১৫ তম বিজেএস সহকারী জজ

78. জমির মালিকানা নিয়ে প্রশ্ন জড়িত থাকলে তার প্রতিকার ও খতিয়ান সংশোধনের আদেশ কে দিতে পারেন? 

  • ক. সহকারী কমিশনার ( ভূমি )
  • খ. দেওয়ানী আদালত
  • গ. ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল
  • ঘ. সেটেলমেন্ট অফিসার

79. the Contract Act, 1872 অনুযায়ী নিম্নের কোনটি এজেন্সি সমাপ্তির কারণ নয়? 

  • ক. মালিক মারা গেলে
  • খ. এজেন্ট মারা গেলে
  • গ. এজেন্ট দেওলিয়া হলে
  • ঘ. মালিক অপ্রকৃতিস্থ হলে

80. ‘To err is human. ’Change the above sentence into negative without changing meaning . 

  • ক. To err is not human
  • খ. To err is beyond humanity
  • গ. No man is free from error
  • ঘ. No man is not free from error

81. অগ্রক্রয় অধিকারের মধ্যে কার দাবী অগ্রগণ্য? 

  • ক. শাফি-ই-জার
  • খ. মুকাররারীদার
  • গ. শাফি-ই-শরিক
  • ঘ. শাফি-ই-খালিত

87. ্মুস্লিম ব্যক্তিগত  আইনানুযায়ী মৃত্যুশয্যায়  স্বামী কতৃক প্রদত্ত  তালাক …। 

  • ক. বৈধ
  • খ. স্ত্রীর সম্মতিতে কার্যকর
  • গ. অবৈধ
  • ঘ. মৃত্যু না হলে কার্যকর

88. দায়ভাগা মতবাদ অনুসারী যৌথ পরিবারের কর্তা নিম্নের কোন ক্ষমতা প্রয়োগ করতে পারেন না? 

  • ক. সম্পতি হস্তান্তর করা
  • খ. ঋণ গ্রহণ করা
  • গ. হিসাব প্রদান করা
  • ঘ. ইচ্ছা মতো কোনো সদস্যকে বহিষ্কার করা

89. হিন্দু দায়ভাগ আইনানুযায়ী সপিণ্ড হিসাবে অগ্রগণ্য কে? 

  • ক. বোনের পুত্র
  • খ. ভায়ের পুত্র
  • গ. কন্যার পুত্র
  • ঘ. ভাই

90. Doctrine of pulpit (Al-Mimbariya ) কোন খলিফার ঘটনার সাথে সম্পর্কিত?

  • ক. হযরত আবু বকর সিদ্দিক (রাঃ)
  • খ. হযরত ওমর (রাঃ)
  • গ. হযরত উসমান (রাঃ)
  • ঘ. হযরত আলী (রাঃ)

91. ‘অসমাপ্ত আত্নজীবনী’ এর রচনাকাল… । 

  • ক. ১৯৫৪-১৯৫৭
  • খ. ১৯৬৪-১৯৬৬
  • গ. ১৯৫০-১৯৫২
  • ঘ. ১৯৬৬-১৯৬৯

92. কোন ভাষা শহীদ ‘ঢাকা হইকোর্ট’ এর কর্মচারী ছিলেন? 

  • ক. আব্দুস সালাম
  • খ. শফিউর রহমান
  • গ. আবদুল আউয়াল
  • ঘ. রফিক উদ্দিন

95. আগরতলা ষড়যন্ত্র মামলার আইনজীবী ছিলেন কে? 

  • ক. টমাস উইলিয়ামস
  • খ. ডগলাস কিংসফোর্ড
  • গ. থোরগুড মার্শাল
  • ঘ. অ্যাডওয়ার্ড কোক

96. কমনওয়েলথভুক্ত কোন দেশটি ব্রিটিশ শাসনাধীন ছিল না? 

  • ক. দক্ষিণ আফ্রিকা
  • খ. অস্ট্রেলিয়া
  • গ. মোজাম্বিক
  • ঘ. নিউজিল্যান্ড

97. ম্যানারহেইম লাইন কোন দুটি দেশকে বিভক্ত করেছে ?

  • ক. ফিলিস্তিন ও ইসরাইল
  • খ. জার্মানি ও পোল্যান্ড
  • গ. ফিনল্যান্ড ও রাশিয়া
  • ঘ. রাশিয়া ও ইউক্রেন

98. পৃথিবীর ‘Super Continent’ কী নামে পরিচিত ? 

  • ক. প্যানজিয়া
  • খ. প্যারাশিয়া
  • গ. প্যালিওজয়িক
  • ঘ. মেসোজোয়িক

100. ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেন কোন লেখক? 

  • ক. প্লেটো
  • খ. শেক্সপিয়ার
  • গ. এরিস্টটল
  • ঘ. ভলতেয়ার


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics