বাংলাদেশ বিষয়াবলি

2426. সর্বশেষ জনশুমারী অনুযায়ী বাংলাদেশের সাক্ষরতার হার কত? 

  • ক. ৭৫.৫৬ %
  • খ. ৭০.৪২ %
  • গ. ৭২.৮২ %
  • ঘ. ৭৪.৬৬ %

উত্তরঃ ৭৪.৬৬ %

বিস্তারিত

2427. "আমার দেখা নয়াচীন" কার রচিত গ্রন্থ ? 

  • ক. বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান
  • খ. এ. কে ফজলুল করিম
  • গ. জহির রায়হান
  • ঘ. আবুল ফজল

উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান

বিস্তারিত

2428. মুঘল সাম্রাজ্যের শেষ স্বাধীন সম্রাট কে ছিলেন?

  • ক. আওরঙ্গজে
  • খ. জাহাঙ্গীর
  • গ. বাহাদুর শাহ জাফর
  • ঘ. শের শাহ

উত্তরঃ বাহাদুর শাহ জাফর

বিস্তারিত

2429. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘরে ঘরে দূর্গ গড়ে তোলো এ ডাক দেন কবে?

  • ক. ২ মার্চ, ১৯৭১
  • খ. ৭ মার্চ, ১৯৭১
  • গ. ২৫ মার্চ, ১৯৭১
  • ঘ. ২৬ মার্চ, ১৯৭১

উত্তরঃ ৭ মার্চ, ১৯৭১

বিস্তারিত

2430. ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরি করা ক্রিকেটার কে?

  • ক. সাকিব আল হাসান
  • খ. তামিম ইকবাল
  • গ. লিটন দাস
  • ঘ. মুশফিকুর রহিম

উত্তরঃ মুশফিকুর রহিম

বিস্তারিত

2431. পদ্মা সেতু দিয়ে পরীক্ষামূলক ভাবে ভাংগা থেকে মাওয়া পর্যন্ত ট্রেন চলে কবে?

  • ক. ৩ এপ্রিল
  • খ. ৪ এপ্রিল
  • গ. ৫ এপ্রিল
  • ঘ. ৬ এপ্রিল

উত্তরঃ ৪ এপ্রিল

বিস্তারিত

2432. স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা কোথায় উত্তোলন করা হয়?

  • ক. ঢাকা বিশ্ববিদ্যালয়ে
  • খ. রেসকোর্স ময়দানে
  • গ. মুজিব নগরে
  • ঘ. জাতীয় স্মৃতিসৌধে

উত্তরঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে

বিস্তারিত

2433. পদ্মা নদীর উৎপত্তিস্থল কোথায়?

  • ক. মানস সরোবরে
  • খ. লুসাই পাহাড়ে
  • গ. নাগা-মনিপুরে
  • ঘ. গঙ্গোত্রী হিমবাহে

উত্তরঃ নাগা-মনিপুরে

বিস্তারিত

2436. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে রাজধানী ঢাকা কত নম্বর সেক্টরের অধীন ছিল?

  • ক. ২ নম্বর
  • খ. ৩ নম্বর
  • গ. ৮ নম্বর
  • ঘ. ৭ নম্বর

উত্তরঃ ২ নম্বর

বিস্তারিত

2437. স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ কোনটি?

  • ক. কুয়েত
  • খ. সৌদি আরব
  • গ. ইরাক
  • ঘ. ইরান

উত্তরঃ ইরাক

বিস্তারিত

2438. উয়ারী-বটেশ্বর কোথায় অবস্থিত?

  • ক. নরসিংদী
  • খ. নারায়ণগঞ্জ
  • গ. মুন্সীগঞ্জ
  • ঘ. দাউদকান্দি

উত্তরঃ নরসিংদী

বিস্তারিত

2439. শেষ মোগল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায়?

  • ক. লাহোর
  • খ. দিল্লী
  • গ. আগ্রা
  • ঘ. ইয়াংগুন

উত্তরঃ ইয়াংগুন

বিস্তারিত

2440. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার (মূল রূপকার বা নকশাকার) কে?

  • ক. জয়নুল আবেদিন
  • খ. কামরুল হাসান
  • গ. হাশেম খান
  • ঘ. হামিদুর রহমান

উত্তরঃ কামরুল হাসান

বিস্তারিত

2441. ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?

  • ক. ১৯২১
  • খ. ১৯২৫
  • গ. ১৯২৯
  • ঘ. ১৯৩৩

উত্তরঃ ১৯২১

বিস্তারিত

2442. BARD বলতে কি বুঝায়?

  • ক. Better Association for Rural Development
  • খ. Bangladesh Association for Rural Development
  • গ. Bangladesh Advancement for Rural Development
  • ঘ. Bangladesh Academy for Rural Development

উত্তরঃ Bangladesh Academy for Rural Development

বিস্তারিত

2443. ভারত ও বাংলাদেশের মধ্যে অবস্থিত মোট ছিটমহলের সংখ্যা কতটি?

  • ক. ১১১টি
  • খ. ৫১টি
  • গ. ১৩০টি
  • ঘ. ১৬২টি

উত্তরঃ ১৬২টি

বিস্তারিত

2444. জাতীয় “ই-তথ্যকোষ” উদ্বোধন করা হয় কবে?

  • ক. ২৭ ফেব্রুয়ারী ২০১১
  • খ. ২১ ফেব্রুয়ারী ২০১১
  • গ. ১৬ ডিসেম্বর ২০১১
  • ঘ. ১০ জানুয়ারী ২০১০

উত্তরঃ ২৭ ফেব্রুয়ারী ২০১১

বিস্তারিত

2445. গম্ভীরা গানের উৎপত্তি কোথায়?

  • ক. মালদহ
  • খ. চাপাইনবাবগঞ্জ
  • গ. দিনাজপুর
  • ঘ. রংপুুর

উত্তরঃ মালদহ

বিস্তারিত

2446. বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি?

  • ক. মুক্তিযোদ্ধা জাদুঘর
  • খ. সোনারগাঁ জাদুঘর
  • গ. বরেন্দ্র জাদুঘর
  • ঘ. জাতীয় জাদুঘর

উত্তরঃ বরেন্দ্র জাদুঘর

বিস্তারিত

2447. কোথায় বাংলাদেশ, ভারত ও মায়ানমারের সীমান্ত পরস্পরকে ছুঁয়েছে--

  • ক. খাগড়াছড়ি
  • খ. বান্দরবান
  • গ. সিলেট
  • ঘ. রাঙামাটি

উত্তরঃ রাঙামাটি

বিস্তারিত

2448. নিম্নোক্তগনের মধ্যে কে শ্রেষ্ঠ নন?

  • ক. হামিদুর রহমান
  • খ. মোস্তাফা কামাল
  • গ. মুন্সী আবদুর রহিম
  • ঘ. নূর মোহাম্মদ শেখ

উত্তরঃ মুন্সী আবদুর রহিম

বিস্তারিত

2449. ঔতিহাসিক একুশে ফেব্রুয়ারি বাংলা কত তারিখ ছিলো?

  • ক. ৩১ পৌষ
  • খ. ২৯ মাঘ
  • গ. ৯ মাঘ
  • ঘ. ৮ ফাল্গুন

উত্তরঃ ৮ ফাল্গুন

বিস্তারিত

  • avatar
    MD. LIPON ISLAM - 9 months ago
    Pdf akare paoa jabe ki..

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects