গসাগু ও লসাগু
দুটি সংখ্যার গুণফল ১৫৩৬। সংখ্যা দুটির ল. সা. গু. ৯৬ হলে তাদের গ. সা. গু কত?
- ক. ১৬
- খ. ১২
- গ. ২৪
- ঘ. ১৮
উত্তরঃ ১৬
কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ১২, ১৮ এবং ২৪ দ্বারা বিভাজ্য হবে?
- ক. ৮৯
- খ. ৭০
- গ. ১৭০
- ঘ. ১৪২
উত্তরঃ ৭০
দুটি সংখ্যার গুণফল ৩৩৮০ এবং গ. সা. গু. ১৩। সংখ্যাটি দুটির ল.সা. গু. কত?
- ক. ২৬০
- খ. ৭৮০
- গ. ১৩০
- ঘ. ৪৯০
উত্তরঃ ২৬০
দুটি সংখ্যার গুণফল ২১৬ এবং তাদের ল. সা. গু. ৩৬, সংখ্যা দুটির গ. সা. গু. কত?
- ক. ৬
- খ. ৯
- গ. ১৮
- ঘ. ১২
উত্তরঃ ৬
দুটি সংখ্যার অনুপাত ৫ঃ৭ এবং তাদের ল. সা. গু. ৩৫০। সংখ্যা দুটির গ. সা. গু. -
- ক. ৫০
- খ. ৭০
- গ. ৩৫
- ঘ. ১০
উত্তরঃ ১০
১, ২, ৩, ৪ অংকগুলি দ্বারা ৩০০০ অপেক্ষা বৃহত্তর কয়টি সংখ্যা গঠন করা থাকে?
- ক. ৮টি
- খ. ১২টি
- গ. ১৬টি
- ঘ. ১৮টি
উত্তরঃ ১২টি
x2 + 5x, x2 - 25, x2 + 7x + 10 এর গ. সা. গু. কত?
- ক. x - 5
- খ. x + 5
- গ. x(x + 5)
- ঘ. x(x - 5)
উত্তরঃ x + 5
a, a2, a(a + b) এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কোনটি?
- ক. a2
- খ. a(a + b)
- গ. a2 (a + b)
- ঘ. a
উত্তরঃ a2 (a + b)
দুটি সংখ্যার গ. সা. গু. ও ল. সা. গু. যথাক্রমে ১২ ও ১৬০। একটি সংখ্যা ৮০ হলে অপর সংখ্যাটি কত?
- ক. ৩৬
- খ. ২০
- গ. ৯০
- ঘ. ৯৮
উত্তরঃ ৯০
দুটি সংখ্যার গ. সা. গু. ও ল. সা. গু. যথাক্রমে ২ ও ৩৬০। একটি সংখ্যা ১০ হলে অপর সংখ্যাটি কত?
- ক. ৬০
- খ. ৭২
- গ. ৪৮
- ঘ. ২৪
উত্তরঃ ৭২
সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে ৭, ১৪, ২১, ৩৫, ৪২ সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না?
- ক. ২৪০
- খ. ২১০
- গ. ২২০
- ঘ. ২৩০
উত্তরঃ ২১০
- ক. ১০ মিনিট
- খ. ১৪ মিনিট
- গ. ৯০ সেকেন্ড
- ঘ. ২৪০ সেকেন্ড
উত্তরঃ ১৪ মিনিট
কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা ৩৪৬ কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ৩১ অবশিষ্ট থাকবে?
- ক. ৩৫, ৪০, ৬৫, ১১০, ৩১৫
- খ. ৩৫, ৪৫, ৭০, ১০৫, ৩১৫
- গ. ৩৫, ৪৫, ৬৩, ১১০, ৩১৫
- ঘ. ৩৫, ৪৫, ৬৩, ১০৫, ৩১৫
উত্তরঃ ৩৫, ৪৫, ৬৩, ১০৫, ৩১৫
দুইটি সংখ্যার গ. সা. সু. গু. 11 এবং ল. সা. গু 7700 । একটি সংখ্যা 275 হলে, অপর সংখ্যাটি-
- ক. 318
- খ. 283
- গ. 308
- ঘ. 279
উত্তরঃ 308
দুটি সংখ্যার গুণফল ১৫৩৬। সংখ্যা দুটির ল.সা.গু. ৯৬ হলে গ.সা.গু. কত?
- ক. ১৬
- খ. ১৮
- গ. ২৪
- ঘ. ৩২
উত্তরঃ ১৬
- ক. ১ মি.২০ সে.
- খ. ১ মি. ৩০ সে.
- গ. ৩ মি.
- ঘ. ৫ মি.
উত্তরঃ ৫ মি.
কতজন শিশুর মধ্যে কোন ফল না ভেঙ্গে ১১৫টি কমলা এবং ১৩৫টি কলা ভাগ করে দেয়া যায়?
- ক. ৫
- খ. ১০
- গ. ১২
- ঘ. ১৫
উত্তরঃ ৫
- ক. ৩০০০
- খ. ৩২০০
- গ. ৩৪০০
- ঘ. ৩৬০০
উত্তরঃ ৩৬০০
x3 + x2y, x2y +xy2 এর ল. সা. গু. কোনটি?
- ক. x + y
- খ. xy (x + y)
- গ. x2y (x + y)
- ঘ. xy
উত্তরঃ x2y (x + y)
- ক. ৪৪
- খ. ৪০
- গ. ৪২
- ঘ. ৪৫
উত্তরঃ ৪২
দুটি সংখ্যার গ. সা. গু. ১৬ এবং ল. সা. গু. ১৯২। একটি সংখ্যা ৪৮ হলে অপর সংখ্যাটি কত?
- ক. ৬০
- খ. ৬২
- গ. ৬৪
- ঘ. ৬৮
উত্তরঃ ৬৪
বৃহত্তম কোন সংখ্যা দ্বারা ২১১ এবং ৯৩৯ কে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে ৩ ভাগশেষ থাকবে?
- ক. ১০২
- খ. ১০৪
- গ. ১০৮
- ঘ. ১১২
উত্তরঃ ১০৪
দুটি সংখ্যার ল. সা. গু. ও গ. সা. গু. যথাক্রমে ৯০ ও ১৫। একটি সংখ্যা ৪৫ হলে অপরটি কত?
- ক. ৩০
- খ. ৩৬
- গ. ৬০
- ঘ. ৭৫
উত্তরঃ ৩০
কোন ক্ষুদ্রতম সংখ্যা ১২, ১৬ ও ১৮ দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে ৭ ভাগশেষ থাকবে?
- ক. ১৪৪
- খ. ১৫১
- গ. ১৩৭
- ঘ. ১৫৮
উত্তরঃ ১৫১
দুটি সংখ্যার গ. সা. গু ১২ এবং ল. সা. গু. ৩৩৬, একটি সংখ্যা ৪৮ হলে অপর সংখ্যাটি কত?
- ক. ১২
- খ. ৬৪
- গ. ৭২
- ঘ. ৮৪
উত্তরঃ ৮৪
দুটি সংখ্যার ল. সা. গু. যথাক্রমে ৬০ ও ১০ একটি সংখ্যা অপর সংখ্যার ২/৩ অংশ হলে ছোট সংখ্যাটি কত?
- ক. ২০
- খ. ১০
- গ. ৩০
- ঘ. ১৫
উত্তরঃ ২০
দুই সংখ্যার গ. সা. গু. ও ল. সা. গু. যথাক্রমে ২ ও ৩৬০। একটি সংখ্যা ৩৬ হলে অপরটি কত?
- ক. ১০
- খ. ১৫
- গ. ২০
- ঘ. ৩০
উত্তরঃ ২০
দুইটি সংখ্যার অনুপাত 7 : 5 এবং তাদের ল. সা. গু. 140 হলে সংখ্যা দুইটির গ. সা. গু. কত?
- ক. 4
- খ. 12
- গ. 6
- ঘ. 9
উত্তরঃ 4
কোন সংখ্যাকে ১৬, ২৪ এবং ৩৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ৬, ১৪ ও ২৬ থাকবে?
- ক. ১৪৪
- খ. ১৩৪
- গ. ১৫৪
- ঘ. ১৬৪
উত্তরঃ ১৩৪
দুটি সংখ্যার গ. সা. গু. এবং ল. সা. গু. যথক্রমে ২ এবং ৩৬০। একটি সংখ্যা ১০ হলে অপর সংখ্যা কত?
- ক. ২৪
- খ. ৪৮
- গ. ৬০
- ঘ. ৭২
উত্তরঃ ৭২
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ ও ৫ ভাগ শেষ হবে?
- ক. ১০
- খ. ১২
- গ. ১৪
- ঘ. ১৬
উত্তরঃ ১২
- ক. ৫৯১
- খ. ৫৮১
- গ. ৫৮৯
- ঘ. ৫৭৯
উত্তরঃ ৫৮৯