১৫ তম বিজেএস সহকারী জজ
76. The State Acquisition and Tenancy Act, 1950 এর কোন ধারায় পয়স্থি জমি খাস জমি হিসাবে গণ্য হবে ?
- ক. ৮৬
- খ. ৮৭
- গ. ৯০
- ঘ. ১৪৩
78. জমির মালিকানা নিয়ে প্রশ্ন জড়িত থাকলে তার প্রতিকার ও খতিয়ান সংশোধনের আদেশ কে দিতে পারেন?
- ক. সহকারী কমিশনার ( ভূমি )
- খ. দেওয়ানী আদালত
- গ. ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল
- ঘ. সেটেলমেন্ট অফিসার
79. the Contract Act, 1872 অনুযায়ী নিম্নের কোনটি এজেন্সি সমাপ্তির কারণ নয়?
- ক. মালিক মারা গেলে
- খ. এজেন্ট মারা গেলে
- গ. এজেন্ট দেওলিয়া হলে
- ঘ. মালিক অপ্রকৃতিস্থ হলে
80. ‘To err is human. ’Change the above sentence into negative without changing meaning .
- ক. To err is not human
- খ. To err is beyond humanity
- গ. No man is free from error
- ঘ. No man is not free from error
81. অগ্রক্রয় অধিকারের মধ্যে কার দাবী অগ্রগণ্য?
- ক. শাফি-ই-জার
- খ. মুকাররারীদার
- গ. শাফি-ই-শরিক
- ঘ. শাফি-ই-খালিত
82. পারিবারিক আদালত বিবাদীর উপস্থিতির জন্য অনধিক কত দিন সময় দিয়ে সমন প্রদান করবেন?
- ক. ৩০
- খ. ৪৫
- গ. ৬০
- ঘ. ৯০
83. সালিসী কাউন্সিলের অনুমতি ব্যতীত স্ত্রী থাকাকালীন পুনঃবিবাহ করলে তার সর্বোচ্চ কারাদন্ড …
- ক. ৬ মাস
- খ. ১ বছর
- গ. ২ বছর
- ঘ. ৩ বছর
84. ‘Tawazhi’ শব্দটি নিম্নের কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
- ক. ওয়াক্ফ
- খ. হিবা
- গ. এওয়াজ
- ঘ. ওয়াসিয়ত
86. ‘ক’ একখন্ড জমি ‘খ’ কে উইল করলো। পরবর্তীতে ‘ক’ উক্ত জমিতে বাড়ি নির্মাণ করলো। উইলটি …।
- ক. প্রত্যাহারযোগ্য
- খ. প্রত্যাহৃত
- গ. বৈধ
- ঘ. অনিয়মিত
87. ্মুস্লিম ব্যক্তিগত আইনানুযায়ী মৃত্যুশয্যায় স্বামী কতৃক প্রদত্ত তালাক …।
- ক. বৈধ
- খ. স্ত্রীর সম্মতিতে কার্যকর
- গ. অবৈধ
- ঘ. মৃত্যু না হলে কার্যকর
88. দায়ভাগা মতবাদ অনুসারী যৌথ পরিবারের কর্তা নিম্নের কোন ক্ষমতা প্রয়োগ করতে পারেন না?
- ক. সম্পতি হস্তান্তর করা
- খ. ঋণ গ্রহণ করা
- গ. হিসাব প্রদান করা
- ঘ. ইচ্ছা মতো কোনো সদস্যকে বহিষ্কার করা
89. হিন্দু দায়ভাগ আইনানুযায়ী সপিণ্ড হিসাবে অগ্রগণ্য কে?
- ক. বোনের পুত্র
- খ. ভায়ের পুত্র
- গ. কন্যার পুত্র
- ঘ. ভাই
90. Doctrine of pulpit (Al-Mimbariya ) কোন খলিফার ঘটনার সাথে সম্পর্কিত?
- ক. হযরত আবু বকর সিদ্দিক (রাঃ)
- খ. হযরত ওমর (রাঃ)
- গ. হযরত উসমান (রাঃ)
- ঘ. হযরত আলী (রাঃ)
92. কোন ভাষা শহীদ ‘ঢাকা হইকোর্ট’ এর কর্মচারী ছিলেন?
- ক. আব্দুস সালাম
- খ. শফিউর রহমান
- গ. আবদুল আউয়াল
- ঘ. রফিক উদ্দিন
93. বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত বীর বিক্রম খেতাবপ্রাপ্ত একমাত্র মুক্তিযোদ্ধার নাম কী?
- ক. ইউ কে চিং
- খ. আশুতোষ
- গ. মং প্রু
- ঘ. অংশু চাকমা
94. ২০২২-২৩ অর্থ বছরের বাজেটে মোট ব্যায় ধরা হয়েছে জিডিপি এর …।
- ক. ১৪.৮%
- খ. ১৫.৪%
- গ. ১৩.৪%
- ঘ. ১৬.২%
95. আগরতলা ষড়যন্ত্র মামলার আইনজীবী ছিলেন কে?
- ক. টমাস উইলিয়ামস
- খ. ডগলাস কিংসফোর্ড
- গ. থোরগুড মার্শাল
- ঘ. অ্যাডওয়ার্ড কোক
96. কমনওয়েলথভুক্ত কোন দেশটি ব্রিটিশ শাসনাধীন ছিল না?
- ক. দক্ষিণ আফ্রিকা
- খ. অস্ট্রেলিয়া
- গ. মোজাম্বিক
- ঘ. নিউজিল্যান্ড
97. ম্যানারহেইম লাইন কোন দুটি দেশকে বিভক্ত করেছে ?
- ক. ফিলিস্তিন ও ইসরাইল
- খ. জার্মানি ও পোল্যান্ড
- গ. ফিনল্যান্ড ও রাশিয়া
- ঘ. রাশিয়া ও ইউক্রেন
98. পৃথিবীর ‘Super Continent’ কী নামে পরিচিত ?
- ক. প্যানজিয়া
- খ. প্যারাশিয়া
- গ. প্যালিওজয়িক
- ঘ. মেসোজোয়িক
99. ‘ওডেসা’ সমুদ্রবন্দর কোন সাগরের অববাহিকায় অবস্থিত ?
- ক. মর্মর
- খ. ভূমধ্য
- গ. আজিয়ান
- ঘ. কৃষ্ণ
100. ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেন কোন লেখক?
- ক. প্লেটো
- খ. শেক্সপিয়ার
- গ. এরিস্টটল
- ঘ. ভলতেয়ার