বাংলাদেশ বিষয়াবলি

302. লালবাগের কেল্লা স্থাপন করেন কে?

  • ক. শায়েস্তা খান
  • খ. শাহ সুজা
  • গ. টিপু সুলতান
  • ঘ. ইসলাম খান

উত্তরঃ শায়েস্তা খান

বিস্তারিত

303. ঢাকা পৌরসভা কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল?

  • ক. ১৯০৬ সালে
  • খ. ১৮৬৪ সালে
  • গ. ১৯১৯ সালে
  • ঘ. ১৮৪০ সালে

উত্তরঃ ১৮৬৪ সালে

বিস্তারিত

304. বাংলাদেশ জাতীয় সংসদে ‘উপজেলা বাতিল’ বিলটি কখন পাস করা হইয়াছিল?

  • ক. ১৯৯২ সালে
  • খ. ১৯৯৩ সালে
  • গ. ১৯৯১ সালে
  • ঘ. ১৯৯০ সালে

উত্তরঃ ১৯৯৩ সালে

বিস্তারিত

305. স্বাধীন বাংলাদেশকে কখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে?

  • ক. ৪ঠা ফেব্রুয়ারি, ১৯৭২
  • খ. ২৪শে জানুয়ারি, ১৯৭২
  • গ. ১৬ই ডিসেম্বর, ১৯৭২
  • ঘ. ৪ঠা এপ্রিল, ১৯৭২

উত্তরঃ ৪ঠা এপ্রিল, ১৯৭২

বিস্তারিত

306. স্বাধীন বাংলাদেশে ১০০ টাকার নোট কবে প্রথম চালু করা হয়?

  • ক. ১৬ই মার্চ, ১৯৭২
  • খ. ১৬ই ডিসেম্বর, ১৯৭২
  • গ. ৪ঠা মার্চ, ১৯৭২
  • ঘ. ৪ঠা জানুয়ারি, ১৯৭৩

উত্তরঃ ৪ঠা মার্চ, ১৯৭২

বিস্তারিত

308. বাংলাদেশে সারা বছর নাব্য ভ্রমণ নদীপথের দৈর্ঘ্য কত?

  • ক. ৮,০০০ কি.মি.
  • খ. ৫,২০০ কি.মি.
  • গ. ১১,০০০ কি.মি.
  • ঘ. ৮,৫০০ কি.মি.

উত্তরঃ ৫,২০০ কি.মি.

বিস্তারিত

310. বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত?

  • ক. নাফ
  • খ. কর্ণফুলী
  • গ. নবগঙ্গা
  • ঘ. ভাগীরথী

উত্তরঃ নাফ

বিস্তারিত

311. বাংলাদেশের কোন অঞ্চলকে ‘৩৬০ আউলিয়ার দেশ’ বলা হয়?

  • ক. চট্রগ্রাম
  • খ. সিলেট
  • গ. ঢাকা
  • ঘ. রাজশাহী

উত্তরঃ সিলেট

বিস্তারিত

312. বাংলাদেশের পানি সম্পদের চাহিদা সবচেয়ে বেশি কোন খাতে?

  • ক. আবাসিক
  • খ. কৃষি
  • গ. পরিবহন
  • ঘ. শিল্প

উত্তরঃ কৃষি

বিস্তারিত

314. সেন্টমার্টিন দ্বীপ-এর আর একটি নাম কী?

  • ক. নারিকেল জিঞ্জিরা
  • খ. সোনাদিয়া
  • গ. কুতুবদিয়া
  • ঘ. নিঝুম দ্বীপ

উত্তরঃ নারিকেল জিঞ্জিরা

বিস্তারিত

315. ২০০০ সাল নাগাদ ঢাকা শহরের জনসংখ্যা কত হবে বলে সম্প্রতি রিপোর্ট বেরিয়েছে?

  • ক. ২০ মিলিয়ন
  • খ. ১২ মিলিয়ন
  • গ. ১০ মিলিয়ন
  • ঘ. ২৩ মিলিয়ন

উত্তরঃ ১০ মিলিয়ন

বিস্তারিত

316. বাংলাদেশ জাতীয় সংসদে বর্তমানে মহিলা সদস্যের সংখ্যা কত?

  • ক. ৩০
  • খ. ৩২
  • গ. ৩৫
  • ঘ. ৪০

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

318. কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন?

  • ক. নবাব সিরাজউদ্দৗলা
  • খ. নবাব মুর্শিদকুলি খাঁ
  • গ. সুবাদার ইসলাম খান
  • ঘ. নবাব শায়েস্তা খান

উত্তরঃ নবাব মুর্শিদকুলি খাঁ

বিস্তারিত

319. তেঁতুলিয়া কোথায় অবস্থিত?

  • ক. দিনাজপুর
  • খ. পঞ্চগড়
  • গ. জয়পুরহাট
  • ঘ. লালমনিরহাট

উত্তরঃ পঞ্চগড়

বিস্তারিত

320. কোন নেতা ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন?

  • ক. তিতুমীর
  • খ. সৈয়দ আহমদ বেলেলাভ
  • গ. দুদু মিয়া
  • ঘ. হাজী শরীয়তউল্লাহ

উত্তরঃ হাজী শরীয়তউল্লাহ

বিস্তারিত

323. নিচের কোন বাংলাদেশীয় উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক?

  • ক. গারো
  • খ. সাঁওতাল
  • গ. খাসিয়া
  • ঘ. মারমা

উত্তরঃ মারমা

বিস্তারিত

324. কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশে ও বিদেশে সুনাম কুড়িয়েছে?

  • ক. কৃষি ব্যাংক
  • খ. গ্রামীণ ব্যাংক
  • গ. সমবায় ব্যাংক
  • ঘ. ইসলামী ব্যাংক

উত্তরঃ গ্রামীণ ব্যাংক

বিস্তারিত

325. চন্দ্রঘোনা কাগজ কলের প্রধান কাঁচামাল কী?

  • ক. আখের ছোবড়া
  • খ. বাঁশ
  • গ. জারুল গাছ
  • ঘ. নলখাগড়া

উত্তরঃ বাঁশ

বিস্তারিত

  • avatar
    MD. LIPON ISLAM - 9 months ago
    Pdf akare paoa jabe ki..

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects