৭ম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়
26. আমি এটা না করে পারলাম না ।
- ক. I could not help do it
- খ. I could not help doing it
- গ. I could not help to do it
- ঘ. I could not but did it
- ক. আমি চা খাই ।
- খ. আমি চা পান করি না ।
- গ. আমি চা খাব না ।
- ঘ. আমি চা আনি না ।
- ক. লাফ দেবার আগে তকাও ।
- খ. ভাবিয়া করিও কাজ ।
- গ. আগে ভাবিয়া পরে লাফ দিবে ।
- ঘ. দেখে নাও পরে লাফ দাও ।
29. It is raining cats and dogs .
- ক. মুষলধারে বৃষ্টি হচ্ছে ।
- খ. কুকুর বিড়ালের মত বৃষ্টি হচ্ছে ।
- গ. ইহা বৃষ্টি হচ্ছে কুকুর ও বিড়ালগুলো ।
- ঘ. কুকুর ও বিড়াল বৃষ্টিতে ভিজছে ।
- ক. সে তোমাকে হত্যা করছে ।
- খ. সে তাকে হত্যা করেছে
- গ. সে মারা গিয়েছে ।
- ঘ. সে আত্মহত্যা করেছে ।
34. ‘যার কোন মূল্যে নাই’- সমার্থক বাগধারা কোনটি ?
- ক. ডাকা বুকো
- খ. তুলসি বনের বাঘ
- গ. কাঠের পুতুল
- ঘ. ঢাকের বায়া
35. সংবাদপত্রে প্রকাশের জন্য নিখোঁজ সংবাদ কোন ধরনের পত্র ?
- ক. বিজ্ঞপ্তি
- খ. অভিযোগ পত্র
- গ. চুক্তিপত্র
- ঘ. প্রতিবেদন
37. ‘বিষ নেই তার কুলোপনা চক্কর ‘বাগধারাটির সঠিক অর্থ কোনটি ?
- ক. যার কোন প্রকার ক্ষমতা নাই
- খ. অন্তঃসার শূন্য অবস্থা
- গ. ক্ষমতাশালীর দম্ভ প্রকাশ
- ঘ. অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন
38. কোনটির অভাবে চিঠি লেখার উদ্দেশ্য ব্যর্থ হয় ?
- ক. প্রেরকের ঠিকানা
- খ. প্রাপকের ঠিকানা
- গ. পত্র গর্ভ
- ঘ. স্বাক্ষর ও তারিখ
39. ‘দেশের সকল আলেমগণই সভায় উপস্থিত ছিলেন।’ বাক্যটি কোন দোষে দুষ্ট ?
- ক. বাহুল্য দোষ
- খ. উপমার ভুল প্রয়োগ
- গ. গুরুচন্ডালী দোস
- ঘ. অপ্রচলিত শব্দের ব্যবহার
40. ‘সাক্ষী গোপাল’ বাগধারাটির অর্থ কী ?
- ক. অপদার্থ
- খ. মূর্খ
- গ. নিরেট বোকা
- ঘ. নিষ্ক্রিয় দর্শক
42. ‘গরমিল’ - এর সঠিক ব্যাসবাক্য কোনটি ?
- ক. মিল ও অমিল
- খ. অমিলের সদৃশ
- গ. মিলের অভাব
- ঘ. গর ও মিল
44. প্রাপক বয়সে বড় হলে প্রেরক স্বাক্ষরের আগে কোন শব্দটি ব্যবহার করবে ?
- ক. প্রীতিমুগ্ধ
- খ. আশীর্বাদক
- গ. শুভাকাঙ্ক্ষী
- ঘ. স্নেহভাজন
45. নিচের কোন বাগধারাটি ভিন্নার্থক ?
- ক. সুখের পায়রা
- খ. শরতের শিশির
- গ. দুধের মাছি
- ঘ. নিরেট বোকা
- ক. সঙ্গ দোষে নষ্ট ।
- খ. সঙ্গ দেখে লোক চেনা যায় ।
- গ. সৎ সঙ্গে স্বর্গ বাস ।
- ঘ. মানিকে মানিক চেনে ।
- ক. আমি অসহ্য হয়ে উঠেছি ।
- খ. আমি এক কথায় মানুষ ।
- গ. আমি কঠিন অসুখে ভুগছি ।
- ঘ. আমার টাকার খুব অনটন হয়েছে ।
48. He is only five . (Negative)
- ক. He is not less than five
- খ. He is not only five
- গ. He is above not five
- ঘ. He is not aged five
49. If he does not do , he will die .( Compound)
- ক. Do and die
- খ. Do or die
- গ. He cannot do and die
- ঘ. Let him do or he will die
50. Everybody knows this .( Interrogative)
- ক. Does anybody knows this ?
- খ. Who does not know this ?
- গ. Who do not know this ?
- ঘ. Do anybody know this ?