৮ম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়
26. ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে বলে ?
- ক. ঊষা
- খ. গোধূলি
- গ. গুরুবৃত্ত
- ঘ. ছায়াবৃত্ত
28. স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?
- ক. সৈয়দ নজরুল ইসলাম
- খ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- গ. আবু সাঈদ চৌধুরী
- ঘ. সাহাবুদ্দিন আহমদ
30. বাংলাদেশের মুক্তিযুদ্ধের নৌ - কমান্ডার সেক্টর ____
- ক. সেক্টর ১
- খ. সেক্টর ১০
- গ. সেক্টর ১১
- ঘ. সেক্টর ২
31. দুইটি সংখ্যার অনুপাত 3ঃ4 এবং তাদের ল.সা.গু. 180 । সংখ্যা দুইটি কি কি ?
- ক. 70,60
- খ. 60,50
- গ. 50,40
- ঘ. 45,60
33. টাকায় 10টি দরে লেবু ক্রয় করে 8টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে ?
- ক. 20%
- খ. 25%
- গ. 10%
- ঘ. 15%
34. (2x - 6,5) = (4, 2y-5) হলে, (x,y)-- এর মান কোনটি ?
- ক. (4,5)
- খ. (5,5)
- গ. (6,4)
- ঘ. (6,5)
35. একটি ত্রিভুজের যে কোন একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি কোন ধরনের ?
- ক. স্থুলকোণী
- খ. সূক্ষ্মকোণী
- গ. সমকোণী
- ঘ. সমবাহু
36. একটি সমবাহু ত্রিভুজের উভয় দিকে বর্ধিত করলে দুটি বহিঃকোণ উৎপন্ন হয়, তাদের সমষ্টি কত ?
- ক. 120 ডিগ্রী
- খ. 60 ডিগ্রী
- গ. 240 ডিগ্রী
- ঘ. 100 ডিগ্রী
37. বৃত্তের উপরস্থ কোনো বিন্দুতে কয়টি স্পর্শক আঁকা যায় ?
- ক. একটি
- খ. চারটি
- গ. দুইটি
- ঘ. তিনটি
38. tanA = 1 হলে, A-এর মান কত ডিগ্রী ?
- ক. 45 ডিগ্রী
- খ. 30 ডিগ্রী
- গ. 60 ডিগ্রী
- ঘ. 70 ডিগ্রী
- ক. 8 মিটার
- খ. 9 মিটার
- গ. 12 মিটার
- ঘ. 16 মিটার
42. Shahed did not join the army . Here the word 'army' is _____ .
- ক. an abstract noun
- খ. a common noun
- গ. a collective noun
- ঘ. a material noun
44. Piya has slept only three hours . Which part of speech is the word 'only' here ?
- ক. A noun
- খ. An adjective
- গ. An adverb
- ঘ. A preposition
46. কোন বাংলাদেশী দুইবার এভারেস্ট শৃঙ্গে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন ?
- ক. মুসা ইব্রাহীম
- খ. নিশাত মজুমদার
- গ. এম এ মুহিত
- ঘ. ওয়াসফিয়া নাজনীন
47. কবি জসিমউদ্দিনের 'কবর' কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় ?
- ক. কালি ও কলম পত্রিকা
- খ. ধুমকেতু পত্রিকা
- গ. তত্ত্ববোধিনী পত্রিকা
- ঘ. কল্লোল পত্রিকা
48. মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানীর নাম কি ?
- ক. কুয়ালালামপুর
- খ. পুত্রজায়া
- গ. পিনাং
- ঘ. কুয়াংটান
50. এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে ?
- ক. লর্ড মাউন্টব্যাটন
- খ. স্যার পি জে হার্টজ
- গ. স্যার উইলিয়াম জোন্স
- ঘ. লর্ড ক্যানিং