বাংলাদেশ বিষয়াবলি

2376. বাংলাদেশের প্রাচীন জনপদ কোনটি?

  • ক. মহাস্থানগড়
  • খ. ময়নামতি
  • গ. পাহাড়পুর
  • ঘ. সোনারগাঁও

উত্তরঃ মহাস্থানগড়

বিস্তারিত

2377. বঙ্গবন্ধু কোন দেশ থেকে সাভার ডেইরী ফার্মে উন্নত জাতের গরু এনেছিলেন?

  • ক. অস্ট্রেলিয়া
  • খ. ডেনমার্ক
  • গ. নিউজিল্যান্ড
  • ঘ. যুক্তরাজ্য

উত্তরঃ অস্ট্রেলিয়া

বিস্তারিত

2378. স্বাধীনতা যুদ্ধে ঢাকা কত নং সেক্টরে ছিল?

  • ক. ১ নং
  • খ. ২ নং
  • গ. ৩ নং
  • ঘ. ৪ নং

উত্তরঃ ২ নং

বিস্তারিত

2379. বঙ্গবন্ধু নিচের কোন পদকটি লাভ করেন।

  • ক. কোনটি নয়
  • খ. নোবেল
  • গ. পদ্মভূষণ
  • ঘ. জুলিও কুরি

উত্তরঃ জুলিও কুরি

বিস্তারিত

2380. মহান মুক্তিযুদ্ধ চলাকালীন 'কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

  • ক. নিউইয়র্ক
  • খ. বোস্টন
  • গ. লন্ডন
  • ঘ. ক্যানবেরা

উত্তরঃ নিউইয়র্ক

বিস্তারিত

2381. বাংলাদেশের প্রথম কয়লানির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?

  • ক. কাপ্তাই
  • খ. সাতার
  • গ. সীতাকুণ্ড
  • ঘ. বড়পুকুরিয়া

উত্তরঃ বড়পুকুরিয়া

বিস্তারিত

2382. 'আমার দেখা নয়াচীন' কে লিখেছেন?

  • ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • খ. শহীদুল্লাহ কায়সার
  • গ. আবুল ফজল
  • ঘ. মওলানা ভাসানী

উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

বিস্তারিত

2383. আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর' কার লেখা?

  • ক. আবুল হুসেন
  • খ. আবুল মনসুর
  • গ. আবুল হাসেম
  • ঘ. এস. ওয়াজেদ আলী

উত্তরঃ আবুল মনসুর

বিস্তারিত

2384. 'সাবাস বাংলাদেশ' ভাস্কর্যটির স্থপতি কে?

  • ক. নিতুন কুণ্ড
  • খ. আব্দুর রাজ্জাক
  • গ. রবিউল হুসাইন
  • ঘ. হামিদুজ্জামান খান

উত্তরঃ নিতুন কুণ্ড

বিস্তারিত

2385. 'ম্যানিলা' কোন ফসলের উন্নত জাত?

  • ক. তরমুজ
  • খ. পেয়ারা
  • গ. তামাক
  • ঘ. তুলা

উত্তরঃ তামাক

বিস্তারিত

2388. আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে—

  • ক. পার্বত্য চট্টগ্রাম
  • খ. ঢাকা
  • গ. ময়মনসিংহ
  • ঘ. সিলেট

উত্তরঃ সিলেট

বিস্তারিত

2389. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?

  • ক. শামীম শিকদার
  • খ. মৃণাল হক
  • গ. হামিদুর রহমান
  • ঘ. কামরুল হাসান

উত্তরঃ হামিদুর রহমান

বিস্তারিত

2390. মাতারবাড়ি কোন জেলায় অবস্থিত?

  • ক. কক্সবাজার
  • খ. নোয়াখালী
  • গ. কুমিল্লা
  • ঘ. ভোলা

উত্তরঃ কক্সবাজার

বিস্তারিত

2391. বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী?

  • ক. গৌড়
  • খ. পুণ্ড্র
  • গ. সমতট
  • ঘ. হরিকেল

উত্তরঃ পুণ্ড্র

বিস্তারিত

2392. ইউনেস্কো কত তারিখে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়?

  • ক. ২১ ফেব্রুয়ারি, ১৯৯৯
  • খ. ১৯ নভেম্বর, ২০০০
  • গ. ১৭ নভেম্বর, ১৯৯৯
  • ঘ. ২০ নভেম্বর, ২০০০

উত্তরঃ ১৭ নভেম্বর, ১৯৯৯

বিস্তারিত

2394. মুক্তিযুদ্ধে মুজিবনগর কত নম্বর সেক্টরের অধীন ছিল?

  • ক. ১ নম্বর
  • খ. ৮ নম্বর
  • গ. ১০ নম্বর
  • ঘ. ৫ নম্বর

উত্তরঃ ৮ নম্বর

বিস্তারিত

2395. 'জয় বাংলা, বাংলার জয়' গানটির সুরকার কে?

  • ক. গাজী মাজহারুল আনোয়ার
  • খ. আনোয়ার পারভেজ
  • গ. আলতাফ মাহমুদ
  • ঘ. সমর দাস

উত্তরঃ আনোয়ার পারভেজ

বিস্তারিত

2396. বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র কোথায়?

  • ক. হবিগঞ্জ
  • খ. বাখরাবাদ
  • গ. হরিপুর
  • ঘ. তিতাস

উত্তরঃ তিতাস

বিস্তারিত

2397. রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্রের সম্ভাব্য উৎপাদন কত?

  • ক. ২০০০ মেগাওয়াট
  • খ. ২২০০ মেগাওয়াট
  • গ. ২৪০০ মেগাওয়াট
  • ঘ. ২৮০০ মেগাওয়াট

উত্তরঃ ২৪০০ মেগাওয়াট

বিস্তারিত

2398. পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?

  • ক. ৬.৮০ মি.মি.
  • খ. ৬.৫ কি.মি.
  • গ. ৬.১৫ কি.মি.
  • ঘ. ৫.১০ কি.মি.

উত্তরঃ ৬.১৫ কি.মি.

বিস্তারিত

2399. বাংলাদেশে আন্তর্জাতিক বিমান বন্দর কয়টি?

  • ক. ১ টি
  • খ. ২ টি
  • গ. ৩ টি
  • ঘ. ৪ টি

উত্তরঃ ৩ টি

বিস্তারিত

2400. মাধবকুণ্ড জলপ্রপাত কোন জেলায় অবস্থিত?

  • ক. চট্টগ্রাম
  • খ. মৌলভীবাজার
  • গ. সিলেট
  • ঘ. সুনামগঞ্জ

উত্তরঃ মৌলভীবাজার

বিস্তারিত

  • avatar
    MD. LIPON ISLAM - 9 months ago
    Pdf akare paoa jabe ki..

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects