বাংলাদেশ বিষয়াবলি

2476. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পত্রিকায় কাজ করেছিলেন?

  • ক. মিল্লাত
  • খ. ইত্তেহাদ
  • গ. দৈনিক আজাদ
  • ঘ. ইত্তেফাক

উত্তরঃ ইত্তেহাদ

বিস্তারিত

2477. প্রথম জাতীয় ভূমি সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?

  • ক. ২৯-৩১ মার্চ ২০২২
  • খ. ২৯-৩১ মার্চ ২০২৩
  • গ. ১১-১৪ মার্চ ২০২৩
  • ঘ. ২৯-৩১ জানুয়ারি ২০২৩

উত্তরঃ ২৯-৩১ মার্চ ২০২৩

বিস্তারিত

2478. নিচের কোন প্রতিষ্ঠান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ভ্যাকসিন হিরো' অ্যাওয়ার্ড প্রদান করে?

  • ক. গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্যুনাইজেশন এন্ড ভ্যাক্সিনেশন
  • খ. গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাক্সিনেশন এন্ড ইম্যুনাইজেশন
  • গ. গ্লোবাল অ্যালায়েন্স ফর মাদার এন্ড চাইল্ড কেয়ার
  • ঘ. গ্লোবাল অ্যালায়েন্স ফর চাইল্ড এন্ড মাদার কেয়ার

উত্তরঃ গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাক্সিনেশন এন্ড ইম্যুনাইজেশন

বিস্তারিত

2480. বাংলাদেশে কোথায় প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয়?

  • ক. কৈলাসটিকা
  • খ. ফেঞ্চুগঞ্জ
  • গ. হরিপুর
  • ঘ. বাখরাবাদ

উত্তরঃ হরিপুর

বিস্তারিত

2481. “নয় কুড়ি কান্দা ছয় কুড়ি বিল” নামে পরিচিত কোনটি?

  • ক. হাকালুকি হাওড়
  • খ. টাঙ্গুয়ার হাওর
  • গ. চলন বিল
  • ঘ. শনির হাওড়

উত্তরঃ টাঙ্গুয়ার হাওর

বিস্তারিত

2482. ‘স্বাধীনতা সংগ্রাম' ভাস্কর্যটি কার অমর কীর্তি?

  • ক. হামিদুজ্জামান খান
  • খ. নভেরা আহমেদ
  • গ. শামীম শিকদার
  • ঘ. মৃণাল হক

উত্তরঃ শামীম শিকদার

বিস্তারিত

2483. ঢাকা শহরের প্রধান মুগল স্থাপত্য কোনটি?

  • ক. বর্ধমান হাউস
  • খ. লালবাগ
  • গ. আহসান মঞ্জিল
  • ঘ. বড় কাটরা

উত্তরঃ লালবাগ

বিস্তারিত

2484. আমি বিজয় দেখেছি' গ্রন্থটির রচয়িতা কে?

  • ক. বেগম সুফিয়া কামাল
  • খ. জাহানারা ইমাম
  • গ. এম আর আখতার মুকুল
  • ঘ. শহীদুল্লাহ কায়সার

উত্তরঃ এম আর আখতার মুকুল

বিস্তারিত

2486. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?

  • ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • খ. সৈয়দ নজরুল ইসলাম
  • গ. তাজউদ্দিন আহমেদ
  • ঘ. ক্যাপ্টেন মনসুর আলী।

উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

বিস্তারিত

2487. রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটি পাবনা জেলার কোন উপজেলায়? 

  • ক. ভাঙ্গুরা
  • খ. ফরিদপুর
  • গ. ঈশ্বরদী
  • ঘ. সুজানগর

উত্তরঃ ঈশ্বরদী

বিস্তারিত

2488. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানটির রচয়িতা কে?

  • ক. আলতাফ মাহমুদ
  • খ. নির্মলেন্দু গুন
  • গ. আব্দুল গাফ্ফার চৌধুরী
  • ঘ. শামসুর রাহমান

উত্তরঃ আব্দুল গাফ্ফার চৌধুরী

বিস্তারিত

2489. অপারেশন সার্চ লাইট কোন সালে কত তারিখে সংঘটিত হয়?

  • ক. ১৯৭২ সালের ৫ মে
  • খ. ১৯৭১ সালের ২৫ মার্চ
  • গ. ১৯৭১ সালের ২০ আগস্ট
  • ঘ. ১৯৭৩ সালের ১৬ জুন

উত্তরঃ ১৯৭১ সালের ২৫ মার্চ

বিস্তারিত

2490. মহান মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকার কোন সালের কত তারিখে গঠন করা হয়েছিল?

  • ক. ১৯৭১ সালের ১০ এপ্রিল
  • খ. ১৯৭২ সালের ৪ সেপ্টেম্বর
  • গ. ১৯৭১ সালের ৩ ডিসেম্বর
  • ঘ. ১৯৭২ সালের ১০ মার্চ

উত্তরঃ ১৯৭১ সালের ১০ এপ্রিল

বিস্তারিত

2491. বঙ্গবন্ধু স্যাটালাইট তার কক্ষ পথে ঘুরার দ্রুতি হলে :--

  • ক. 4k ms-1
  • খ. 3.07k m sec-1
  • গ. 4.07k m sec-1
  • ঘ. 4.07k m sec-1

উত্তরঃ 3.07k m sec-1

বিস্তারিত

2492. ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা—

  • ক. ১৭,৫৪,৮৮,৬১৬
  • খ. ১৬,৫১,৫৮,৬১৬
  • গ. ১৬,৪১,৫৭,৬১৬
  • ঘ. ১৭,৭৫, ৬০, ৬১৬

উত্তরঃ ১৬,৫১,৫৮,৬১৬

বিস্তারিত

2493. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের ২৯তম সাধারণ অধিবেশনে বাংলা ভাষায় ভাষণদান করেন কোন তারিখে?

  • ক. ১৫ সেপ্টেম্বর ১৯৭৪
  • খ. ২৫ সেপ্টেম্বর ১৯৭৪
  • গ. ১১ অক্টোবর ১৯৭৪
  • ঘ. ১৭ অক্টোবর ১৯৭৪

উত্তরঃ ২৫ সেপ্টেম্বর ১৯৭৪

বিস্তারিত

2494. কার অনুপ্রেরণায় বঙ্গবন্ধু আইন বিভাগে ভর্তি হন?

  • ক. তাঁর পিতা শেখ লুৎফর রহমান
  • খ. এ. কে. ফজলুল হক
  • গ. হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী
  • ঘ. মাওলানা আবদুল হামিদ খান ভাসানী

উত্তরঃ তাঁর পিতা শেখ লুৎফর রহমান

বিস্তারিত

2495. ১৯৫৩ সালে প্রকাশিত ‘একুশে ফেব্রুয়ারি’ সংকলনটি কে সম্পাদন করেছিলেন? 

  • ক. সিকান্দার আবু জাফর
  • খ. আবু জাফর ওবায়দুল্লাহ
  • গ. হাসান হাফিজুর রহমান
  • ঘ. আবু হেনা মোস্তফা কামাল

উত্তরঃ হাসান হাফিজুর রহমান

বিস্তারিত

2496. বাংলাদেশের কোন জেলায় একটি মাত্র সংসদীয় আসন রয়েছে?

  • ক. মেহেরপুর
  • খ. লক্ষ্মীপুর
  • গ. রাঙ্গামাটি
  • ঘ. ঝালকাঠি

উত্তরঃ রাঙ্গামাটি

বিস্তারিত

2498. নিচের কোনটি আলুর একটি জাতের নাম?

  • ক. ডায়মন্ড
  • খ. রূপালি
  • গ. ড্রামহেড
  • ঘ. ব্রিশাইল

উত্তরঃ ডায়মন্ড

বিস্তারিত

2499. ধীরে বহে মেঘনা' বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত একটি চলচ্চিত্রের নাম। এটির নির্মাতা কে?

  • ক. আলমগীর কবির
  • খ. খান আতাউর রহমান
  • গ. হুমায়ূন আহমেদ
  • ঘ. সুভাষ দত্ত

উত্তরঃ আলমগীর কবির

বিস্তারিত

2500. বিখ্যাত চিত্রকর্ম 'তিনকন্যা'র চিত্রকর কে?

  • ক. জয়নুল আবেদিন
  • খ. কামরুল হাসান
  • গ. এস এম সুলতান
  • ঘ. কাইয়ুম চৌধুরী

উত্তরঃ কামরুল হাসান

বিস্তারিত

  • avatar
    MD. LIPON ISLAM - 9 months ago
    Pdf akare paoa jabe ki..

Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects