প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক
51. এক নটিক্যাল মাইলে কত মিটার?
- ক. ১৭৫০.১৮ মি.
- খ. ১৮৫৩.১৮ মিটার
- গ. ১৬৫০.২০ মি.
- ঘ. ১৯৫৩.১৮ মি.
52. a - 1/a = 3 হলে a3 - (1/a)3 এর মান কত?
- ক. 9
- খ. 18
- গ. 27
- ঘ. 36
54. একটি গাড়ীর চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরলে ১.৫ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রী ঘুরে?
- ক. ১৮০
- খ. ২৭০
- গ. ৩৬০
- ঘ. ৫৪০
57. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেন :
- ক. মাননীয় প্রধানমন্ত্রী
- খ. মন্ত্রণালয়েল সচিব
- গ. মহামান্য রাষ্ট্রপতি
- ঘ. সশস্ত্র বাহিনীর প্রধান
58. বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়:
- ক. ১৯ জুলাই
- খ. ২১ জুলাই
- গ. ২১ নভেম্বর
- ঘ. ১ আগষ্ট
59. বাংলাদেশের মুক্তিযোদ্ধা দিবস পালিত হয়:
- ক. ২৬ মার্চ
- খ. ৭ মার্চ
- গ. ১ ডিসেম্বর
- ঘ. ১৬ ডিসেম্বর
60. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে কার্যকর বিভাগের সংখ্যা কতটি?
- ক. ১৯টি
- খ. ২১টি
- গ. ২০টি
- ঘ. ১৮টি
61. মুক্তিযুদ্ধে বীরাঙ্গনা উপাধিপ্রাপ্ত হন কতজন নারী?
- ক. ১৭৫ জন
- খ. ১৮০ জন
- গ. ১৮৮ জন
- ঘ. ১৯০ জন
- ক. পার্লামেন্ট
- খ. অ্যাসেম্বলি
- গ. ডায়েট
- ঘ. সোগডু
63. রোবট সোফিয়ার নির্মাতা প্রতিষ্ঠানের নাম:
- ক. আইবিএম রোবটিক্স ইউনিট
- খ. স্যাম রোবটিক্স
- গ. হ্যাল্ক রোবটিক্স
- ঘ. হ্যানসন রোবটিক্স
64. দেশের বৃহত্তম যুদ্ধ বিমানঘাঁটির নাম :
- ক. বিমান বাহিনী ঘাঁটি বাশার
- খ. বিমান বাহিনী ঘাঁটি মতিউর
- গ. বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু
- ঘ. বিমান বাহিনী ঘাঁটি জহুরুল
65. চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌ বাহিনীর সাবমেরিন দুটির নাম :
- ক. দুর্জয় ও বিজয়
- খ. দুর্গম ও প্রত্যয়
- গ. ওসমান ও মধুমতি
- ঘ. নবযাত্রা ও জয়যাত্রা
66. 'The Modem Star' গ্রন্থটির রচয়িতা কে?
- ক. Aristotle
- খ. Abraham Lincoin
- গ. R.M. Maclver
- ঘ. John F. Kenedy
67. দেশের সর্বশেষ আবিষ্কৃত গ্যাসক্ষেত্রটির নাম কী?
- ক. সুজাপুর গ্যাসক্ষেত্র
- খ. মোবারকপুর গ্যাসক্ষেত্র
- গ. ফিরোজপুর গ্যাসক্ষেত্র
- ঘ. আমেদপুর গ্যাসক্ষেত্র
68. ঢাকা জেলা মুক্তিযুদ্ধের কততম সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
- ক. ১ নং সেক্টর
- খ. ২ নং সেক্টর
- গ. ৩ নং সেক্টর
- ঘ. ৪ নং সেক্টর
70. সেনাবাহিনীর কতজন সদস্য দ্বিতীয় সর্বোচ্চ সামরিক খেতাব ‘বীরউত্তম’ পদক প্রাপ্ত হয়েছেন?
- ক. ৫২ জন
- খ. ৫০ জন
- গ. ৪৯ জন
- ঘ. ৫১ জন
71. কোন তারিখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয়?
- ক. ১৭ মার্চ
- খ. ২৩ মার্চ
- গ. ১০ জানুয়ারি
- ঘ. ২৫ জানুয়ারি
72. Fire and Fury বইটির রচয়িতা কে?
- ক. Hillary Clinton
- খ. Michael Wolf
- গ. Donald Trump
- ঘ. Barrack obama
73. ডোকলাম উপত্যকা কোন কোন দেশের সাথে সংযুক্ত?
- ক. ভারত - পাকিস্তান
- খ. ভারত - চীন
- গ. ভারত - ভুটান
- ঘ. ভারত - ভুটান - চীন
74. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রথম দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কে ছিলেন?
- ক. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- খ. ক্যাপ্টেন মনসুর আলী
- গ. জেনারেল ওসমানী
- ঘ. সৈয়দ নজরুল ইসলাম
75. কোন সন থেকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে অংশগ্রহণ করে আসছে?
- ক. ১৯৮৮
- খ. ১৯৯১
- গ. ১৯৯৫
- ঘ. ২০০১