটি টাকা
  • গ. ৩০০ কোটি টাকা
  • ঘ. ১২৫ কোটি টাকা

উত্তরঃ ৪০০ কোটি টাকা

বিস্তারিত

250. বাংলাদেশের কেন্দ্রীয় গো-প্রজনন খামার কোথায় অবস্থিত?

  • ক. রাজশাহী
  • খ. চট্রগ্রাম
  • গ. সিলেট
  • ঘ. সাভার, ঢাকা

উত্তরঃ সাভার, ঢাকা

বিস্তারিত

  • avatar
    MD. LIPON ISLAM - 9 months ago
    Pdf akare paoa jabe ki..

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects